চট্টগ্রাম টেস্টে একের পর এক হাস্যরসের জন্ম দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথম দিনে নির্বিষ বোলিং, বিস্মিত করা রিভিউ, একের পর এক ক্যাচ মিস, বাজে ফিল্ডিং—দুর্দশার সব চিত্রই দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনেও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। সমালোচনার তির ছুটে এলেও যেন ভাবান্তর নেই নাজমুল হোসেন শান্তদের মনে।
গতকাল দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে ব্যাটিংয়ে ভালো শুরুর আভাস দিলেও সেটির ছিটেফোঁটাও দেখা যায়নি আজ। চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে শ্রীলঙ্কা যেখানে পেয়েছে ৫৩১ রানের স্কোর সেখানে বাংলাদেশ অলআউট ১৭৮ রানে। এর আগে সিলেটেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকেরা।
আগামীকাল চতুর্থদিনে হারটাকে বাংলাদেশ কতটুকু প্রলম্বিত করতে পারে অপেক্ষা শুধু সেটি দেখার। ইতিমধ্যে যে লঙ্কানদের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৫৫ রান! আর এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নেই টেস্টে। আজ অবশ্য বোলিংয়ে বেশ ধারাবাহিক দেখা গেল বাংলাদেশকে। পেসারদের তোপে লঙ্কানরা দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০২ রানে। হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট।
কিন্তু লঙ্কানদের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ফিল্ডাররা যেন ‘হাতে তেল মেখে’ নেমেছিল। ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু। গতকাল ক্যাচ ছাড়ার এই সংখ্যাটা ছিল ৭! সেই সুযোগটা ভালোমতোই কাজে লাগিয়ে রানের পাহাড় গড়ে সফরকারী দল। বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতই যেন চট্টগ্রাম টেস্ট হাত ফসকে যেতে বসেছে শান্তদের।
সেই বিবর্ণ ফিল্ডারদের একটি নমুনা হলো—চার বাঁচাতে দৌড়াচ্ছেন চার ফিল্ডার! এমন হাস্যকর একটি দৃশ্যের ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর ফিল্ডারদের এমন দৌড় দেখে অনেকে মজা করে বলছেন—ফুটবল ম্যাচ। জাইদি নামে একজন টুইটারে এই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেটের বিনোদন কখনো শেষ হবে না।’
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে স্লিপে ‘মাছ ধরার’ মতো তিন ফিল্ডারের ঘাসে লুটোপুটি দেখেও না হেসে পারেনি ক্রিকেট প্রেমীরা। এমনকি সেদিন শান্তর রিভিউ নেওয়া দেখেও ট্রল করেছে কলকাতা পুলিশ। বাউন্ডারি বাঁচাতে পাঁচ ফিল্ডারের দৌড়ের ঘটনাটি শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সময়, ইনিংসের ২১ তম ওভারের প্রথম বলে।
চট্টগ্রাম টেস্টে একের পর এক হাস্যরসের জন্ম দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথম দিনে নির্বিষ বোলিং, বিস্মিত করা রিভিউ, একের পর এক ক্যাচ মিস, বাজে ফিল্ডিং—দুর্দশার সব চিত্রই দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনেও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। সমালোচনার তির ছুটে এলেও যেন ভাবান্তর নেই নাজমুল হোসেন শান্তদের মনে।
গতকাল দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে ব্যাটিংয়ে ভালো শুরুর আভাস দিলেও সেটির ছিটেফোঁটাও দেখা যায়নি আজ। চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে শ্রীলঙ্কা যেখানে পেয়েছে ৫৩১ রানের স্কোর সেখানে বাংলাদেশ অলআউট ১৭৮ রানে। এর আগে সিলেটেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকেরা।
আগামীকাল চতুর্থদিনে হারটাকে বাংলাদেশ কতটুকু প্রলম্বিত করতে পারে অপেক্ষা শুধু সেটি দেখার। ইতিমধ্যে যে লঙ্কানদের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৫৫ রান! আর এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নেই টেস্টে। আজ অবশ্য বোলিংয়ে বেশ ধারাবাহিক দেখা গেল বাংলাদেশকে। পেসারদের তোপে লঙ্কানরা দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০২ রানে। হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট।
কিন্তু লঙ্কানদের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ফিল্ডাররা যেন ‘হাতে তেল মেখে’ নেমেছিল। ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু। গতকাল ক্যাচ ছাড়ার এই সংখ্যাটা ছিল ৭! সেই সুযোগটা ভালোমতোই কাজে লাগিয়ে রানের পাহাড় গড়ে সফরকারী দল। বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতই যেন চট্টগ্রাম টেস্ট হাত ফসকে যেতে বসেছে শান্তদের।
সেই বিবর্ণ ফিল্ডারদের একটি নমুনা হলো—চার বাঁচাতে দৌড়াচ্ছেন চার ফিল্ডার! এমন হাস্যকর একটি দৃশ্যের ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর ফিল্ডারদের এমন দৌড় দেখে অনেকে মজা করে বলছেন—ফুটবল ম্যাচ। জাইদি নামে একজন টুইটারে এই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেটের বিনোদন কখনো শেষ হবে না।’
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে স্লিপে ‘মাছ ধরার’ মতো তিন ফিল্ডারের ঘাসে লুটোপুটি দেখেও না হেসে পারেনি ক্রিকেট প্রেমীরা। এমনকি সেদিন শান্তর রিভিউ নেওয়া দেখেও ট্রল করেছে কলকাতা পুলিশ। বাউন্ডারি বাঁচাতে পাঁচ ফিল্ডারের দৌড়ের ঘটনাটি শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সময়, ইনিংসের ২১ তম ওভারের প্রথম বলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে