নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একাধিক আউট নিয়ে ভুল আম্পায়ারিংয়ের অভিযোগ তুলেছিল কয়েকটি দল। এ জন্য বিসিবির আম্পায়ার্স কমিটি একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কদিন আগে তদন্ত প্রতিবেদন জমাও দিয়েছে তারা।
সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী, প্রায় সবগুলো অভিযোগই সত্য প্রমাণিত হয়েছে। সহজ সিদ্ধান্তগুলো নিতে ত্রুটি হয়েছে আম্পায়ারদের। এর প্রেক্ষিতে ভুল করা সেই আম্পায়ারদের আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু আজকের পত্রিকাকে বলেছেন, ‘তদন্ত প্রতিবেদন সত্যতা মিলেছে। আমাদের কিছু করার নেই। তাদেরকে টুর্নামেন্ট কমিটির বিসিএল কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি। খারাপ করলে আমাদের তো কিছু করার থাকে না। একজন ক্রিকেটারদের মতো তারাও খারাপ করলে বাদ পড়বে। শুধরানোর সুযোগও আছে।’
এদিকে কাল থেকে শুরু হচ্ছে ১১ তম বিসিএল টুর্নামেন্ট। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল খেলবে পূর্বাঞ্চলের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে মধ্যাঞ্চল মাঠে নামবে উত্তরাঞ্চলের বিপক্ষে। মোট চারটি ভেন্যুতে হবে এবারের বিসিএল। সিলেটের দুটি মাঠ, মিরপুর শেরেবাংলা ও চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে হবে ম্যাচ।
জাতীয় দলের খেলা থাকায় তারকা ক্রিকেটারদের সেভাবে পাচ্ছে না এবারের বিসিএল। কয়েক রাউন্ড খেলে শেখ মেহেদী হাসান, তানভীর ইসলামও সৌম্য সরকার, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেনরা নিউজিল্যান্ড সফরে যাবেন বাংলাদেশ দলের সঙ্গে।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একাধিক আউট নিয়ে ভুল আম্পায়ারিংয়ের অভিযোগ তুলেছিল কয়েকটি দল। এ জন্য বিসিবির আম্পায়ার্স কমিটি একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কদিন আগে তদন্ত প্রতিবেদন জমাও দিয়েছে তারা।
সেই তদন্ত প্রতিবেদন অনুযায়ী, প্রায় সবগুলো অভিযোগই সত্য প্রমাণিত হয়েছে। সহজ সিদ্ধান্তগুলো নিতে ত্রুটি হয়েছে আম্পায়ারদের। এর প্রেক্ষিতে ভুল করা সেই আম্পায়ারদের আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু আজকের পত্রিকাকে বলেছেন, ‘তদন্ত প্রতিবেদন সত্যতা মিলেছে। আমাদের কিছু করার নেই। তাদেরকে টুর্নামেন্ট কমিটির বিসিএল কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি। খারাপ করলে আমাদের তো কিছু করার থাকে না। একজন ক্রিকেটারদের মতো তারাও খারাপ করলে বাদ পড়বে। শুধরানোর সুযোগও আছে।’
এদিকে কাল থেকে শুরু হচ্ছে ১১ তম বিসিএল টুর্নামেন্ট। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল খেলবে পূর্বাঞ্চলের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে মধ্যাঞ্চল মাঠে নামবে উত্তরাঞ্চলের বিপক্ষে। মোট চারটি ভেন্যুতে হবে এবারের বিসিএল। সিলেটের দুটি মাঠ, মিরপুর শেরেবাংলা ও চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে হবে ম্যাচ।
জাতীয় দলের খেলা থাকায় তারকা ক্রিকেটারদের সেভাবে পাচ্ছে না এবারের বিসিএল। কয়েক রাউন্ড খেলে শেখ মেহেদী হাসান, তানভীর ইসলামও সৌম্য সরকার, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেনরা নিউজিল্যান্ড সফরে যাবেন বাংলাদেশ দলের সঙ্গে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫