নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ছন্দহীনতা নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় সমালোচনার মুখে পড়েন মাহমুদউল্লাহ। তবে গতরাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের লক্ষ্য তাড়ায় দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাঁর ইনিংসের প্রশংসা ঝরেছে তামিম ইকবালের কণ্ঠে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, '৩,৪, ৫ নম্বর ব্যাটসম্যান ছিল না...রাব্বী সহ। এই তিনজন খেলোয়াড় খুবই গুরুত্বপূর্ণ। রিয়াদ ভাইয়ের ২৫-৩০ রানও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এক-দুটি ব্যর্থতার পর আমরা যখন পেছন ফিরে তাকাই তখন শুধু ২৫ রান, ২৮ রান দেখি। কিন্তু ওই ২৫,২৮ রানের গুরুত্ব অনেক বেশি থাকে।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ভালো করতে পারেননি মাহমুদউল্লাহ। তবে প্রোটিয়া সিরিজের তাঁর ভালো করার সুযোগ কম ছিল বলে মনে করেন তামিম, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডের কথা যদি বলা হয়, ওখানে সুযোগই ছিল না বড় ইনিংস খেলার (মাহমুদউল্লাহর)। আমি মনে করি, ওনার বিষয়টা একটু অন্যভাবে দেখা উচিত। কারণ ওনার কাজটা কখনোই প্রশংসা পায় না।'
প্রথম ওয়ানডেতে মাহমুদউল্লাহ ম্যাচ শেষ করে আসায় খুশি তামিম, 'এক-দুই ম্যাচে খারাপ করলে ওই জিনিসগুলোই আমরা তুলে ধরি। এই দিক থেকে আমরা সবাই যদি একটু শিখি তাহলে ওনার ওপর চাপটা কমে যাবে। আমি খুশি যে তিনি খেলা শেষ করে এসেছেন।’
ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ছন্দহীনতা নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় সমালোচনার মুখে পড়েন মাহমুদউল্লাহ। তবে গতরাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের লক্ষ্য তাড়ায় দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাঁর ইনিংসের প্রশংসা ঝরেছে তামিম ইকবালের কণ্ঠে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, '৩,৪, ৫ নম্বর ব্যাটসম্যান ছিল না...রাব্বী সহ। এই তিনজন খেলোয়াড় খুবই গুরুত্বপূর্ণ। রিয়াদ ভাইয়ের ২৫-৩০ রানও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এক-দুটি ব্যর্থতার পর আমরা যখন পেছন ফিরে তাকাই তখন শুধু ২৫ রান, ২৮ রান দেখি। কিন্তু ওই ২৫,২৮ রানের গুরুত্ব অনেক বেশি থাকে।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ভালো করতে পারেননি মাহমুদউল্লাহ। তবে প্রোটিয়া সিরিজের তাঁর ভালো করার সুযোগ কম ছিল বলে মনে করেন তামিম, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডের কথা যদি বলা হয়, ওখানে সুযোগই ছিল না বড় ইনিংস খেলার (মাহমুদউল্লাহর)। আমি মনে করি, ওনার বিষয়টা একটু অন্যভাবে দেখা উচিত। কারণ ওনার কাজটা কখনোই প্রশংসা পায় না।'
প্রথম ওয়ানডেতে মাহমুদউল্লাহ ম্যাচ শেষ করে আসায় খুশি তামিম, 'এক-দুই ম্যাচে খারাপ করলে ওই জিনিসগুলোই আমরা তুলে ধরি। এই দিক থেকে আমরা সবাই যদি একটু শিখি তাহলে ওনার ওপর চাপটা কমে যাবে। আমি খুশি যে তিনি খেলা শেষ করে এসেছেন।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫