শেষ ওভারের জন্যই মনে হয় সব নাটক জমে ছিল। অবশেষে শেষ যুদ্ধে জয়ী হলেন মোসাদ্দেক, জয়ী হলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে নখ কামড়ানো ম্যাচে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল ধাক্কায়। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ রানেই ৪ উইকেট হারায় তারা। বাংলাদেশের শুরুটা আজও করেছেন তাসকিন। আগের দুই ম্যাচর মতো আজও প্রথম ওভারেই উইকেট এনে দেন বাংলাদেশি বোলার। দলীয় ৪ রানেই ওপেনার ওয়েলসি মাধেভেরেকে আউট করেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট তুলে নেন তিনি।
তাসকিন সরব, তাই বলে কি নীরব থাকবেন মুস্তাফিজ? না, জ্বলে উঠলেন এই বাঁহাতি পেসারও। বোলিংয়ে এসে জোড়া উইকেট নিলেন তিনি। এরপর আরও একটি উইকেট হারিয়ে ৬৯ রানেই ৫ উইকেট চলে যায় জিম্বাবুয়ের।
তবে সেখান থেকেই আবার ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ১৫১ রানের জয়ের লক্ষ্যে ভালোই এগিয়ে যাচ্ছিল ক্রেইগ আরভিনের দল। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। ৬ বলের মধ্যে দুটিতে উইকেট তুলে নেন মোসাদ্দেক। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। আর তাতেই রান নিতে পারল না জিম্বাবুয়ে, সাকিবরা মেতে উঠলেন উল্লাসে।
কিন্তু সেই উল্লাস মিইয়ে যেতেও সময় লাগল না। কারণ শেষ বলটি যে হয়েছে নো বল! আবার বদলে গেল সমীকরণ, শেষ বলে প্রয়োজন দাঁড়াল ৪ রানে। ম্যাচের শুরুতে বল হাতে উদারহস্ত মোসাদ্দেক মাথা ঠান্ডা করে হাত ঘোরালেন, হলো ডট বল। এবার অবশ্য সাকিবদের উল্লাসে আর বাধা হতে পারল না জিম্বাবুয়ে।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত খবর:
শেষ ওভারের জন্যই মনে হয় সব নাটক জমে ছিল। অবশেষে শেষ যুদ্ধে জয়ী হলেন মোসাদ্দেক, জয়ী হলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে নখ কামড়ানো ম্যাচে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা হয়েছিল ধাক্কায়। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ রানেই ৪ উইকেট হারায় তারা। বাংলাদেশের শুরুটা আজও করেছেন তাসকিন। আগের দুই ম্যাচর মতো আজও প্রথম ওভারেই উইকেট এনে দেন বাংলাদেশি বোলার। দলীয় ৪ রানেই ওপেনার ওয়েলসি মাধেভেরেকে আউট করেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট তুলে নেন তিনি।
তাসকিন সরব, তাই বলে কি নীরব থাকবেন মুস্তাফিজ? না, জ্বলে উঠলেন এই বাঁহাতি পেসারও। বোলিংয়ে এসে জোড়া উইকেট নিলেন তিনি। এরপর আরও একটি উইকেট হারিয়ে ৬৯ রানেই ৫ উইকেট চলে যায় জিম্বাবুয়ের।
তবে সেখান থেকেই আবার ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ১৫১ রানের জয়ের লক্ষ্যে ভালোই এগিয়ে যাচ্ছিল ক্রেইগ আরভিনের দল। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। ৬ বলের মধ্যে দুটিতে উইকেট তুলে নেন মোসাদ্দেক। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। আর তাতেই রান নিতে পারল না জিম্বাবুয়ে, সাকিবরা মেতে উঠলেন উল্লাসে।
কিন্তু সেই উল্লাস মিইয়ে যেতেও সময় লাগল না। কারণ শেষ বলটি যে হয়েছে নো বল! আবার বদলে গেল সমীকরণ, শেষ বলে প্রয়োজন দাঁড়াল ৪ রানে। ম্যাচের শুরুতে বল হাতে উদারহস্ত মোসাদ্দেক মাথা ঠান্ডা করে হাত ঘোরালেন, হলো ডট বল। এবার অবশ্য সাকিবদের উল্লাসে আর বাধা হতে পারল না জিম্বাবুয়ে।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত খবর:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫