ক্রীড়া ডেস্ক
তাসকিন আহমেদের বলে ওবেদ ম্যাকয় বোল্ড হতেই বাংলাদেশ লিখল নতুন ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। এ বছরের অক্টোবরে ফিল সিমন্স প্রধান কোচ হওয়ারই বাংলাদেশ এমন অর্জন করেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৪৭ ও ১২৯ রান করেও জিতেছে। যার মধ্যে প্রথম ম্যাচে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচেই লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে হেসেখেলে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮০ রানে। উইন্ডিজকে ধবলধোলাইয়ের পর প্রধান কোচ সিমন্সের প্রশংসা করেছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তিনি (সিমন্স) আমাদের কখনোই চাপ দেননি। আমরা স্বাধীনভাবে ক্রিকেট খেলেছি। শুধু তিনিই নন, কোচিং স্টাফের সবাই ও টিম ম্যানেজমেন্ট সহায়তা করেছে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে ৮ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ। যার মধ্যে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলেও বাংলাদেশ ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে ৬ ম্যাচ (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি) খেলে আজই লিটন দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। সেন্ট ভিনসেন্টে আজ করেছেন ১৩ বলে ১৪ রান। টি-টোয়েন্টি সিরিজ জয়ের মুহূর্তে লিটন স্মরণ করেছেন টেস্ট ও ওয়ানডে সিরিজের কথা,‘আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল।’
ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করা তো চাট্টিখানি কথা নয়। কারণ, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ক্যারিবীয় ব্যাটাররা বিস্ফোরক ব্যাটিংয়ের অভ্যাস রপ্ত করেছেন। সেন্ট ভিনসেন্টে আজ ব্যাটিংবান্ধব উইকেটে ১৮৯ রান করে বাংলাদেশ যে ৮০ রানে জিতেছে, তাতে বোলারদের কৃতিত্ব দিতে হবে। শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন সিরিজজুড়ে। তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমরা দিন দিন উন্নতি করছি। এই উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আমাদের বোলাররা যে দৃঢ়তা দেখিয়েছে, সেটা অবিশ্বাস্য। তাদের (ওয়েস্ট ইন্ডিজ) ভালো ব্যাটার আছে। পাওয়ারহিটারও আছে তাদের। ১৯০ রান ডিফেন্ড করাটা অনেক বড় অর্জন।’
তাসকিন আহমেদের বলে ওবেদ ম্যাকয় বোল্ড হতেই বাংলাদেশ লিখল নতুন ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। এ বছরের অক্টোবরে ফিল সিমন্স প্রধান কোচ হওয়ারই বাংলাদেশ এমন অর্জন করেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৪৭ ও ১২৯ রান করেও জিতেছে। যার মধ্যে প্রথম ম্যাচে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচেই লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে হেসেখেলে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮০ রানে। উইন্ডিজকে ধবলধোলাইয়ের পর প্রধান কোচ সিমন্সের প্রশংসা করেছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তিনি (সিমন্স) আমাদের কখনোই চাপ দেননি। আমরা স্বাধীনভাবে ক্রিকেট খেলেছি। শুধু তিনিই নন, কোচিং স্টাফের সবাই ও টিম ম্যানেজমেন্ট সহায়তা করেছে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে ৮ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ। যার মধ্যে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলেও বাংলাদেশ ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে ৬ ম্যাচ (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি) খেলে আজই লিটন দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। সেন্ট ভিনসেন্টে আজ করেছেন ১৩ বলে ১৪ রান। টি-টোয়েন্টি সিরিজ জয়ের মুহূর্তে লিটন স্মরণ করেছেন টেস্ট ও ওয়ানডে সিরিজের কথা,‘আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল।’
ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করা তো চাট্টিখানি কথা নয়। কারণ, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ক্যারিবীয় ব্যাটাররা বিস্ফোরক ব্যাটিংয়ের অভ্যাস রপ্ত করেছেন। সেন্ট ভিনসেন্টে আজ ব্যাটিংবান্ধব উইকেটে ১৮৯ রান করে বাংলাদেশ যে ৮০ রানে জিতেছে, তাতে বোলারদের কৃতিত্ব দিতে হবে। শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন সিরিজজুড়ে। তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমরা দিন দিন উন্নতি করছি। এই উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আমাদের বোলাররা যে দৃঢ়তা দেখিয়েছে, সেটা অবিশ্বাস্য। তাদের (ওয়েস্ট ইন্ডিজ) ভালো ব্যাটার আছে। পাওয়ারহিটারও আছে তাদের। ১৯০ রান ডিফেন্ড করাটা অনেক বড় অর্জন।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে