দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। আর ৩ দিন পরেই মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আসর।
আইপিএল খেলতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত পৌঁছে কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে দুজনের কারোর দলই পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই।
মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে হেরেছে ৪ টিতে। ৬ পয়েন্ট নিয়ে রাজস্থানের অবস্থান পাঁচে। নিজেদের সর্বশেষ দুই ম্যাচেও হেরেছে মোস্তাফিজের রাজস্থান।
সাকিবের কলকাতা নাইট রাইডার্সের তো আরও করুণ দশা। ৭ ম্যাচে কলকাতা জিতেছে মাত্র দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সাতে। নিজেদের শেষ তিন ম্যাচের সবকটিতে হেরেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।
কলকাতা-রাজস্থান দুদলই প্রথম পর্বে ৭টি করে ম্যাচ খেলেছে। লিগ পর্বে বাকি আছে আরও সাত ম্যাচ। সেরা চারে উঠতে হলে কমপক্ষে ৫টি ম্যাচ জিততেই হবে কলকাতাকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। আর মোস্তাফিজের রাজস্থান বাকি সাত ম্যাচের চারটিতে জিততে পারলে পরের পর্ব অনেকটাই নিশ্চিত।
দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। আর ৩ দিন পরেই মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আসর।
আইপিএল খেলতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত পৌঁছে কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে দুজনের কারোর দলই পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই।
মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে হেরেছে ৪ টিতে। ৬ পয়েন্ট নিয়ে রাজস্থানের অবস্থান পাঁচে। নিজেদের সর্বশেষ দুই ম্যাচেও হেরেছে মোস্তাফিজের রাজস্থান।
সাকিবের কলকাতা নাইট রাইডার্সের তো আরও করুণ দশা। ৭ ম্যাচে কলকাতা জিতেছে মাত্র দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সাতে। নিজেদের শেষ তিন ম্যাচের সবকটিতে হেরেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।
কলকাতা-রাজস্থান দুদলই প্রথম পর্বে ৭টি করে ম্যাচ খেলেছে। লিগ পর্বে বাকি আছে আরও সাত ম্যাচ। সেরা চারে উঠতে হলে কমপক্ষে ৫টি ম্যাচ জিততেই হবে কলকাতাকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। আর মোস্তাফিজের রাজস্থান বাকি সাত ম্যাচের চারটিতে জিততে পারলে পরের পর্ব অনেকটাই নিশ্চিত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫