নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৌসুমের পর মৌসুম ধুঁকতে থাকা দলটাই এবার এক দমকায় যেন বদলে গেছে। নবম আসরে টানা চার জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। তরুণ তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তরা মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ভয়ডড়হীন ক্রিকেটই খেলছেন।
ঢাকা পর্বের শেষ ম্যাচে আজ ঢাকা ডমিনেটরসকে দাপুটে ক্রিকেট খেলেই ৬২ রানে হারিয়েছে সিলেট। আগে ব্যাটিং করে সিলেট ২০১ রানের বড় সংগ্রহই দাঁড় করায়। আরও একবার জ্বলে উঠেছেন হৃদয়। তাঁর টানা তৃতীয় ফিফটির ইনিংসটি থেমেছে ৮৪ রানে। হৃদয় নিজের ইনিংস সাজিয়েছেন সমান পাঁচটি করে চার ছক্কায়।
ফিল্ডিংয়ের সময় ১১তম ওভারে রেজাউর রহমানের বোলিংয়ের সময় অবশ্য হাতে ব্যাথা পেয়েছেন হৃদয়। সিলেট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ডাক্তারের কাছে নেওয়া হচ্ছে তাঁকে। হাতে সেলাইও লাগতে পারে। বিপিএলে টানা তিনটি ফিফটি করা দ্বিতীয় বাংলাদেশী হৃদয়। তাঁর আগে গত মৌসুমে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল। দলীয় ১৭ রানে ওপেনার মোহাম্মদ হারিসকে আউট হন।
এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে হৃদয়ের জুটিই মূলত সিলেটকে এবারের আসরের প্রথম দুইশ ছাড়িয়ে দেওয়া স্কোর করে। দুজনের জুটি থেকে যোগ হয় ৮৮ রান। শান্ত ৫৭ রান করে আউট হলে দ্বিতীয় উইকেট জুটি ভাঙে। ৩৯ বলে শান্তর ইনিংসে ৭ চার ও ২ ছক্কা। এই দুইজন ছাড়া সিলেটের হয়ে বলার মতো রান নেই আর কারও। সিলেটের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে। তাড়া করতে ঢাকা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।
দলীয় ৩০ রানের মধ্যে ফেরেন আহমেদ শেহজাদ, দিলশান মুনাবিরা ও সৌম্য সরকার। চতুর্থ উইকেটে বড় জুটির চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেন। ৭৭ রানের জুটি ভেঙে মিঠুন ফিরলে আবার আসা-যাওয়ার মিছিল শুরু হয়। ২৮ বলে ৩ ছক্কা ও ২ চার ছিল মিঠুনের ইনিংসে। থিসেরা পেরেরার বলে অতিরিক্ত ফিল্ডার নাজমুল ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪৪ রান করেন নাসির। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ১ ছয়ে। ৩ বল বাকি থাকতে ঢাকার ইনিংস থামে ৯ উইকেটে ১৩৯ রানে। ক্যাচ ধরতে গিয়ে হাতে ব্যাথা পেয়ে মুক্তার আলী ব্যাটিংয়ে নামেননি।
মৌসুমের পর মৌসুম ধুঁকতে থাকা দলটাই এবার এক দমকায় যেন বদলে গেছে। নবম আসরে টানা চার জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। তরুণ তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তরা মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ভয়ডড়হীন ক্রিকেটই খেলছেন।
ঢাকা পর্বের শেষ ম্যাচে আজ ঢাকা ডমিনেটরসকে দাপুটে ক্রিকেট খেলেই ৬২ রানে হারিয়েছে সিলেট। আগে ব্যাটিং করে সিলেট ২০১ রানের বড় সংগ্রহই দাঁড় করায়। আরও একবার জ্বলে উঠেছেন হৃদয়। তাঁর টানা তৃতীয় ফিফটির ইনিংসটি থেমেছে ৮৪ রানে। হৃদয় নিজের ইনিংস সাজিয়েছেন সমান পাঁচটি করে চার ছক্কায়।
ফিল্ডিংয়ের সময় ১১তম ওভারে রেজাউর রহমানের বোলিংয়ের সময় অবশ্য হাতে ব্যাথা পেয়েছেন হৃদয়। সিলেট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ডাক্তারের কাছে নেওয়া হচ্ছে তাঁকে। হাতে সেলাইও লাগতে পারে। বিপিএলে টানা তিনটি ফিফটি করা দ্বিতীয় বাংলাদেশী হৃদয়। তাঁর আগে গত মৌসুমে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল। দলীয় ১৭ রানে ওপেনার মোহাম্মদ হারিসকে আউট হন।
এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে হৃদয়ের জুটিই মূলত সিলেটকে এবারের আসরের প্রথম দুইশ ছাড়িয়ে দেওয়া স্কোর করে। দুজনের জুটি থেকে যোগ হয় ৮৮ রান। শান্ত ৫৭ রান করে আউট হলে দ্বিতীয় উইকেট জুটি ভাঙে। ৩৯ বলে শান্তর ইনিংসে ৭ চার ও ২ ছক্কা। এই দুইজন ছাড়া সিলেটের হয়ে বলার মতো রান নেই আর কারও। সিলেটের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে। তাড়া করতে ঢাকা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।
দলীয় ৩০ রানের মধ্যে ফেরেন আহমেদ শেহজাদ, দিলশান মুনাবিরা ও সৌম্য সরকার। চতুর্থ উইকেটে বড় জুটির চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেন। ৭৭ রানের জুটি ভেঙে মিঠুন ফিরলে আবার আসা-যাওয়ার মিছিল শুরু হয়। ২৮ বলে ৩ ছক্কা ও ২ চার ছিল মিঠুনের ইনিংসে। থিসেরা পেরেরার বলে অতিরিক্ত ফিল্ডার নাজমুল ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪৪ রান করেন নাসির। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ১ ছয়ে। ৩ বল বাকি থাকতে ঢাকার ইনিংস থামে ৯ উইকেটে ১৩৯ রানে। ক্যাচ ধরতে গিয়ে হাতে ব্যাথা পেয়ে মুক্তার আলী ব্যাটিংয়ে নামেননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫