নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
টানা ৬১ ম্যাচ খেলে রেকর্ড গড়ার পর আফিফ হোসেনকে থামতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির পর। ইংলিশদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়েন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি। শেষ ওয়ানডের দলেই তাঁকে আর রাখা হয়নি। সিলেট থেকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। এরপর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তো জায়গাই হয়নি তাঁর।
সব মিলিয়ে আফিফের বাদ পড়ার পেছনে ওর বাজে পারফরম্যান্সই দায়ী। সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও দীর্ঘদিন নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। তবে প্রতিভাবান এই ক্রিকেটারের ভবিষ্যৎ এবং তাঁকে নিয়ে দলের যে ভাবনা, তা আজ এভাবে স্পষ্ট করেছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, ‘সে এখন দলের বাইরে আছে। এখন যা করতে হবে তা হলো, তাকে গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, দলে যদি কাউকে লাগে, তাহলে সবার মতো সেও সুযোগ পাবে। যদি সে এটা করতে পারে, দলে জায়গা খালি আছে।’
পারফরম্যান্সের কারণেই যে আফিফ দল থেকে বাদ পড়েছেন, তা আর ঘটা করে বলার অপেক্ষা রাখে না। তাই হাথুরুর পরিষ্কার বার্তা, ‘(সে বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছে) অবশ্যই। তার চেহারার কারণে না, পারফরম্যান্সের জন্যই। যে কেউ বাদ পড়লেই পারফরম্যান্সের কারণে পড়ে। কখনো কখনো আবার কৌশলগত কারণ যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়।’
আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাথুরু। এরই মধ্যে ২-০ ব্যবধানে আইরিশদের ওয়ানডে সিরিজে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন তামিম ইকবালরা।
আরও খবর পড়ুন:
টানা ৬১ ম্যাচ খেলে রেকর্ড গড়ার পর আফিফ হোসেনকে থামতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির পর। ইংলিশদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়েন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি। শেষ ওয়ানডের দলেই তাঁকে আর রাখা হয়নি। সিলেট থেকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। এরপর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তো জায়গাই হয়নি তাঁর।
সব মিলিয়ে আফিফের বাদ পড়ার পেছনে ওর বাজে পারফরম্যান্সই দায়ী। সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও দীর্ঘদিন নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। তবে প্রতিভাবান এই ক্রিকেটারের ভবিষ্যৎ এবং তাঁকে নিয়ে দলের যে ভাবনা, তা আজ এভাবে স্পষ্ট করেছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, ‘সে এখন দলের বাইরে আছে। এখন যা করতে হবে তা হলো, তাকে গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, দলে যদি কাউকে লাগে, তাহলে সবার মতো সেও সুযোগ পাবে। যদি সে এটা করতে পারে, দলে জায়গা খালি আছে।’
পারফরম্যান্সের কারণেই যে আফিফ দল থেকে বাদ পড়েছেন, তা আর ঘটা করে বলার অপেক্ষা রাখে না। তাই হাথুরুর পরিষ্কার বার্তা, ‘(সে বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছে) অবশ্যই। তার চেহারার কারণে না, পারফরম্যান্সের জন্যই। যে কেউ বাদ পড়লেই পারফরম্যান্সের কারণে পড়ে। কখনো কখনো আবার কৌশলগত কারণ যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়।’
আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাথুরু। এরই মধ্যে ২-০ ব্যবধানে আইরিশদের ওয়ানডে সিরিজে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন তামিম ইকবালরা।
আরও খবর পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে