নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনীতিতে জড়িয়ে অনেক তারকা ক্রিকেটার ভক্ত-সমর্থকদের কাছে বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসানের অবস্থা এখন যেন তেমনই হয়েছে। হত্যা মামলার আসামি হয়ে তাঁর ক্যারিয়ারের পাশেই প্রশ্নচিহ্ন বসে গেছে! রুবেল হোসেনের মতে, সাকিব রাজনীতির ময়দানের চেয়ে ক্রিকেট মাঠেই বেশি মানানসই।
সাকিবের সংসদ সদস্যের (এমপি) পদ টিকে ছিল মাত্র সাত মাস। এ বছরের জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত। রাজনীতিতে জড়িয়ে অনেক সমালোচনার শিকার হয়েছেন তিনি। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা নিয়মিত ছিলেন না। এখন আবার রাজনৈতিক কারণেই হত্যা মামলার আসামি হয়ে আছেন বিপাকে ৷ বিসিবি তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রথম টেস্টের পর ৷ সাকিবকে অভাগা রাজনীতিবিদ উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পেসার রুবেল লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ, যাঁর ৬-৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সব ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’
সাকিবের ফর্ম এখন যেমনই হোক, ক্রিকেট বইয়ের অনেক রেকর্ডেই তাঁর নাম আছে। আরেক ক্রিকেটার সাব্বির রহমান যেন সেটিই মনে করিয়ে দিলেন। সাকিবকে নিয়ে তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’
পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে আর কখনো না খেলাতে এরই মধ্যে আইনি নোটিশ চলে গেছে বিসিবিতে। আইনি নোটিশ নিয়ে কাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ অবস্থায় (তার) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে (কাল)। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’
রাজনীতিতে জড়িয়ে অনেক তারকা ক্রিকেটার ভক্ত-সমর্থকদের কাছে বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসানের অবস্থা এখন যেন তেমনই হয়েছে। হত্যা মামলার আসামি হয়ে তাঁর ক্যারিয়ারের পাশেই প্রশ্নচিহ্ন বসে গেছে! রুবেল হোসেনের মতে, সাকিব রাজনীতির ময়দানের চেয়ে ক্রিকেট মাঠেই বেশি মানানসই।
সাকিবের সংসদ সদস্যের (এমপি) পদ টিকে ছিল মাত্র সাত মাস। এ বছরের জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত। রাজনীতিতে জড়িয়ে অনেক সমালোচনার শিকার হয়েছেন তিনি। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা নিয়মিত ছিলেন না। এখন আবার রাজনৈতিক কারণেই হত্যা মামলার আসামি হয়ে আছেন বিপাকে ৷ বিসিবি তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রথম টেস্টের পর ৷ সাকিবকে অভাগা রাজনীতিবিদ উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পেসার রুবেল লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ, যাঁর ৬-৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সব ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’
সাকিবের ফর্ম এখন যেমনই হোক, ক্রিকেট বইয়ের অনেক রেকর্ডেই তাঁর নাম আছে। আরেক ক্রিকেটার সাব্বির রহমান যেন সেটিই মনে করিয়ে দিলেন। সাকিবকে নিয়ে তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’
পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে আর কখনো না খেলাতে এরই মধ্যে আইনি নোটিশ চলে গেছে বিসিবিতে। আইনি নোটিশ নিয়ে কাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ অবস্থায় (তার) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে (কাল)। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫