সংযুক্ত আরব আমিরাত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব চ্যাম্পিয়ন হয়ে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে এশিয়া কাপ। নিগার সুলতানা জ্যোতি মনে করেন, আমিরাতের এই অভিজ্ঞতা আগামী এশিয়া কাপে কাজে লাগানো সম্ভব।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জেতে বাংলাদেশ। তাতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন জ্যোতি-সালমা খাতুনরা। জ্যোতির মতে, আমিরাতে তাঁদের এবারের প্রস্তুতি ভালো হয়েছে। আর এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।
বিশ্বকাপ বাছাইয়ের অধিকাংশ ক্রিকেটার আছেন এশিয়া কাপ স্কোয়াডে। বিমানবন্দরে সাংবাদিকদের নারী ক্রিকেট দলের অধিনায়ক বলেছেন, ‘আমি বলব আমাদের জন্য সেরা প্রস্তুতি ছিল। কারণ ম্যাচ প্রস্তুতির ওপর কোনো ভালো প্রস্তুতি হতে পারে না। কারণ এশিয়া কাপের আগে আমরা একই সংস্করণে খেলে এসেছি। এটা আমাদের অনেক সাহায্য করবে। কারণ কমবেশি আমরা কিন্তু একই দল পাচ্ছি। আমরা সবাই কিন্তু একসঙ্গে খেলেছি। এশিয়া কাপে যদি দলের এই সমন্বয় ধরে রাখতে পারি, আমার মনে হয় ভালো কিছু সম্ভব।’
আগামী ১ অক্টোবর সিলেটে শুরু হবে নারী এশিয়া কাপ। প্রথম দিনই থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশসহ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব চ্যাম্পিয়ন হয়ে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে এশিয়া কাপ। নিগার সুলতানা জ্যোতি মনে করেন, আমিরাতের এই অভিজ্ঞতা আগামী এশিয়া কাপে কাজে লাগানো সম্ভব।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জেতে বাংলাদেশ। তাতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন জ্যোতি-সালমা খাতুনরা। জ্যোতির মতে, আমিরাতে তাঁদের এবারের প্রস্তুতি ভালো হয়েছে। আর এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।
বিশ্বকাপ বাছাইয়ের অধিকাংশ ক্রিকেটার আছেন এশিয়া কাপ স্কোয়াডে। বিমানবন্দরে সাংবাদিকদের নারী ক্রিকেট দলের অধিনায়ক বলেছেন, ‘আমি বলব আমাদের জন্য সেরা প্রস্তুতি ছিল। কারণ ম্যাচ প্রস্তুতির ওপর কোনো ভালো প্রস্তুতি হতে পারে না। কারণ এশিয়া কাপের আগে আমরা একই সংস্করণে খেলে এসেছি। এটা আমাদের অনেক সাহায্য করবে। কারণ কমবেশি আমরা কিন্তু একই দল পাচ্ছি। আমরা সবাই কিন্তু একসঙ্গে খেলেছি। এশিয়া কাপে যদি দলের এই সমন্বয় ধরে রাখতে পারি, আমার মনে হয় ভালো কিছু সম্ভব।’
আগামী ১ অক্টোবর সিলেটে শুরু হবে নারী এশিয়া কাপ। প্রথম দিনই থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশসহ এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫