নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজেই শুধু ডিউক বলে খেলা হয়। এই দুই ভূখণ্ডের কোথাও টেস্ট খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। ডিউক বলের সঙ্গে আগে পরিচয়ও হয়নি বাংলাদেশের তারকা পেসারের। ২০১৮ সালে সর্বশেষ ক্যারিবীয় সফরে থাকলেও টেস্ট খেলা হয়নি তাঁর।
৪ বছর পর ফের ক্যারিবীয় সফরে গিয়ে ডিউক বলের সঙ্গে পরিচয় হয়েছে মোস্তাফিজের। তিনি যে এবার টেস্ট দলেও আছেন! কুকাবুরা ছেড়ে তাই ডিউক বল হাতে তুলে নিয়েছেন তিনি।
পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে গতকাল লাল ডিউক বলে অনুশীলন করেছেন মোস্তাফিজ। এর সঙ্গে ভালো পরিচয় বাংলাদেশের প্রোটিয়া কোচের। খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজে বেশ দাপট দেখিয়েছেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত ডোনাল্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় মোস্তাফিজের সঙ্গে ডিউক বলে অনুশীলন নিয়ে ডোনাল্ড বলেছেন, ‘এবার কুকাবুরা থেকে ডিউক বলে যাওয়ার পালা। এই বলের সঙ্গে আমি বেশ পরিচিত। ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট ও টেস্ট খেলেছি। এই বলের সিম বেশ খাঁড়া। এর সঙ্গে আমাদের বোলারদের মানিয়ে নিতে হবে।’
মানিয়ে নেওয়ার জন্য বোলারদের বড় ভরসা তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এর বাইরে অনুশীলন তো আছেই। তবে প্রস্তুতি ম্যাচে খেলছেন না মোস্তাফিজ। ম্যাচ চলাকালে ডোনাল্ডের সঙ্গে লাল বলের অনুশীলন করেছেন তিনি। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় পৌঁছার পর প্রথমবার বোলিং করেছেন মোস্তাফিজ।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
ডিউক বল মোস্তাফিজ উপভোগ করছেন জানিয়ে ডোনাল্ড আরও বলেছেন, ‘আজই তাঁর প্রথম বল করা। এই বল (ডিউক) সম্পর্কে তাকে কিছুটা ধারণা দিয়েছি। গ্রিপও কিছুটা পরিবর্তন করেছি। সেও বোলিং উপভোগ করেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচটি বোলারদের জন্য মানিয়ে নেওয়ার সুযোগ।’
লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজেই শুধু ডিউক বলে খেলা হয়। এই দুই ভূখণ্ডের কোথাও টেস্ট খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। ডিউক বলের সঙ্গে আগে পরিচয়ও হয়নি বাংলাদেশের তারকা পেসারের। ২০১৮ সালে সর্বশেষ ক্যারিবীয় সফরে থাকলেও টেস্ট খেলা হয়নি তাঁর।
৪ বছর পর ফের ক্যারিবীয় সফরে গিয়ে ডিউক বলের সঙ্গে পরিচয় হয়েছে মোস্তাফিজের। তিনি যে এবার টেস্ট দলেও আছেন! কুকাবুরা ছেড়ে তাই ডিউক বল হাতে তুলে নিয়েছেন তিনি।
পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে গতকাল লাল ডিউক বলে অনুশীলন করেছেন মোস্তাফিজ। এর সঙ্গে ভালো পরিচয় বাংলাদেশের প্রোটিয়া কোচের। খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজে বেশ দাপট দেখিয়েছেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত ডোনাল্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় মোস্তাফিজের সঙ্গে ডিউক বলে অনুশীলন নিয়ে ডোনাল্ড বলেছেন, ‘এবার কুকাবুরা থেকে ডিউক বলে যাওয়ার পালা। এই বলের সঙ্গে আমি বেশ পরিচিত। ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট ও টেস্ট খেলেছি। এই বলের সিম বেশ খাঁড়া। এর সঙ্গে আমাদের বোলারদের মানিয়ে নিতে হবে।’
মানিয়ে নেওয়ার জন্য বোলারদের বড় ভরসা তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এর বাইরে অনুশীলন তো আছেই। তবে প্রস্তুতি ম্যাচে খেলছেন না মোস্তাফিজ। ম্যাচ চলাকালে ডোনাল্ডের সঙ্গে লাল বলের অনুশীলন করেছেন তিনি। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় পৌঁছার পর প্রথমবার বোলিং করেছেন মোস্তাফিজ।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
ডিউক বল মোস্তাফিজ উপভোগ করছেন জানিয়ে ডোনাল্ড আরও বলেছেন, ‘আজই তাঁর প্রথম বল করা। এই বল (ডিউক) সম্পর্কে তাকে কিছুটা ধারণা দিয়েছি। গ্রিপও কিছুটা পরিবর্তন করেছি। সেও বোলিং উপভোগ করেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচটি বোলারদের জন্য মানিয়ে নেওয়ার সুযোগ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫