ক্রীড়া ডেস্ক
কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল তৃতীয় দিন থেকে। চতুর্থ দিনের শুরুতেই সেই তেতো স্বাদ পেল। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা। আজ ৩৪ বলেই বাকি ৪ উইকেট হারিয়েছে তারা। শেষ ৩৩ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকেরা।
৬ উইকেটে ১১৫ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তবে দিনের পঞ্চম বলেই উইকেট হারায় তারা। প্রবাত জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন লিটন। স্পিন করে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুসল মেন্ডিসের গ্লাভসে। যাকে ঘিরে লড়াইয়ের আশায় ছিল বাংলাদেশ, সেই লিটন দাস ফিরলেন সবার আগে। ৪৩ বলে লিটন করেন ১৪ রান।
ক্রিজে নাঈম হাসানের সঙ্গী হন তাইজুল ইসলাম। দলীয় ১২৮ রানে ফেরেন নাঈমও (৫)। লিটনের পর তাঁকেও ফেরালেন প্রবাত। অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে গিয়ে নাগাল পাননি নাঈম। পা বাইরে বেরিয়ে গেলে স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগান কুসল। তারপর তাইজুলকে (৬) ফেরান প্রবাত। ইবাদত হোসেনকে (৬) ফিরিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন তারিন্দু রত্নায়েকে।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন প্রবাত। ২২ টেস্টের ক্যারিয়ারে ১২ তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই স্পিনার।
প্রথম ইনিংসে ২৪৭ রান করেছিল বাংলাদেশ, আর ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানে গুটিয়ে গেছে তারা। গলে সিরিজের প্রথম টেস্ট হয়েছিল ড্র। ম্যাচ ও সিরিজসেরা পুরস্কার হাতে তুলেছেন পাতুম নিসাঙ্কা।
কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল তৃতীয় দিন থেকে। চতুর্থ দিনের শুরুতেই সেই তেতো স্বাদ পেল। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা। আজ ৩৪ বলেই বাকি ৪ উইকেট হারিয়েছে তারা। শেষ ৩৩ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকেরা।
৬ উইকেটে ১১৫ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তবে দিনের পঞ্চম বলেই উইকেট হারায় তারা। প্রবাত জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন লিটন। স্পিন করে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুসল মেন্ডিসের গ্লাভসে। যাকে ঘিরে লড়াইয়ের আশায় ছিল বাংলাদেশ, সেই লিটন দাস ফিরলেন সবার আগে। ৪৩ বলে লিটন করেন ১৪ রান।
ক্রিজে নাঈম হাসানের সঙ্গী হন তাইজুল ইসলাম। দলীয় ১২৮ রানে ফেরেন নাঈমও (৫)। লিটনের পর তাঁকেও ফেরালেন প্রবাত। অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে গিয়ে নাগাল পাননি নাঈম। পা বাইরে বেরিয়ে গেলে স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগান কুসল। তারপর তাইজুলকে (৬) ফেরান প্রবাত। ইবাদত হোসেনকে (৬) ফিরিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন তারিন্দু রত্নায়েকে।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন প্রবাত। ২২ টেস্টের ক্যারিয়ারে ১২ তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই স্পিনার।
প্রথম ইনিংসে ২৪৭ রান করেছিল বাংলাদেশ, আর ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানে গুটিয়ে গেছে তারা। গলে সিরিজের প্রথম টেস্ট হয়েছিল ড্র। ম্যাচ ও সিরিজসেরা পুরস্কার হাতে তুলেছেন পাতুম নিসাঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে