ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরু হতে ১৫ দিনও বাকি নেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। শক্তিশালী দল নিয়েই এবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।
ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তাফাদজোয়া টিসিগা দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। ওয়েলিংটন মাসকাদজা এ বছর জিম্বাবুয়ের জার্সিতে খেললেও টেস্টে সবশেষ খেলেছেন ২০২৩ সালে। চোটের ধাক্কা সামলে ফিট হয়ে উঠেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস।
ব্যাটিং লাইনআপে আরভিন, উইলিয়ামসের পাশাপাশি থাকছেন জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্রায়ান বেনেট, ওয়েসলি মাধেভেরের মতো ক্রিকেটাররা। পেস বোলিং আক্রমণে দুই তারকা ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভার সঙ্গে থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সিগার সঙ্গে থাকছেন নিয়াশা মায়াভো।
জিম্বাবুয়ে সবশেষ টেস্ট খেলেছে এ বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশ ম্যাচের দল থেকে তিন পরিবর্তন এসেছে বাংলাদেশ সিরিজের দলে। জয়লর্ড গাম্বি, নিউমান নিয়ামহুরি আয়ারল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও বাংলাদেশ সিরিজে জায়গা হয়নি। আইরিশদের বিপক্ষে আরভিন না থাকায় তখন অধিনায়ক ছিলেন ক্যাম্পবেল। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক হয়েছিল নিক ওয়েলচের। বাংলাদেশ সিরিজের দলেও আছেন ওয়েলচ।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের দল
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরু হতে ১৫ দিনও বাকি নেই। দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। শক্তিশালী দল নিয়েই এবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।
ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তাফাদজোয়া টিসিগা দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। ওয়েলিংটন মাসকাদজা এ বছর জিম্বাবুয়ের জার্সিতে খেললেও টেস্টে সবশেষ খেলেছেন ২০২৩ সালে। চোটের ধাক্কা সামলে ফিট হয়ে উঠেছেন অলরাউন্ডার শন উইলিয়ামস।
ব্যাটিং লাইনআপে আরভিন, উইলিয়ামসের পাশাপাশি থাকছেন জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্রায়ান বেনেট, ওয়েসলি মাধেভেরের মতো ক্রিকেটাররা। পেস বোলিং আক্রমণে দুই তারকা ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভার সঙ্গে থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সিগার সঙ্গে থাকছেন নিয়াশা মায়াভো।
জিম্বাবুয়ে সবশেষ টেস্ট খেলেছে এ বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশ ম্যাচের দল থেকে তিন পরিবর্তন এসেছে বাংলাদেশ সিরিজের দলে। জয়লর্ড গাম্বি, নিউমান নিয়ামহুরি আয়ারল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও বাংলাদেশ সিরিজে জায়গা হয়নি। আইরিশদের বিপক্ষে আরভিন না থাকায় তখন অধিনায়ক ছিলেন ক্যাম্পবেল। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক হয়েছিল নিক ওয়েলচের। বাংলাদেশ সিরিজের দলেও আছেন ওয়েলচ।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
বাংলাদেশ সিরিজে জিম্বাবুয়ের দল
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫