পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশ মিলে হচ্ছে ২০২৩ এশিয়া কাপ। লাহোরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোর ম্যাচ দিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টের পাকিস্তান পর্ব। এবার সুপার ফোরের বাকি অংশ ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়। লঙ্কার মাঠে ভালো কিছু করার আশা করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ এবারের এশিয়া কাপে খেলেছে দুই ম্যাচ। যার মধ্যে গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর গতকাল পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে সাকিবের দল। ৬৩ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাবরের দল। লাহোরে অম্লমধুর স্মৃতি রেখে আজ বিকেল ৪টায় সুপার ফোরের বাকি দুই ম্যাচ খেলতে কলম্বোয় আসবে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসায় পরশু বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। একই মাঠে ১৫ সেপ্টেম্বর সাকিবরা খেলবেন ভারতের বিপক্ষে।
এশিয়া কাপে টিকে থাকতে হলে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। আর শ্রীলঙ্কাতেই ঘুরে দাঁড়ানোর আশা রয়েছে সাকিবের, যেখানে টুর্নামেন্ট শুরুর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলেছেন তিনি। গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ৫.৭০ ইকোনমিতে নেন ১০ উইকেট। তা ছাড়া এলপিএলে রান করতেও ব্যাটারদের বেশ সংগ্রাম করতে হয়েছে। এমনকি ১৪০-এর কম রান তাড়া করতে গিয়েও ম্যাচ হারার ঘটনা রয়েছে। আর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে ১০ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এলপিএলে দেখেছিলাম, পিচ কিছুটা মন্থর, ওঠানামা ছিল। ওটা আমাদের সহায়তা করতে পারে। আশা করি কলম্বোয় আমরা ভালো করব।’
বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণে একটা বিপ্লব ঘটেছে গত দুই বছরে। এশিয়া কাপেও সেটার প্রতিফলন দেখা যাচ্ছে। এখন পর্যন্ত প্রতিপক্ষের ১৮ উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ। এর ১১টিই ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন আহমেদ (৬) ও শরীফুল ইসলাম (৫)। তবে ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো। একমাত্র আফগানিস্তানের বিপক্ষে ৩৩৪ রান করতে পেরেছে। আর শ্রীলঙ্কা, পাকিস্তান দুটো দলের বিপক্ষেই ৫০ ওভার ব্যাটিং করা দূরে থাক, করতে পারেনি ২০০ রানও। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে চিন্তিত সাকিব বলছেন, ‘বোলিংয়ে আমাদের ভালো হচ্ছে। তবে ব্যাটিং এই ভালো, এই খারাপ।’
পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশ মিলে হচ্ছে ২০২৩ এশিয়া কাপ। লাহোরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোর ম্যাচ দিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টের পাকিস্তান পর্ব। এবার সুপার ফোরের বাকি অংশ ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়। লঙ্কার মাঠে ভালো কিছু করার আশা করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ এবারের এশিয়া কাপে খেলেছে দুই ম্যাচ। যার মধ্যে গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর গতকাল পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে সাকিবের দল। ৬৩ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাবরের দল। লাহোরে অম্লমধুর স্মৃতি রেখে আজ বিকেল ৪টায় সুপার ফোরের বাকি দুই ম্যাচ খেলতে কলম্বোয় আসবে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসায় পরশু বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। একই মাঠে ১৫ সেপ্টেম্বর সাকিবরা খেলবেন ভারতের বিপক্ষে।
এশিয়া কাপে টিকে থাকতে হলে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। আর শ্রীলঙ্কাতেই ঘুরে দাঁড়ানোর আশা রয়েছে সাকিবের, যেখানে টুর্নামেন্ট শুরুর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলেছেন তিনি। গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ৫.৭০ ইকোনমিতে নেন ১০ উইকেট। তা ছাড়া এলপিএলে রান করতেও ব্যাটারদের বেশ সংগ্রাম করতে হয়েছে। এমনকি ১৪০-এর কম রান তাড়া করতে গিয়েও ম্যাচ হারার ঘটনা রয়েছে। আর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে ১০ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এলপিএলে দেখেছিলাম, পিচ কিছুটা মন্থর, ওঠানামা ছিল। ওটা আমাদের সহায়তা করতে পারে। আশা করি কলম্বোয় আমরা ভালো করব।’
বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণে একটা বিপ্লব ঘটেছে গত দুই বছরে। এশিয়া কাপেও সেটার প্রতিফলন দেখা যাচ্ছে। এখন পর্যন্ত প্রতিপক্ষের ১৮ উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ। এর ১১টিই ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন আহমেদ (৬) ও শরীফুল ইসলাম (৫)। তবে ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো। একমাত্র আফগানিস্তানের বিপক্ষে ৩৩৪ রান করতে পেরেছে। আর শ্রীলঙ্কা, পাকিস্তান দুটো দলের বিপক্ষেই ৫০ ওভার ব্যাটিং করা দূরে থাক, করতে পারেনি ২০০ রানও। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে চিন্তিত সাকিব বলছেন, ‘বোলিংয়ে আমাদের ভালো হচ্ছে। তবে ব্যাটিং এই ভালো, এই খারাপ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫