বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার ঘটনা রয়েছে। ২০২১ সালে মিরপুরে ৬০ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। দুই বছর পর আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ধুঁকছে নিউজিল্যান্ড। ধুঁকতে থাকা নিউজিল্যান্ড এড়িয়েছে বিব্রতকর এক রেকর্ড।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন শেখ মেহেদি হাসান। প্রথম বলে ফিন অ্যালেন সিঙ্গেল নিয়েছেন। এরপর টানা দুই বল ডট দিয়ে চতুর্থ বলে উইকেট তুলে নিয়েছেন মেহেদি। ব্যাকফুটে শট খেলতে দিয়ে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি সাইফার্ট। প্রথম ওভারে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ১ উইকেটে ১ রান।
প্রথম ওভারের ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে দ্বিতীয় ওভারেও। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে কাভার ড্রাইভ করতে যান অ্যালেন। আউটসাইড এজ হওয়া বল স্লিপে তালুবন্দী করেন সৌম্য সরকার। ঠিক তার পরের বলেই গ্লেন ফিলিপসকে এলবিডব্লুর আবেদন করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নেওয়ার পর তা দেখে আম্পায়ার আউট দিয়েছেন। শরীফুল টানা দুই বলে ২ উইকেট নিলে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ৩ উইকেটে ১ রান।
হ্যাটট্রিক করার সম্ভাবনাও জাগিয়েছিলেন শরীফুল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শরীফুল ইয়র্কার করেন মার্ক চ্যাপম্যানকে। তবে তা লেগ সাইডের অনেক বাইরে হওয়ায় আম্পায়ার আউট দেননি। ১ রানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ড ঘুরে দাড়ানোর চেষ্টা করেছিল চতুর্থ উইকেট জুটিতে। ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান ধীরেসুস্থে এগোচ্ছিলেন। তবে চতুর্থ উইকেটে তাঁদের (মিচেল-চ্যাপম্যান) জুটিটি ছিল ১৯ বলে ১৯ রানের। পঞ্চম ওভারের চতুর্থ বলে মিচেলকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মেহেদি। তাতে ৪.৪ ওভারে ৪ উইকেটে ২০ রান হয়ে যায় নিউজিল্যান্ডের। ধুঁকতে থাকা নিউজিল্যান্ড প্রথম ৬ ওভার শেষ করেছে ৪ উইকেটে ৩৬ রানে।
চ্যাপম্যান এরপর পঞ্চম উইকেটে জেমস নিশামকে নিয়ে এগোতে থাকেন সাবলীলভাবেই। কিছুক্ষণ পর সেই চ্যাপম্যানই আউট হয়ে গেলেন। দশম ওভারের দ্বিতীয় বলে রিশাদকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান চ্যাপম্যান। আকাশে ভেসে থাকা বল ডিপ কাভার পয়েন্টে ক্যাচ ধরেছেন তানজিম হাসান সাকিব। ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন চ্যাপম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ১৪ ওভারে ৫ উইকেটে ৮৯ রান।
বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার ঘটনা রয়েছে। ২০২১ সালে মিরপুরে ৬০ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। দুই বছর পর আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে ধুঁকছে নিউজিল্যান্ড। ধুঁকতে থাকা নিউজিল্যান্ড এড়িয়েছে বিব্রতকর এক রেকর্ড।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেছেন শেখ মেহেদি হাসান। প্রথম বলে ফিন অ্যালেন সিঙ্গেল নিয়েছেন। এরপর টানা দুই বল ডট দিয়ে চতুর্থ বলে উইকেট তুলে নিয়েছেন মেহেদি। ব্যাকফুটে শট খেলতে দিয়ে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি সাইফার্ট। প্রথম ওভারে নিউজিল্যান্ডের স্কোর হয়েছে ১ উইকেটে ১ রান।
প্রথম ওভারের ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে দ্বিতীয় ওভারেও। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে কাভার ড্রাইভ করতে যান অ্যালেন। আউটসাইড এজ হওয়া বল স্লিপে তালুবন্দী করেন সৌম্য সরকার। ঠিক তার পরের বলেই গ্লেন ফিলিপসকে এলবিডব্লুর আবেদন করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নেওয়ার পর তা দেখে আম্পায়ার আউট দিয়েছেন। শরীফুল টানা দুই বলে ২ উইকেট নিলে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ৩ উইকেটে ১ রান।
হ্যাটট্রিক করার সম্ভাবনাও জাগিয়েছিলেন শরীফুল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শরীফুল ইয়র্কার করেন মার্ক চ্যাপম্যানকে। তবে তা লেগ সাইডের অনেক বাইরে হওয়ায় আম্পায়ার আউট দেননি। ১ রানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ড ঘুরে দাড়ানোর চেষ্টা করেছিল চতুর্থ উইকেট জুটিতে। ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান ধীরেসুস্থে এগোচ্ছিলেন। তবে চতুর্থ উইকেটে তাঁদের (মিচেল-চ্যাপম্যান) জুটিটি ছিল ১৯ বলে ১৯ রানের। পঞ্চম ওভারের চতুর্থ বলে মিচেলকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মেহেদি। তাতে ৪.৪ ওভারে ৪ উইকেটে ২০ রান হয়ে যায় নিউজিল্যান্ডের। ধুঁকতে থাকা নিউজিল্যান্ড প্রথম ৬ ওভার শেষ করেছে ৪ উইকেটে ৩৬ রানে।
চ্যাপম্যান এরপর পঞ্চম উইকেটে জেমস নিশামকে নিয়ে এগোতে থাকেন সাবলীলভাবেই। কিছুক্ষণ পর সেই চ্যাপম্যানই আউট হয়ে গেলেন। দশম ওভারের দ্বিতীয় বলে রিশাদকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান চ্যাপম্যান। আকাশে ভেসে থাকা বল ডিপ কাভার পয়েন্টে ক্যাচ ধরেছেন তানজিম হাসান সাকিব। ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন চ্যাপম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ১৪ ওভারে ৫ উইকেটে ৮৯ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫