পাকিস্তান ক্রিকেট দলের মতো দেশটির বোর্ডও যে ‘আনপ্রেডিক্টেবল’। কোচ নিয়োগসহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যনির্বাহী পদগুলোতেও ঘন ঘন পরিবর্তন হয়। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণের সিরিজ শুরুর আগে গতকাল নতুন করে নির্বাচক কমিটি দিয়েছে পিসিবি।
নির্বাচক কমিটির সদস্যসংখ্যায়ও পরিবর্তন এনেছে পাকিস্তান। সাত সদস্যের পরিবর্তে পুনর্গঠিত নির্বাচক কমিটি এখন চার সদস্যের। মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক তাঁদের জায়গা ধরে রেখেছেন। যুক্ত হয়েছেন গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি। কারস্টেন বর্তমানে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের প্রধান কোচের দায়িত্বে আছেন। লাল বল তথা টেস্টের প্রধান কোচ হিসেবে আছেন গিলেস্পি। এই নির্বাচক কমিটিকে ভোটাধিকার ও যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভোটাধিকার নেই এমন সদস্যদের নিয়েও কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আছেন সহকারী কোচ আজহার মেহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, অ্যানালিটিকস ও দলগত কৌশলের ম্যানেজার হাসান চিমা, হাই পারফরম্যান্সের পরিচালক নাদিম খান, আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালক উসমান ওয়াহলা।
ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে পিসিবির নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে গত সপ্তাহের বুধবার। এক সপ্তাহ না পেরোতেই নতুন করে নির্বাচক কমিটি দিয়েছে পিসিবি। একই সঙ্গে তাদের (ওয়াহাব-রাজ্জাক) জাতীয় নির্বাচক কমিটির আশপাশেও রাখা হচ্ছে না বলে নিশ্চিত করেছে পিসিবি, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ জানাচ্ছে যে আব্দুল রাজ্জাক, ওয়াহাক রিয়াজ জাতীয় নির্বাচক কমিটির কোনো দায়িত্বেই আর থাকছেন না। রাজ্জাক পুরুষ ও নারীদের নির্বাচক কমিটির অংশ ছিলেন। সেখানে ওয়াহাব ছিলেন ছেলেদের নির্বাচক কমিটিতে।’
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। রাওয়ালপিন্ডিতে খুব শিগগিরই তাদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে।
পাকিস্তান ক্রিকেট দলের মতো দেশটির বোর্ডও যে ‘আনপ্রেডিক্টেবল’। কোচ নিয়োগসহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যনির্বাহী পদগুলোতেও ঘন ঘন পরিবর্তন হয়। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণের সিরিজ শুরুর আগে গতকাল নতুন করে নির্বাচক কমিটি দিয়েছে পিসিবি।
নির্বাচক কমিটির সদস্যসংখ্যায়ও পরিবর্তন এনেছে পাকিস্তান। সাত সদস্যের পরিবর্তে পুনর্গঠিত নির্বাচক কমিটি এখন চার সদস্যের। মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক তাঁদের জায়গা ধরে রেখেছেন। যুক্ত হয়েছেন গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি। কারস্টেন বর্তমানে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের প্রধান কোচের দায়িত্বে আছেন। লাল বল তথা টেস্টের প্রধান কোচ হিসেবে আছেন গিলেস্পি। এই নির্বাচক কমিটিকে ভোটাধিকার ও যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভোটাধিকার নেই এমন সদস্যদের নিয়েও কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আছেন সহকারী কোচ আজহার মেহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, অ্যানালিটিকস ও দলগত কৌশলের ম্যানেজার হাসান চিমা, হাই পারফরম্যান্সের পরিচালক নাদিম খান, আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালক উসমান ওয়াহলা।
ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে পিসিবির নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে গত সপ্তাহের বুধবার। এক সপ্তাহ না পেরোতেই নতুন করে নির্বাচক কমিটি দিয়েছে পিসিবি। একই সঙ্গে তাদের (ওয়াহাব-রাজ্জাক) জাতীয় নির্বাচক কমিটির আশপাশেও রাখা হচ্ছে না বলে নিশ্চিত করেছে পিসিবি, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ জানাচ্ছে যে আব্দুল রাজ্জাক, ওয়াহাক রিয়াজ জাতীয় নির্বাচক কমিটির কোনো দায়িত্বেই আর থাকছেন না। রাজ্জাক পুরুষ ও নারীদের নির্বাচক কমিটির অংশ ছিলেন। সেখানে ওয়াহাব ছিলেন ছেলেদের নির্বাচক কমিটিতে।’
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। রাওয়ালপিন্ডিতে খুব শিগগিরই তাদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫