মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শুরু থেকেই বাংলাদেশ করে এসেছে একের পর এক রেকর্ড। পাল্লা দিয়ে গড়া রেকর্ডগুলো আজ পূর্ণতা পেল চতুর্থ দিনে। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। স্বাগতিকদের রেকর্ড ব্যবধানে জয়ের কৃতিত্ব নাজমুল হোসেন শান্তকে দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের লক্ষ্যে গতকাল তৃতীয় দিনেই আফগানিস্তান হারায় ২ উইকেট। তাসকিন আহমেদ-শরীফুল ইসলামদের আক্রমণাত্মক বোলিংয়ে আফগানদের ইনিংস আজ থেমে গেছে ১১৫ রানে। ৫৪৬ রানে জিতে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানে জিতল বাংলাদেশ। স্বাগতিকদের এই বিশাল জয়ে ম্যাচ-সেরা হয়েছেন জোড়া সেঞ্চুরি করা শান্ত। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার করেছেন ২৭০ রান। আর আফগানরা এই টেস্টে করেছে ২৬১ রান। দুর্দান্ত এই জয়ে শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে তারা পুরো ম্যাচে খেলেছে, তাতে আমি ভীষণ খুশি। এত গরমে তা সহজ ছিল না। কৃতিত্ব আমাদের ব্যাটারদের, বিশেষ করে শান্ত। দুই ইনিংসেই সে দারুণ ব্যাটিং করেছে।’
আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে শান্ত বসেছেন মুমিনুল হকের রেকর্ডের পাশে। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। দারুণ এই ফর্ম ধরে রাখতে চান বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার, ‘ম্যাচ জেতা এবং নিজের ব্যাটিং নিয়ে আমি বেশ খুশি। সেঞ্চুরির পর আমরা (শান্ত, মুমিনুল) এ নিয়ে কথা বলছিলাম। তিনি (মুমিনুল) আমাকে স্বাগত জানিয়েছেন। খেলোয়াড় হিসেবে আমাদের সব সংস্করণেই ফর্ম ধরে রাখতে হবে। আমার পরিকল্পনা ছিল স্পষ্ট। আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যাটিং ফর্ম ধরে রাখতে হবে।’
মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শুরু থেকেই বাংলাদেশ করে এসেছে একের পর এক রেকর্ড। পাল্লা দিয়ে গড়া রেকর্ডগুলো আজ পূর্ণতা পেল চতুর্থ দিনে। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। স্বাগতিকদের রেকর্ড ব্যবধানে জয়ের কৃতিত্ব নাজমুল হোসেন শান্তকে দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের লক্ষ্যে গতকাল তৃতীয় দিনেই আফগানিস্তান হারায় ২ উইকেট। তাসকিন আহমেদ-শরীফুল ইসলামদের আক্রমণাত্মক বোলিংয়ে আফগানদের ইনিংস আজ থেমে গেছে ১১৫ রানে। ৫৪৬ রানে জিতে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানে জিতল বাংলাদেশ। স্বাগতিকদের এই বিশাল জয়ে ম্যাচ-সেরা হয়েছেন জোড়া সেঞ্চুরি করা শান্ত। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার করেছেন ২৭০ রান। আর আফগানরা এই টেস্টে করেছে ২৬১ রান। দুর্দান্ত এই জয়ে শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে তারা পুরো ম্যাচে খেলেছে, তাতে আমি ভীষণ খুশি। এত গরমে তা সহজ ছিল না। কৃতিত্ব আমাদের ব্যাটারদের, বিশেষ করে শান্ত। দুই ইনিংসেই সে দারুণ ব্যাটিং করেছে।’
আফগানিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে শান্ত বসেছেন মুমিনুল হকের রেকর্ডের পাশে। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। দারুণ এই ফর্ম ধরে রাখতে চান বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার, ‘ম্যাচ জেতা এবং নিজের ব্যাটিং নিয়ে আমি বেশ খুশি। সেঞ্চুরির পর আমরা (শান্ত, মুমিনুল) এ নিয়ে কথা বলছিলাম। তিনি (মুমিনুল) আমাকে স্বাগত জানিয়েছেন। খেলোয়াড় হিসেবে আমাদের সব সংস্করণেই ফর্ম ধরে রাখতে হবে। আমার পরিকল্পনা ছিল স্পষ্ট। আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যাটিং ফর্ম ধরে রাখতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫