নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইসিসির কোনো প্রতিযোগিতায় এখনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশ জাতীয় দলের। এমনকি এখন পর্যন্ত কোনো আসরে সেই সম্ভাবনাও তৈরি করতে পারেননি বাংলাদেশ দল। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ আছে সেই আক্ষেপ ঘুচানোর। এই প্রতিযোগিতায় যদিও খেলা হবে না তামিম ইকবালের। তামিম তাই পাখির চোখ করছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে। সেখানেই শিরোপা উৎসবে মাততে চান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার দল ঘোষণার আগেই এই আসর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। বাঁ হাতি এই ওপেনারের ব্যস্ততা এখন নেপালে শুরু হতে যাওয়া এভারেস্ট লিগ নিয়ে। গতকাল শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের ফেসবুক পেজ ‘চিলিং উইথ রাসেল’-এ এক লাইভ আড্ডায় বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তামিম।
সেই আড্ডায় লম্বা সময় ধরে ক্রিকেট খেলেও বড় কিছু জিততে না পেরে হতাশ তামিম বলেছেন, ‘ক্রিকেটে আমার এখনো অনেক কিছু অর্জনের আছে। আমার বয়স এখন ৩২-৩৩। আরও কয়েক বছর আমার হাতে আছে। ওয়ানডে দলের নেতৃত্ব এখন আমার কাঁধে। আমি, সাকিব, মুশফিক এবং মাহমুদউল্লাহ আমরা লম্বা সময় ধরে খেলছি। কিন্তু আইসিসি ইভেন্ট বিবেচনা করলে আমি বড় কিছু জিততে পারিনি। আমরা ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। তবে বড় কিছু জেতা হয়নি। আমার মনে হয়, ২০২৩ বিশ্বকাপ আমাদের বড় সুযোগ।’
এ সময় ২০২৩ বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে তামিম আরও বলেন, ‘প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়কেরা বলেছেন যে আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই। আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। শুধু খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব শিরোপা জিততে।’
আইসিসির কোনো প্রতিযোগিতায় এখনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশ জাতীয় দলের। এমনকি এখন পর্যন্ত কোনো আসরে সেই সম্ভাবনাও তৈরি করতে পারেননি বাংলাদেশ দল। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ আছে সেই আক্ষেপ ঘুচানোর। এই প্রতিযোগিতায় যদিও খেলা হবে না তামিম ইকবালের। তামিম তাই পাখির চোখ করছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে। সেখানেই শিরোপা উৎসবে মাততে চান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।
সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার দল ঘোষণার আগেই এই আসর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। বাঁ হাতি এই ওপেনারের ব্যস্ততা এখন নেপালে শুরু হতে যাওয়া এভারেস্ট লিগ নিয়ে। গতকাল শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের ফেসবুক পেজ ‘চিলিং উইথ রাসেল’-এ এক লাইভ আড্ডায় বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তামিম।
সেই আড্ডায় লম্বা সময় ধরে ক্রিকেট খেলেও বড় কিছু জিততে না পেরে হতাশ তামিম বলেছেন, ‘ক্রিকেটে আমার এখনো অনেক কিছু অর্জনের আছে। আমার বয়স এখন ৩২-৩৩। আরও কয়েক বছর আমার হাতে আছে। ওয়ানডে দলের নেতৃত্ব এখন আমার কাঁধে। আমি, সাকিব, মুশফিক এবং মাহমুদউল্লাহ আমরা লম্বা সময় ধরে খেলছি। কিন্তু আইসিসি ইভেন্ট বিবেচনা করলে আমি বড় কিছু জিততে পারিনি। আমরা ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। তবে বড় কিছু জেতা হয়নি। আমার মনে হয়, ২০২৩ বিশ্বকাপ আমাদের বড় সুযোগ।’
এ সময় ২০২৩ বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে তামিম আরও বলেন, ‘প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়কেরা বলেছেন যে আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই। আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। শুধু খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব শিরোপা জিততে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫