Ajker Patrika

বাংলাদেশের এশিয়া কাপের দলে সাব্বির-সাইফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৮: ১৫
বাংলাদেশের এশিয়া কাপের দলে সাব্বির-সাইফ

সাব্বির রহমানকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৭ সদস্যের মূল দলের সঙ্গে আরও ৩ জনকে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চোট সমস্যায় দলের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে এই টুর্নামেন্টে পাচ্ছে না বাংলাদেশ। এ অবস্থায় বাংলাদেশ 'এ' দলে ডাক পাওয়া সাব্বির রহমানকে জাতীয় দলে ফিরিয়ে এনেছে বিসিবি। ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন সাব্বির। 

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে চোট পাওয়া ইয়াসির আলী ও লিটন দাসকে এশিয়া কাপে পাচ্ছে না বাংলাদেশ। তবে সুসংবাদ হয়ে এসেছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ফেরা। চোট ২০২১ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর পুর্নবাসনে ছিলেন সাইফ। 

এশিয়া কাপের দল 

সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত