নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল। লড়াই করে নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ সিরিজ জিতেছে দাপুটের সঙ্গে। ২০ বছরে আগের তিন সফরে প্রোটিয়াদের হারাতে না পারলেও এবার তামিমের নেতৃত্বে সেই গেরো কেটেছে বাংলাদেশের। জয়ের সঙ্গে সিরিজের ট্রফিটাও পেল বাংলাদেশ।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগে ব্যাটিং করে ১৩ ওভার বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। রান তাড়ায় ৯ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দারুণ ব্যাট করা তামিম অপরাজিত ছিলেন ৮৭ রানে।
ছোট লক্ষ্য পেয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ইনিংসের শুরু থেকে প্রোটিয়া বোলারদের ওপর ঝড় তোলেন তাঁরা। একপ্রান্তে তামিম যখন রান এগিয়ে নিচ্ছিলেন, অন্যপ্রান্তে উইকেট আগলে ব্যাটিং করেছেন লিটন। ৫২ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তামিম।
এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন অধিনায়ক তামিম। তাকে দারুণ সঙ্গ দেন লিটন। দলীয় সংগ্রহ ১০০ পেরোনোর পর দু’প্রান্তে দ্রুত রান তোলেন এই জুটি। ১২৭ রানের এই জুটি ভাঙেন কেশভ মহারাজ। ৫৭ বলে ৮ চারে ৪৮ রান করে ফেরেন লিটন। তিনে আসা সাকিব আল হাসানকে নিয়ে বাকি কাজ সারেন তামিম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে পেয়েছিল ৪৬ রানের সূচনা। তবে পরের গল্পটা বাংলাদেশের বোলারদের। একে একে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসে দেন তাসকিন আহমেদ। এর মাঝে এই পেসারদের সঙ্গে দারুণ তাল মিলিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও।
প্রথম ওয়ানডের মতো ফের হাল ধরেছিলেন ডেভিড মিলার। ২৯ তম ওভারে তাসকিন তাঁকে ফেরাতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই ওভারেই রাবাদাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাসকিন। এরপর দ্রুত সাকিব লুঙ্গি এনগিডিকে আউট করে ও অধিনায়ক তামিম কেশব মহারাজকে রানআউট করেন স্বাগতিকদের লেজ ছেঁটে দেন।
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল। লড়াই করে নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ সিরিজ জিতেছে দাপুটের সঙ্গে। ২০ বছরে আগের তিন সফরে প্রোটিয়াদের হারাতে না পারলেও এবার তামিমের নেতৃত্বে সেই গেরো কেটেছে বাংলাদেশের। জয়ের সঙ্গে সিরিজের ট্রফিটাও পেল বাংলাদেশ।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগে ব্যাটিং করে ১৩ ওভার বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। রান তাড়ায় ৯ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দারুণ ব্যাট করা তামিম অপরাজিত ছিলেন ৮৭ রানে।
ছোট লক্ষ্য পেয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ইনিংসের শুরু থেকে প্রোটিয়া বোলারদের ওপর ঝড় তোলেন তাঁরা। একপ্রান্তে তামিম যখন রান এগিয়ে নিচ্ছিলেন, অন্যপ্রান্তে উইকেট আগলে ব্যাটিং করেছেন লিটন। ৫২ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তামিম।
এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন অধিনায়ক তামিম। তাকে দারুণ সঙ্গ দেন লিটন। দলীয় সংগ্রহ ১০০ পেরোনোর পর দু’প্রান্তে দ্রুত রান তোলেন এই জুটি। ১২৭ রানের এই জুটি ভাঙেন কেশভ মহারাজ। ৫৭ বলে ৮ চারে ৪৮ রান করে ফেরেন লিটন। তিনে আসা সাকিব আল হাসানকে নিয়ে বাকি কাজ সারেন তামিম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে পেয়েছিল ৪৬ রানের সূচনা। তবে পরের গল্পটা বাংলাদেশের বোলারদের। একে একে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসে দেন তাসকিন আহমেদ। এর মাঝে এই পেসারদের সঙ্গে দারুণ তাল মিলিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও।
প্রথম ওয়ানডের মতো ফের হাল ধরেছিলেন ডেভিড মিলার। ২৯ তম ওভারে তাসকিন তাঁকে ফেরাতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই ওভারেই রাবাদাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাসকিন। এরপর দ্রুত সাকিব লুঙ্গি এনগিডিকে আউট করে ও অধিনায়ক তামিম কেশব মহারাজকে রানআউট করেন স্বাগতিকদের লেজ ছেঁটে দেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫