নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেই ১৭ জুন সর্বশেষ তামিম ইকবালকে মিরপুর শেরেবাংলায় খেলতে দেখা গিয়েছিল। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ঘরের মাঠে খেলে গেলেও চোটের কারণে খেলা হয়নি তামিমের। আজ মিরপুরে ব্যাট হাতে ফিরলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সময়ের হিসাবে বলতে গেলে চার মাসের বেশি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিলেও তামিমের সামনে আছে সেই টি-টোয়েন্টিই। নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলবেন তামিম। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে দেখা যাবে তামিমকে। আজ তারই প্রস্তুতিও শুরু করে দিলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
আজ দুপুর ১২টার দিকে মিরপুরে আসেন তামিম। লম্বা সময় মিরপুরের ১ নম্বর উইকেটে ঝালিয়ে নেন নিজেকে। একের পর এক বল উড়িয়ে ফেলেন মিরপুরের গ্যালারিতে।
ইপিএল শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। তামিম ইতিমধ্যে এই টুর্নামেন্টে খেলার জন্য বিসিবির ছাড়পত্র পেয়েছেন। ২৪ সেপ্টেম্বর তামিমের নেপালের উদ্দেশে রওনা দেওয়ার কথা। নেপালে যাওয়ার আগে প্রস্তুতিটাও শুরু করে দিলেন। প্রায় এক ঘণ্টার অনুশীলন শেষে মিরপুর ছাড়েন তামিম।
একই দিন সকালে মিরপুরে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিমও। কক্সবাজারে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতেই মিস্টার ডিপেন্ডেবল শুরু করে দিলেন অনুশীলনও। সকাল ৮টার দিকে তিনি আসেন মিরপুরে। নিউজিল্যান্ড সিরিজটা ব্যাট হাতে একেবারেই ভালো যায়নি মুশির। বিশ্বকাপের মঞ্চে নামার আগে ছন্দ ফিরে পেতে চট্টগ্রামে তিনি খেলতে যাচ্ছেন 'এ' দলের হয়ে। 'এ' দলের হয়ে খেলার আগেও প্রস্তুতির কমতি রাখছেন না মুশফিক।
সেই ১৭ জুন সর্বশেষ তামিম ইকবালকে মিরপুর শেরেবাংলায় খেলতে দেখা গিয়েছিল। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ঘরের মাঠে খেলে গেলেও চোটের কারণে খেলা হয়নি তামিমের। আজ মিরপুরে ব্যাট হাতে ফিরলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সময়ের হিসাবে বলতে গেলে চার মাসের বেশি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিলেও তামিমের সামনে আছে সেই টি-টোয়েন্টিই। নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলবেন তামিম। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে দেখা যাবে তামিমকে। আজ তারই প্রস্তুতিও শুরু করে দিলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
আজ দুপুর ১২টার দিকে মিরপুরে আসেন তামিম। লম্বা সময় মিরপুরের ১ নম্বর উইকেটে ঝালিয়ে নেন নিজেকে। একের পর এক বল উড়িয়ে ফেলেন মিরপুরের গ্যালারিতে।
ইপিএল শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। তামিম ইতিমধ্যে এই টুর্নামেন্টে খেলার জন্য বিসিবির ছাড়পত্র পেয়েছেন। ২৪ সেপ্টেম্বর তামিমের নেপালের উদ্দেশে রওনা দেওয়ার কথা। নেপালে যাওয়ার আগে প্রস্তুতিটাও শুরু করে দিলেন। প্রায় এক ঘণ্টার অনুশীলন শেষে মিরপুর ছাড়েন তামিম।
একই দিন সকালে মিরপুরে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিমও। কক্সবাজারে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতেই মিস্টার ডিপেন্ডেবল শুরু করে দিলেন অনুশীলনও। সকাল ৮টার দিকে তিনি আসেন মিরপুরে। নিউজিল্যান্ড সিরিজটা ব্যাট হাতে একেবারেই ভালো যায়নি মুশির। বিশ্বকাপের মঞ্চে নামার আগে ছন্দ ফিরে পেতে চট্টগ্রামে তিনি খেলতে যাচ্ছেন 'এ' দলের হয়ে। 'এ' দলের হয়ে খেলার আগেও প্রস্তুতির কমতি রাখছেন না মুশফিক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫