ঘরের মাঠে টি-টোয়েন্টিতে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও শুরুটা দারুণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল বুধবার কিউইদের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক লাফে তিন ধাপ এগিয়ে সাতে উঠেছে মাহমুদউল্লাহর দল।
ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণে গত দুই বছর ধরেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। এবার সেটার পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে মাহমুদউল্লাহর দল। ধারাবাহিক সাফল্যে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছেন সাকিব-মুশফিকরা। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শুরু আগে অবশ্য ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশে ছিল বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের হারিয়ে ৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। তাতেই তিন ধাপ এগিয়ে সাতে উঠেছে বাংলাদেশ।
মাহমুদউল্লাহরা পেছনে ফেলেছে শ্রীলঙ্কা (২৩৫), আফগানিস্তান (২৩৬) ও ওয়েস্টে ইন্ডিজকে (২৩৪)। বাংলাদেশের ঠিক ওপরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ২৪০ আর দক্ষিণ আফ্রিকার ২৪৬। ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে ইংল্যান্ড।
বাংলাদেশ যদি কালও নিউজিল্যান্ডকে হারায় ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে মাহমুদউল্লাহর দল অস্ট্রেলিয়াকে টপকে উঠে আসবে ছয়ে। বাংলাদেশ যদি সিরিজটা ৪-০ করে ফেলে, ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে তখন দক্ষিণ আফ্রিকাকে টপকে উঠে যাবে পাঁচে। সিরিজে কিউইদের ধবলধোলাই করলেও র্যাঙ্কিংয়ে পাঁচেই থাকবে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট হয়ে যাবে তখন ২৪৮।
নিউজিল্যান্ড যদি সিরিজের বাকি চারটি ম্যাচই জেতে বাংলাদেশ তবেই আগের জায়গায় দশে ফিরতে পারে। যেভাবে সিরিজটা শুরু করেছেন সাকিবরা, সেটি হওয়ার সম্ভাবনা ক্ষীণই। সব মিলিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়ার এটাই সুবর্ণ সুযোগ বাংলাদেশের।
ঘরের মাঠে টি-টোয়েন্টিতে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও শুরুটা দারুণ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল বুধবার কিউইদের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক লাফে তিন ধাপ এগিয়ে সাতে উঠেছে মাহমুদউল্লাহর দল।
ঘরের মাঠে সংক্ষিপ্ত সংস্করণে গত দুই বছর ধরেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। এবার সেটার পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে মাহমুদউল্লাহর দল। ধারাবাহিক সাফল্যে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছেন সাকিব-মুশফিকরা। কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শুরু আগে অবশ্য ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশে ছিল বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের হারিয়ে ৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। তাতেই তিন ধাপ এগিয়ে সাতে উঠেছে বাংলাদেশ।
মাহমুদউল্লাহরা পেছনে ফেলেছে শ্রীলঙ্কা (২৩৫), আফগানিস্তান (২৩৬) ও ওয়েস্টে ইন্ডিজকে (২৩৪)। বাংলাদেশের ঠিক ওপরে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ২৪০ আর দক্ষিণ আফ্রিকার ২৪৬। ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে ইংল্যান্ড।
বাংলাদেশ যদি কালও নিউজিল্যান্ডকে হারায় ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে মাহমুদউল্লাহর দল অস্ট্রেলিয়াকে টপকে উঠে আসবে ছয়ে। বাংলাদেশ যদি সিরিজটা ৪-০ করে ফেলে, ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে তখন দক্ষিণ আফ্রিকাকে টপকে উঠে যাবে পাঁচে। সিরিজে কিউইদের ধবলধোলাই করলেও র্যাঙ্কিংয়ে পাঁচেই থাকবে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট হয়ে যাবে তখন ২৪৮।
নিউজিল্যান্ড যদি সিরিজের বাকি চারটি ম্যাচই জেতে বাংলাদেশ তবেই আগের জায়গায় দশে ফিরতে পারে। যেভাবে সিরিজটা শুরু করেছেন সাকিবরা, সেটি হওয়ার সম্ভাবনা ক্ষীণই। সব মিলিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়ার এটাই সুবর্ণ সুযোগ বাংলাদেশের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫