ক্রীড়া ডেস্ক
তাওহীদ হৃদয়ের গত রাতে শারজায় কী হয়েছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। ক্যাচ মিস করেছেন। রান আউটের সুযোগ নষ্ট করেছেন। ফিল্ডিংয়ে এলেমোলো হৃদয়ই ছিলেন আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের প্রতিচ্ছবি।
২০৬ রানের লক্ষ্যে নেমে আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৪২ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। কিন্তু তাঁর ইনিংসটা থামতে পারত ৬৪ রানেই। ১২তম ওভারের পঞ্চম বলে রিশাদ হোসেনকে তুলে মারতে যান ওয়াসিম। লং অফ থেকে হৃদয় দৌড়ে এসে বলটা ধরলেও তাঁর হাত গলে বেরিয়ে গেছে। আর শেষভাগে এসে ফিল্ডিংয়ে অনেক বেশি তালগোল পাকিয়েছে বাংলাদেশ। ১৯তম ওভারের পঞ্চম বলে আমিরাত যেখানে সর্বোচ্চ ১ রান নিতে পারত, সেখানে শরীফুল ইসলামের ওভারথ্রোতে হয়ে গেছে ৫ রান।
অদ্ভুতুড়ে এক কাণ্ড হৃদয় ঘটিয়েছেন ম্যাচের একেবারে শেষভাগে এসে। শেষ দুই বলে হাতে ২ উইকেট নিয়ে আমিরাতের যখন ২ রান দরকার, তখন তিনি হাতে বল কিছুক্ষণ আটকে রাখার পর থ্রো করেছেন। জাকের আলী অনিক বল রিসিভ করার পর স্টাম্প ভেঙেও মাঠে হতাশা প্রকাশ করেছেন। টিভি রিপ্লেতে এরপর দেখা গেছে, আমিরাতের হায়দার আলী ঠিকমতো ব্যাটটা দাগে রাখতে পেরেছেন। তাতেই ম্যাচটা জিতে যায় স্বাগতিকেরা। এমন ম্যাচ হারের পর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমরা ফিল্ডিংয়ে একটু উল্টাপাল্টা করেছি। এমনকি মিডল ওভারে বোলিং ভালো হয়নি।’
আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে গত রাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে নাহিদ রানার। অভিষেকে রানা ৪ ওভারে ৫০ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে ১৮তম ওভারে তিনি ৬ রান খরচ করে নিয়েছেন আরিয়ানশ শর্মার উইকেট। লিটনের মতে রানার আরও ভালো বোলিং করা উচিত ছিল। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রানা তার শেষ ওভারের আগে যা করল, আমরা তার থেকে আরও আশা করেছিলাম। ভালো দিন, খারাপ দিন আসতেই পারে। একসঙ্গে বসে কথাবার্তা বলব ও ঘুরে দাঁড়াব।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন সবশেষ ফিফটি পেয়েছেন গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। সেই ইনিংসের পর বাংলাদেশের জার্সিতে টানা আট টি-টোয়েন্টিতে ফিফটি করতে পারেননি তিনি। শারজায় গত রাতে আমিরাতের বিপক্ষে ৪০ রান করলেও খেলেছেন ৩২ বল। নিজের ইনিংসেরও সমালোচনা করেছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি যা করেছি, আশানুরূপ ছিল না। তবে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
তাওহীদ হৃদয়ের গত রাতে শারজায় কী হয়েছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। ক্যাচ মিস করেছেন। রান আউটের সুযোগ নষ্ট করেছেন। ফিল্ডিংয়ে এলেমোলো হৃদয়ই ছিলেন আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের প্রতিচ্ছবি।
২০৬ রানের লক্ষ্যে নেমে আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৪২ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। কিন্তু তাঁর ইনিংসটা থামতে পারত ৬৪ রানেই। ১২তম ওভারের পঞ্চম বলে রিশাদ হোসেনকে তুলে মারতে যান ওয়াসিম। লং অফ থেকে হৃদয় দৌড়ে এসে বলটা ধরলেও তাঁর হাত গলে বেরিয়ে গেছে। আর শেষভাগে এসে ফিল্ডিংয়ে অনেক বেশি তালগোল পাকিয়েছে বাংলাদেশ। ১৯তম ওভারের পঞ্চম বলে আমিরাত যেখানে সর্বোচ্চ ১ রান নিতে পারত, সেখানে শরীফুল ইসলামের ওভারথ্রোতে হয়ে গেছে ৫ রান।
অদ্ভুতুড়ে এক কাণ্ড হৃদয় ঘটিয়েছেন ম্যাচের একেবারে শেষভাগে এসে। শেষ দুই বলে হাতে ২ উইকেট নিয়ে আমিরাতের যখন ২ রান দরকার, তখন তিনি হাতে বল কিছুক্ষণ আটকে রাখার পর থ্রো করেছেন। জাকের আলী অনিক বল রিসিভ করার পর স্টাম্প ভেঙেও মাঠে হতাশা প্রকাশ করেছেন। টিভি রিপ্লেতে এরপর দেখা গেছে, আমিরাতের হায়দার আলী ঠিকমতো ব্যাটটা দাগে রাখতে পেরেছেন। তাতেই ম্যাচটা জিতে যায় স্বাগতিকেরা। এমন ম্যাচ হারের পর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমরা ফিল্ডিংয়ে একটু উল্টাপাল্টা করেছি। এমনকি মিডল ওভারে বোলিং ভালো হয়নি।’
আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে গত রাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে নাহিদ রানার। অভিষেকে রানা ৪ ওভারে ৫০ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে ১৮তম ওভারে তিনি ৬ রান খরচ করে নিয়েছেন আরিয়ানশ শর্মার উইকেট। লিটনের মতে রানার আরও ভালো বোলিং করা উচিত ছিল। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রানা তার শেষ ওভারের আগে যা করল, আমরা তার থেকে আরও আশা করেছিলাম। ভালো দিন, খারাপ দিন আসতেই পারে। একসঙ্গে বসে কথাবার্তা বলব ও ঘুরে দাঁড়াব।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন সবশেষ ফিফটি পেয়েছেন গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। সেই ইনিংসের পর বাংলাদেশের জার্সিতে টানা আট টি-টোয়েন্টিতে ফিফটি করতে পারেননি তিনি। শারজায় গত রাতে আমিরাতের বিপক্ষে ৪০ রান করলেও খেলেছেন ৩২ বল। নিজের ইনিংসেরও সমালোচনা করেছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি যা করেছি, আশানুরূপ ছিল না। তবে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫