আগের দিন ২ উইকেট নিয়ে পাকিস্তানকে স্বস্তিতে দিন শেষ করতে দেননি হাসান মাহমুদ। আজ আরও ভয়ংকর বাংলাদেশি পেসার। আরেক পেসার নাহিদ রানাকে সঙ্গে নিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৭২ রানে থামিয়ে দেন তিনি। চতুর্থ দিনে নিয়েছেন আরও ৩ উইকেট। তার মধ্যে ফিরিয়েছেন দেয়াল হয়ে থাকা উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
তৃতীয় ইনিংসে হাসানের বোলিং ফিগার—৫/৪৩। এটিই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। এক ইনিংসে প্রথমবার ৫ উইকেট নিয়ে নতুন কীর্তিও গড়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ও তাদের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের এটিই সেরা বোলিং। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাসান। ফলোঅনে পড়া বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ানকে চমৎকার সঙ্গ দিয়ে গেছেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় বোলার ও চতুর্থ ক্রিকেটার হিসেবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডেও নাম তুললেন হাসান।
এই টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে টসও হাতে পারেন। আজও দিনের তৃতীয় সেশন চলে গেছে বৃষ্টির পেটে। তারপরও জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম ইনিংসে যে দর ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনে পড়তে যাচ্ছিল, এখন তারাই চালকের আসনে। এ নিয়ে আজ দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘আসলে শুরুতে দ্রুত উইকেট চলে যাওয়ায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। তখন আমরা আবার নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছি। সবাই নিজেদের ওপর বিশ্বাস ধরে রেখেছিল। আমরা আমাদের সতীর্থদের ওপর বিশ্বাস রাখছিলাম। আমরা জানতাম, যদি লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ উইকেটে সেট হয়ে রান তুলতে পারে তাহলে ম্যাচের মোমেন্টাম তারা পরিবর্তন করে দিতে পারবে। এটাই হয়েছিল গতকাল।’
রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত পেস গতিতে পাকিস্তানি ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন হাসান। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার ৫ উইকেট, সেটিও বিদেশের মাটি—এই কীর্তির পর তাঁর অনুভূতি, ‘আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত, যারা প্রতিটি বলের পেছনে অনেক পরিশ্রম করে। পরিকল্পনা আসলে খুবই সিম্পল ছিল। নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া, যেরকমটা অধিনায়ক এবং দল চেয়েছে। আমরা চেষ্টা করেছি নিজেদের পরিকল্পনা মতো বল করে উইকেট তোলার চেষ্টা করে যাওয়া।’
দলে নিজের ভূমিকা নিয়ে হাসান আরও বলেন, ‘আমার ভূমিকার কথা বললে, যখনই কোনো পেসারকে বল দেওয়া হয় তখন পরিকল্পনা থাকে উইকেট নেওয়ার মত বল কীভাবে করা যায়। যত বল করতে পারবে তত সফল হতে পারবে। তাসকিন (আহমেদ) ভাই শুরু করেছিল দিনের প্রথম উইকেট দিয়ে। এরপর (নাহিদ) রানা দুর্দান্ত বল করেছে। হয়তো মোমেন্টামটা আমাদের দিকে শিফট করেছে। এরপর আমাকে বল দেওয়া হল। আমিও আমার প্রসেসে ছিলাম এ জন্যই উইকেটটা পেলাম।’
আগের দিন ২ উইকেট নিয়ে পাকিস্তানকে স্বস্তিতে দিন শেষ করতে দেননি হাসান মাহমুদ। আজ আরও ভয়ংকর বাংলাদেশি পেসার। আরেক পেসার নাহিদ রানাকে সঙ্গে নিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৭২ রানে থামিয়ে দেন তিনি। চতুর্থ দিনে নিয়েছেন আরও ৩ উইকেট। তার মধ্যে ফিরিয়েছেন দেয়াল হয়ে থাকা উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
তৃতীয় ইনিংসে হাসানের বোলিং ফিগার—৫/৪৩। এটিই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। এক ইনিংসে প্রথমবার ৫ উইকেট নিয়ে নতুন কীর্তিও গড়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ও তাদের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের এটিই সেরা বোলিং। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাসান। ফলোঅনে পড়া বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ানকে চমৎকার সঙ্গ দিয়ে গেছেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় বোলার ও চতুর্থ ক্রিকেটার হিসেবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডেও নাম তুললেন হাসান।
এই টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে টসও হাতে পারেন। আজও দিনের তৃতীয় সেশন চলে গেছে বৃষ্টির পেটে। তারপরও জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। প্রথম ইনিংসে যে দর ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনে পড়তে যাচ্ছিল, এখন তারাই চালকের আসনে। এ নিয়ে আজ দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘আসলে শুরুতে দ্রুত উইকেট চলে যাওয়ায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। তখন আমরা আবার নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছি। সবাই নিজেদের ওপর বিশ্বাস ধরে রেখেছিল। আমরা আমাদের সতীর্থদের ওপর বিশ্বাস রাখছিলাম। আমরা জানতাম, যদি লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ উইকেটে সেট হয়ে রান তুলতে পারে তাহলে ম্যাচের মোমেন্টাম তারা পরিবর্তন করে দিতে পারবে। এটাই হয়েছিল গতকাল।’
রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত পেস গতিতে পাকিস্তানি ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন হাসান। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথমবার ৫ উইকেট, সেটিও বিদেশের মাটি—এই কীর্তির পর তাঁর অনুভূতি, ‘আসলে আমার সতীর্থদের কৃতিত্ব দেওয়া উচিত, যারা প্রতিটি বলের পেছনে অনেক পরিশ্রম করে। পরিকল্পনা আসলে খুবই সিম্পল ছিল। নতুন বল হাতে নিয়ে চেষ্টা করতে হয়েছে লাইন অনুযায়ী বল করে যাওয়া, যেরকমটা অধিনায়ক এবং দল চেয়েছে। আমরা চেষ্টা করেছি নিজেদের পরিকল্পনা মতো বল করে উইকেট তোলার চেষ্টা করে যাওয়া।’
দলে নিজের ভূমিকা নিয়ে হাসান আরও বলেন, ‘আমার ভূমিকার কথা বললে, যখনই কোনো পেসারকে বল দেওয়া হয় তখন পরিকল্পনা থাকে উইকেট নেওয়ার মত বল কীভাবে করা যায়। যত বল করতে পারবে তত সফল হতে পারবে। তাসকিন (আহমেদ) ভাই শুরু করেছিল দিনের প্রথম উইকেট দিয়ে। এরপর (নাহিদ) রানা দুর্দান্ত বল করেছে। হয়তো মোমেন্টামটা আমাদের দিকে শিফট করেছে। এরপর আমাকে বল দেওয়া হল। আমিও আমার প্রসেসে ছিলাম এ জন্যই উইকেটটা পেলাম।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫