আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ পাকিস্তানে হওয়া মানেই নিরাপত্তা নিয়ে চিন্তা। বিশেষ করে, ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দিয়ে ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাকিস্তানে যাচ্ছে না। সেকারণেই কি না আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের পাকিস্তানে আসা।
২০২৫ এর ফেব্রুয়ারি-মার্চে আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। আইসিসির নিরাপত্তা বিভাগের প্রধান ডেভ মাস্কার আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পিসিবির সঙ্গে আজ বৈঠক করেছেন। পিসিবির চীফ অপারেটিং অফিসার সালমান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সেজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারটিই ছিল এনসিএতে হওয়া বৈঠকের মূল বিষয়বস্তু। নাসিরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক গঠনমূলক আলোচনা ও নিজের চিন্তাভাবনার কথা মাস্কারের সঙ্গে শেয়ার করেছেন। একই সঙ্গে বৈঠকে এনসিএর বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এনসিএর পুনঃসংস্কার প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও কথাবার্তা হয়েছে।
ভারতের কথা চিন্তা করে চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও পাকিস্তানের। ক্রিকইনফোর কদিন আগের এক প্রতিবেদনে সেটা জানা গেছে। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্যও খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার। টুর্নামেন্টটির ফাইনালও লাহোরে হতে পারে বলে জানা গেছে।
এর আগে আইসিসির এক প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কতটা প্রস্তুত, তা মূল্যায়ন করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। আইসিসির প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫