ক্রীড়া ডেস্ক
তাসকিন আহমেদ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করেছেন। বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তিনি রেকর্ড গড়লেও তাঁর দল দুর্বার রাজশাহী ছিটকে গেছে লিগ পর্বেই।
নি: সঙ্গ শেরপার মতো এবার তিনি রাজশাহীকে টেনেছেন। ১২ ম্যাচে ৬.৪৯ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। এবারের বিপিএলে তাসকিনের পর যৌথভাবে দুইয়ে আছেন সৈয়দ খালেদ আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ। খালেদ, ফাহিম, আকিফ নিয়েছেন ২০টি করে উইকেট। যেখানে খালেদের চিটাগং কিংস ও ফাহিমের ফরচুন বরিশাল আজ সন্ধ্যায় মিরপুরে ফাইনালে মুখোমুখি হচ্ছে। আকিফের রংপুর রাইডার্স এলিমিনেটরেই ছিটকে গেছে।
ফাহিম পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন এবং এরই মধ্যে বিপিএল ছেড়ে তিনি চলে গেছেন। পাকিস্তানি এই পেসার তাহলে বিপিএলে রেকর্ড ভাঙার হিসেব থেকে বাদ। তবে খালেদের সেই সুযোগ তো থাকছে। ১৩ ম্যাচে ৮.৫৮ ইকোনমিতে নিয়েছেন ২০ উইকেট। তুলনামূলক খরুচে হলেও চিটাগংকে প্রথম কোয়ালিফায়ারে ওঠাতে (সেরা দুই) অসাধারণ অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। মিরপুরে ৩০ জানুয়ারি লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তাসকিনের রেকর্ড ভাঙতে খালেদের ৬ উইকেট দরকার, যা একটু কঠিন। তবে অসম্ভব তো নয়। কে বলতে পারে, আজ ফাইনালেই হয়তো ক্যারিয়ারসেরা বোলিং করলেন খালেদ।
খুশদিল শাহ, আবু হায়দার রনি ১৭টি করে উইকেট নিলেও তাঁরা প্লে-অফ থেকে বিদায় নিয়েছেন। খুশদিল খেলেন রংপুর রাইডার্সের হয়ে এবং রনি খুলনা টাইগার্সের হয়ে খেলেন। ফাইনালিস্ট চিটাগংয়ের আলিস নিয়েছেন ১৫ উইকেট। এই দলের শরীফুল ইসলাম ও আরাফাত সানি নিয়েছেন ১৩ ও ১১ উইকেট।
এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির মতো সর্বোচ্চ রানসংগ্রাহক নাঈম শেখেরও খেলা হচ্ছে না ফাইনাল। নাঈমের দল খুলনা টাইগার্স পরশু মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে বিদায় নিয়েছে। ১৪ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫১১ রান করেছেন খুলনার এই বাঁহাতি ব্যাটার। গড় ও স্ট্রাইকরেট ৪২.৫৮ ও ১৪৩.৯৪।
বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার পথে তাসকিন এবার সাকিব আল হাসানের দুইটি রেকর্ড ভেঙেছেন। ২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব নিয়েছিলেন ২৩ উইকেট। যা বিপিএলে এক আসরে উইকেট নেওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। একই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২০১৭ বিপিএলে তিনি নিয়েছিলেন ২২ উইকেট।
নাম | উইকেট | ইকোনমি | দল |
---|---|---|---|
তাসকিন আহমেদ | ২৫ | ৬.৪৯ | দুর্বার রাজশাহী |
ফাহিম আশরাফ | ২০ | ৭.১২ | ফরচুন বরিশাল |
আকিফ জাভেদ | ২০ | ৬.৮৯ | রংপুর রাইডার্স |
সৈয়দ খালেদ আহমেদ | ২০ | ৮.৫৮ | চিটাগং কিংস |
খুশদিল শাহ | ১৭ | ৬.০৩ | রংপুর রাইডার্স |
আবু হায়দার রনি | ১৭ | ৯.৮১ | খুলনা টাইগার্স |
তাসকিন আহমেদ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে ছিলেন দুর্দান্ত। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করেছেন। বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তিনি রেকর্ড গড়লেও তাঁর দল দুর্বার রাজশাহী ছিটকে গেছে লিগ পর্বেই।
নি: সঙ্গ শেরপার মতো এবার তিনি রাজশাহীকে টেনেছেন। ১২ ম্যাচে ৬.৪৯ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। এবারের বিপিএলে তাসকিনের পর যৌথভাবে দুইয়ে আছেন সৈয়দ খালেদ আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ। খালেদ, ফাহিম, আকিফ নিয়েছেন ২০টি করে উইকেট। যেখানে খালেদের চিটাগং কিংস ও ফাহিমের ফরচুন বরিশাল আজ সন্ধ্যায় মিরপুরে ফাইনালে মুখোমুখি হচ্ছে। আকিফের রংপুর রাইডার্স এলিমিনেটরেই ছিটকে গেছে।
ফাহিম পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন এবং এরই মধ্যে বিপিএল ছেড়ে তিনি চলে গেছেন। পাকিস্তানি এই পেসার তাহলে বিপিএলে রেকর্ড ভাঙার হিসেব থেকে বাদ। তবে খালেদের সেই সুযোগ তো থাকছে। ১৩ ম্যাচে ৮.৫৮ ইকোনমিতে নিয়েছেন ২০ উইকেট। তুলনামূলক খরুচে হলেও চিটাগংকে প্রথম কোয়ালিফায়ারে ওঠাতে (সেরা দুই) অসাধারণ অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন। মিরপুরে ৩০ জানুয়ারি লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩১ রানে নিয়েছিলেন ৪ উইকেট। তাসকিনের রেকর্ড ভাঙতে খালেদের ৬ উইকেট দরকার, যা একটু কঠিন। তবে অসম্ভব তো নয়। কে বলতে পারে, আজ ফাইনালেই হয়তো ক্যারিয়ারসেরা বোলিং করলেন খালেদ।
খুশদিল শাহ, আবু হায়দার রনি ১৭টি করে উইকেট নিলেও তাঁরা প্লে-অফ থেকে বিদায় নিয়েছেন। খুশদিল খেলেন রংপুর রাইডার্সের হয়ে এবং রনি খুলনা টাইগার্সের হয়ে খেলেন। ফাইনালিস্ট চিটাগংয়ের আলিস নিয়েছেন ১৫ উইকেট। এই দলের শরীফুল ইসলাম ও আরাফাত সানি নিয়েছেন ১৩ ও ১১ উইকেট।
এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির মতো সর্বোচ্চ রানসংগ্রাহক নাঈম শেখেরও খেলা হচ্ছে না ফাইনাল। নাঈমের দল খুলনা টাইগার্স পরশু মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে হেরে বিদায় নিয়েছে। ১৪ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫১১ রান করেছেন খুলনার এই বাঁহাতি ব্যাটার। গড় ও স্ট্রাইকরেট ৪২.৫৮ ও ১৪৩.৯৪।
বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার পথে তাসকিন এবার সাকিব আল হাসানের দুইটি রেকর্ড ভেঙেছেন। ২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব নিয়েছিলেন ২৩ উইকেট। যা বিপিএলে এক আসরে উইকেট নেওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। একই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২০১৭ বিপিএলে তিনি নিয়েছিলেন ২২ উইকেট।
নাম | উইকেট | ইকোনমি | দল |
---|---|---|---|
তাসকিন আহমেদ | ২৫ | ৬.৪৯ | দুর্বার রাজশাহী |
ফাহিম আশরাফ | ২০ | ৭.১২ | ফরচুন বরিশাল |
আকিফ জাভেদ | ২০ | ৬.৮৯ | রংপুর রাইডার্স |
সৈয়দ খালেদ আহমেদ | ২০ | ৮.৫৮ | চিটাগং কিংস |
খুশদিল শাহ | ১৭ | ৬.০৩ | রংপুর রাইডার্স |
আবু হায়দার রনি | ১৭ | ৯.৮১ | খুলনা টাইগার্স |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে