রানা আব্বাস, ঢাকা
জালাল ভাইয়ের (জালাল আহমেদ চৌধুরী) সঙ্গে সর্বশেষ কথা গত ২৭ আগস্ট। ঢাকা প্রথম বিভাগের ক্রিকেটার শহীদ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। ব্যক্তিগতভাবে শহীদকে জালাল ভাই চিনতেন।
ফোনের এ প্রান্তে স্পষ্ট বুঝতে পারছি, জালাল ভাই কাশির দমকে কথা বলতে পারছেন না ঠিকঠাক! তাঁর শ্বাসকষ্ট হচ্ছে বুঝতে পেরে উদ্বেগভরা কণ্ঠে জানতে চাইলাম, ‘আপনার শরীরটা ভালো আছে?’ হাল ছেড়ে দেওয়া কণ্ঠে বললেন, ‘আর শরীর...!’ শরীরের ওপর জালাল ভাই নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাচ্ছেন, বুঝতে পারছিলাম কয়েক মাস ধরেই। গত জুনের মাঝামাঝি তাঁকে ফোন করেছিলাম একটা লেখা চেয়ে। আজকের পত্রিকা বাজারে আসছে ২৭ জুন, একটা লেখা দিতেই হবে—বলতেই খুব অস্বস্তিতে পড়ে গেলেন জালাল ভাই। বললেন, ‘শরীরটা ভালো যাচ্ছে না! একটু সুস্থ হয়ে নিই, দেব।’
জালাল আহমেদ চৌধুরী, আমাদের প্রিয় জালাল ভাই—দেশের খেলার লেখকদের কাছে এক সম্মানীয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি একইভাবে সম্মানিত দেশের ক্রিকেটাঙ্গনেও। ষাট ও সত্তরের দশকের খেলোয়াড়িজীবন কেটেছে ওপেনিং ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসেবে। পরে কোচ আর ক্রীড়ালেখক—দুটি পরিচয় সমান্তরালে এগিয়ে নিয়েছেন। কোচ হিসেবে কাজ করেছেন জাতীয় ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। সুনামের সঙ্গে কাজ করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, সাধারণ বীমা, আজাদ স্পোর্টিং, পিডব্লিউডি, ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্রে। ‘কাজ করেছেন’ বলা হলেও নিরহংকার, সদালাপী, মিশুক মানুষটির অর্থবিত্তের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। সাধারণ এক জীবনযাপনে অভ্যস্ত জালাল ভাই তাঁর বিপুল ক্রিকেট প্রজ্ঞায় খেলোয়াড়দের যেমন শিখিয়েছেন, একইভাবে মুগ্ধ করা সব লেখায় শিখিয়েছেন খেলার লেখকদের। শেষ দিকে তাঁর একাকিত্ব জীবনে ফেসবুক ছিল বড় সহায়। মনের ভেতরে গুঞ্জরিত সব ভাবনা, কথা নান্দনিকভাবে তুলে ধরেছেন ‘নীল বই’য়ের পাতায় পাতায়। আর তাতে মিলেছে নতুন নতুন কত শব্দ; তা দিয়ে শিরোনামও হয়েছে সংবাদপত্রে। কখনো কখনো ক্রিকেট বোর্ডের অসংগতি, অনিয়ম দেখে চুপ থাকতে পারেননি। শৈল্পিক লেখনীতে উচ্চকণ্ঠে জানিয়েছেন কড়া প্রতিবাদ।
সেই জালাল ভাইয়ের একটা লেখা দিয়েই যাত্রা শুরু করতে চেয়েছিল আজকের পত্রিকার খেলা বিভাগ। শারীরিক অসুস্থতার কারণে লেখাটা আর পাওয়া হয়নি। লেখাটা না দিতে পেরে নিজের ভেতরও হয়তো অস্বস্তি কাজ করছিল তাঁর। এটি নিয়ে ফেসবুকে এক সন্ধ্যায় লিখলেন, ‘রানা, দিনের বেলা অভিনন্দন জানাইনি। তোমার কাছে খানিকটা লজ্জা জমা আছে, সে লজ্জা ঢাকতে সন্ধ্যার আড়ালে অভিনন্দিত করছি। কামনা করি তোমার যোগ্য হাতে আজকের পত্রিকার নিত্যদিনের খেলার পাতা গুণে মানে আমাদের দৈনিক পত্রিকার জগৎকে প্রতিযোগিতা কাতর করে তুলুক। অচিরেই যুক্ত হবার বাসনা রাখি।’
বাসনা থাকলেও ‘যুক্ত’ আর হতে পারলেন না জালাল ভাই। গতকাল সূর্য যখন মধ্যগগনে, তখন নিভেছে তাঁর জীবনের আলোটা।
জালাল ভাইয়ের (জালাল আহমেদ চৌধুরী) সঙ্গে সর্বশেষ কথা গত ২৭ আগস্ট। ঢাকা প্রথম বিভাগের ক্রিকেটার শহীদ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। ব্যক্তিগতভাবে শহীদকে জালাল ভাই চিনতেন।
ফোনের এ প্রান্তে স্পষ্ট বুঝতে পারছি, জালাল ভাই কাশির দমকে কথা বলতে পারছেন না ঠিকঠাক! তাঁর শ্বাসকষ্ট হচ্ছে বুঝতে পেরে উদ্বেগভরা কণ্ঠে জানতে চাইলাম, ‘আপনার শরীরটা ভালো আছে?’ হাল ছেড়ে দেওয়া কণ্ঠে বললেন, ‘আর শরীর...!’ শরীরের ওপর জালাল ভাই নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাচ্ছেন, বুঝতে পারছিলাম কয়েক মাস ধরেই। গত জুনের মাঝামাঝি তাঁকে ফোন করেছিলাম একটা লেখা চেয়ে। আজকের পত্রিকা বাজারে আসছে ২৭ জুন, একটা লেখা দিতেই হবে—বলতেই খুব অস্বস্তিতে পড়ে গেলেন জালাল ভাই। বললেন, ‘শরীরটা ভালো যাচ্ছে না! একটু সুস্থ হয়ে নিই, দেব।’
জালাল আহমেদ চৌধুরী, আমাদের প্রিয় জালাল ভাই—দেশের খেলার লেখকদের কাছে এক সম্মানীয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি একইভাবে সম্মানিত দেশের ক্রিকেটাঙ্গনেও। ষাট ও সত্তরের দশকের খেলোয়াড়িজীবন কেটেছে ওপেনিং ব্যাটসম্যান ও উইকেটকিপার হিসেবে। পরে কোচ আর ক্রীড়ালেখক—দুটি পরিচয় সমান্তরালে এগিয়ে নিয়েছেন। কোচ হিসেবে কাজ করেছেন জাতীয় ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। সুনামের সঙ্গে কাজ করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, সাধারণ বীমা, আজাদ স্পোর্টিং, পিডব্লিউডি, ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্রে। ‘কাজ করেছেন’ বলা হলেও নিরহংকার, সদালাপী, মিশুক মানুষটির অর্থবিত্তের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। সাধারণ এক জীবনযাপনে অভ্যস্ত জালাল ভাই তাঁর বিপুল ক্রিকেট প্রজ্ঞায় খেলোয়াড়দের যেমন শিখিয়েছেন, একইভাবে মুগ্ধ করা সব লেখায় শিখিয়েছেন খেলার লেখকদের। শেষ দিকে তাঁর একাকিত্ব জীবনে ফেসবুক ছিল বড় সহায়। মনের ভেতরে গুঞ্জরিত সব ভাবনা, কথা নান্দনিকভাবে তুলে ধরেছেন ‘নীল বই’য়ের পাতায় পাতায়। আর তাতে মিলেছে নতুন নতুন কত শব্দ; তা দিয়ে শিরোনামও হয়েছে সংবাদপত্রে। কখনো কখনো ক্রিকেট বোর্ডের অসংগতি, অনিয়ম দেখে চুপ থাকতে পারেননি। শৈল্পিক লেখনীতে উচ্চকণ্ঠে জানিয়েছেন কড়া প্রতিবাদ।
সেই জালাল ভাইয়ের একটা লেখা দিয়েই যাত্রা শুরু করতে চেয়েছিল আজকের পত্রিকার খেলা বিভাগ। শারীরিক অসুস্থতার কারণে লেখাটা আর পাওয়া হয়নি। লেখাটা না দিতে পেরে নিজের ভেতরও হয়তো অস্বস্তি কাজ করছিল তাঁর। এটি নিয়ে ফেসবুকে এক সন্ধ্যায় লিখলেন, ‘রানা, দিনের বেলা অভিনন্দন জানাইনি। তোমার কাছে খানিকটা লজ্জা জমা আছে, সে লজ্জা ঢাকতে সন্ধ্যার আড়ালে অভিনন্দিত করছি। কামনা করি তোমার যোগ্য হাতে আজকের পত্রিকার নিত্যদিনের খেলার পাতা গুণে মানে আমাদের দৈনিক পত্রিকার জগৎকে প্রতিযোগিতা কাতর করে তুলুক। অচিরেই যুক্ত হবার বাসনা রাখি।’
বাসনা থাকলেও ‘যুক্ত’ আর হতে পারলেন না জালাল ভাই। গতকাল সূর্য যখন মধ্যগগনে, তখন নিভেছে তাঁর জীবনের আলোটা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫