টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আগে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মরুর বুকে ঝড় তুলেছেন নুরুল হাসান সোহান–শামীম পাটোয়ারীরা। পঞ্চম উইকেট জুটিতে তাঁদের বিস্ফোরক ব্যাটিংয়ে ওমান ‘এ’ দলকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এ ম্যাচের অধিনায়ক লিটন দাস ও মোহাম্মদ নাঈম। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ১০২ রান। ৫৩ রান করা লিটন আউট হলে ভাঙে এ জুটি।
লিটনের আউটের পর দ্রুত ফিরে যান সৌম্য সরকার (৮)। ব্যাট হাতে এদিন নিষ্প্রভ মুশফিকুর রহিমও (০)। ফিরে গেছেন প্রথম বলেই।
সৌম্য-মুশফিকের ব্যর্থতার রাতে আলো ছড়াতে পারেননি আফিফ হোসেনও। ২ বলে ৬ রান করা আফিফ আউট হলে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। বিনা উইকেটে ১০০ পেরোনো দল আর ২২ রান তুলতেই হারায় ৪ উইকেট।
তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন আরেক ওপেনার নাঈম। সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ দিতে ১৭ তম ওভারে বিশ্রামে যান তিনি।
এর আগে ১৫ তম ওভারে ১২৪ রানে আফিফ আউট হলে বাংলাদেশের সম্ভাব্য স্কোর মনে হচ্ছিল ১৬০-১৭০। তবে শেষ দিকে সব হিসেব-নিকেশ পাল্টে দেন সোহান। তাঁকে দারুণ সঙ্গ দেন শামীম। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। সোহান ১৫ বলে ৪৯ আর শামীম ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ রানে ২ উইকেট হারিয়েছে ওমান। একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আগে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মরুর বুকে ঝড় তুলেছেন নুরুল হাসান সোহান–শামীম পাটোয়ারীরা। পঞ্চম উইকেট জুটিতে তাঁদের বিস্ফোরক ব্যাটিংয়ে ওমান ‘এ’ দলকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এ ম্যাচের অধিনায়ক লিটন দাস ও মোহাম্মদ নাঈম। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ১০২ রান। ৫৩ রান করা লিটন আউট হলে ভাঙে এ জুটি।
লিটনের আউটের পর দ্রুত ফিরে যান সৌম্য সরকার (৮)। ব্যাট হাতে এদিন নিষ্প্রভ মুশফিকুর রহিমও (০)। ফিরে গেছেন প্রথম বলেই।
সৌম্য-মুশফিকের ব্যর্থতার রাতে আলো ছড়াতে পারেননি আফিফ হোসেনও। ২ বলে ৬ রান করা আফিফ আউট হলে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। বিনা উইকেটে ১০০ পেরোনো দল আর ২২ রান তুলতেই হারায় ৪ উইকেট।
তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন আরেক ওপেনার নাঈম। সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ দিতে ১৭ তম ওভারে বিশ্রামে যান তিনি।
এর আগে ১৫ তম ওভারে ১২৪ রানে আফিফ আউট হলে বাংলাদেশের সম্ভাব্য স্কোর মনে হচ্ছিল ১৬০-১৭০। তবে শেষ দিকে সব হিসেব-নিকেশ পাল্টে দেন সোহান। তাঁকে দারুণ সঙ্গ দেন শামীম। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। সোহান ১৫ বলে ৪৯ আর শামীম ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
লক্ষ্য তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ রানে ২ উইকেট হারিয়েছে ওমান। একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে