ব্যাটিংয়ে প্রথমে ঝড় তুলেছিলেন সাকিব আল হাসান। তাঁর ঝোড়ো ব্যাটিংয়েই রংপুর রাইডার্স রানের পাহাড় দাঁড় করায় খুলনা টাইগার্সের ওপর। এরপর ইমরান তাহিরের ঘূর্ণিজাদুতে ভড়কে গেছে খুলনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ৭৮ রানে জিতেছে রংপুর। টানা ৬ ম্যাচ জিতে প্লে অফে এক পা দিয়েই রেখেছে রংপুর।
২২০ রানের লক্ষ্যে দলীয় ১৮ রানেই ভেঙে যায় খুলনার উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের তৃতীয় বলে সাকিবকে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন এভিন লুইস। লুইস রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়ের উইকেট। তবে তিনি করেন ৮ বলে ৫ রান। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে বিজয়কে ফেরান তাহির।
লুইস, বিজয়ের ফেরায় খুলনা টাইগার্সের স্কোর হয়ে যায় তাতে ৫.৪ ওভারে ২ উইকেটে ৪১ রান। শুরুর ২ উইকেট হারালেও খুলনার ওপেনার অ্যালেক্স হেলস ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। তৃতীয় উইকেটে আফিফকে নিয়ে ১৪ বলে ৩০ রানের ঝোড়ো জুটি গড়তে অবদান রাখেন হেলস। অষ্টম ওভারের শেষ বলে আফিফকে ফিরিয়ে জুটি ভাঙেন তাহির।
আফিফের ফেরার ঠিক পরের ওভারেই ফিফটি তুলে নেন হেলস। হেলসের ফিফটি করতে লেগেছে ২৪ বল। নবম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে হেলস পান ফিফটির দেখা। ফিফটির পর অবশ্য হেলসকে ইনিংস বড় করতে দেননি তাহির। ১২তম ওভারের চতুর্থ বলে তাহিরকে তুলে মারতে যান হেলস। লং অফে ক্যাচ ধরেন শেখ মেহেদী হাসান। ৩৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন হেলস। একই ওভারের শেষ বলে আকবর আলীকে এলবিডব্লু করেন তাহির।
১৩তম ওভারের দ্বিতীয় বলে নাহিদুল ইসলামকে বোল্ড করেন জিমি নিশাম। নাহিদ মেরেছেন গোল্ডেন ডাক। এরপর ১৪তম ওভারের দ্বিতীয় বলে হাবিবুর রহমান সোহানকে বোল্ড করেন তাহির। তাতে এবারের বিপিএলে দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাহির। বরাবরের মতো পুরো মাঠ দৌড়ে উদযাপন করেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার।
তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকা খুলনার স্কোর হয়ে যায় ১৩.২ ওভারে ৭ উইকেটে ১০৪ রান। ৯ নম্বরে নেমে নাসুম আহমেদ ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। তবে ইনিংস আর লম্বা করতে পারলেন কই। ১৬তম ওভারের দ্বিতীয় বলে নাসুমকে বোল্ড করেন মেহেদী। ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রান করেন নাসুম। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা। যেখানে ১৯তম ওভারের দ্বিতীয় বলে নাহিদ রানাকে বোল্ড করে খুলনার ইনিংসের সমাপ্তি টেনেছেন সাকিব।
রংপুরের ৭৮ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন তাহির। ৪ ওভারে ২৬ রানে ৫ উইকেট নিয়েছেন প্রোটিয়া লেগস্পিনার। ৯ ম্যাচে ৭ জয় ও ২ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর। প্লে অফে সাকিবদের খেলা একরকম নিশ্চিতই বলা যায়।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করে রংপুর। ৩১ বলে ৬টি করে চার ও ছক্কায় ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। রংপুরের ইনিংসে এটাই সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন শেখ মেহেদী হাসান। খুলনার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন লুক উড। ৪ ওভার বোলিংয়ে খরচ করেন ১৯ রান। ১টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।
ব্যাটিংয়ে প্রথমে ঝড় তুলেছিলেন সাকিব আল হাসান। তাঁর ঝোড়ো ব্যাটিংয়েই রংপুর রাইডার্স রানের পাহাড় দাঁড় করায় খুলনা টাইগার্সের ওপর। এরপর ইমরান তাহিরের ঘূর্ণিজাদুতে ভড়কে গেছে খুলনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ৭৮ রানে জিতেছে রংপুর। টানা ৬ ম্যাচ জিতে প্লে অফে এক পা দিয়েই রেখেছে রংপুর।
২২০ রানের লক্ষ্যে দলীয় ১৮ রানেই ভেঙে যায় খুলনার উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের তৃতীয় বলে সাকিবকে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন এভিন লুইস। লুইস রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়ের উইকেট। তবে তিনি করেন ৮ বলে ৫ রান। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে বিজয়কে ফেরান তাহির।
লুইস, বিজয়ের ফেরায় খুলনা টাইগার্সের স্কোর হয়ে যায় তাতে ৫.৪ ওভারে ২ উইকেটে ৪১ রান। শুরুর ২ উইকেট হারালেও খুলনার ওপেনার অ্যালেক্স হেলস ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। তৃতীয় উইকেটে আফিফকে নিয়ে ১৪ বলে ৩০ রানের ঝোড়ো জুটি গড়তে অবদান রাখেন হেলস। অষ্টম ওভারের শেষ বলে আফিফকে ফিরিয়ে জুটি ভাঙেন তাহির।
আফিফের ফেরার ঠিক পরের ওভারেই ফিফটি তুলে নেন হেলস। হেলসের ফিফটি করতে লেগেছে ২৪ বল। নবম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে হেলস পান ফিফটির দেখা। ফিফটির পর অবশ্য হেলসকে ইনিংস বড় করতে দেননি তাহির। ১২তম ওভারের চতুর্থ বলে তাহিরকে তুলে মারতে যান হেলস। লং অফে ক্যাচ ধরেন শেখ মেহেদী হাসান। ৩৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন হেলস। একই ওভারের শেষ বলে আকবর আলীকে এলবিডব্লু করেন তাহির।
১৩তম ওভারের দ্বিতীয় বলে নাহিদুল ইসলামকে বোল্ড করেন জিমি নিশাম। নাহিদ মেরেছেন গোল্ডেন ডাক। এরপর ১৪তম ওভারের দ্বিতীয় বলে হাবিবুর রহমান সোহানকে বোল্ড করেন তাহির। তাতে এবারের বিপিএলে দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাহির। বরাবরের মতো পুরো মাঠ দৌড়ে উদযাপন করেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার।
তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকা খুলনার স্কোর হয়ে যায় ১৩.২ ওভারে ৭ উইকেটে ১০৪ রান। ৯ নম্বরে নেমে নাসুম আহমেদ ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। তবে ইনিংস আর লম্বা করতে পারলেন কই। ১৬তম ওভারের দ্বিতীয় বলে নাসুমকে বোল্ড করেন মেহেদী। ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রান করেন নাসুম। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা। যেখানে ১৯তম ওভারের দ্বিতীয় বলে নাহিদ রানাকে বোল্ড করে খুলনার ইনিংসের সমাপ্তি টেনেছেন সাকিব।
রংপুরের ৭৮ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন তাহির। ৪ ওভারে ২৬ রানে ৫ উইকেট নিয়েছেন প্রোটিয়া লেগস্পিনার। ৯ ম্যাচে ৭ জয় ও ২ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর। প্লে অফে সাকিবদের খেলা একরকম নিশ্চিতই বলা যায়।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করে রংপুর। ৩১ বলে ৬টি করে চার ও ছক্কায় ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাকিব। রংপুরের ইনিংসে এটাই সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন শেখ মেহেদী হাসান। খুলনার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন লুক উড। ৪ ওভার বোলিংয়ে খরচ করেন ১৯ রান। ১টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে