নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন ইনডোরের সব তৈরি হয়েই ছিল। তবে উদ্বোধনের অপেক্ষা বাড়ছিল। আজ অপেক্ষা ফুরিয়েছে। উদ্বোধন হয়েছে বিশ্বমানের সুযোগ-সুবিধাসংবলিত ‘স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্স’। ইনডোর কমপ্লেক্সের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিসিবির পরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন ইনডোর তৈরির কাজে সহায়তা করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। নতুন এই ইনডোর স্টেডিয়ামে রয়েছে চারটি উইকেট। এর মধ্যে দুটি টাফ ও দুটি ম্যাট উইকেট। এ ছাড়া আছে ক্রিকেটারদের লকার রুম, কনফারেন্স রুম ও চেঞ্জিং রুম।
জাপানের সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ও তত্ত্বাবধানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই অত্যাধুনিক ইনডোর তৈরি হয়েছে। এটি তৈরিতে কত টাকা খরচ হয়েছে, প্রশ্নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেছেন, ‘এই প্রকল্পের জন্য সব মিলিয়ে ১৩ কোটি টাকা খরচ হয়েছে। আমাদের উদ্দেশ ছিল, স্টেডিয়ামটা (ইনডোর স্টেডিয়াম) যেন সুন্দর হয়। খেলোয়াড়েরা যাতে সব ধরণের সুযোগ-সুবিধা পান—এটা মাথায় রেখে এই ইনডোর করা হয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইনডোরের সঙ্গে একটি একাডেমি তৈরির দাবি আছে বলে জানালেন কাজী ওয়াছি উদ্দিন, ‘ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা দাবি আছে, এখানে একটা একাডেমি ভবন করার জন্য। এটা নিয়ে এদের (জাইকার) কী পরিকল্পনা আছে জানালে, সিডিএকে দিয়ে আমরা এই কাজটা করানোর ব্যাপার বিবেচনা করতে পারি।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন ইনডোরের সব তৈরি হয়েই ছিল। তবে উদ্বোধনের অপেক্ষা বাড়ছিল। আজ অপেক্ষা ফুরিয়েছে। উদ্বোধন হয়েছে বিশ্বমানের সুযোগ-সুবিধাসংবলিত ‘স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্স’। ইনডোর কমপ্লেক্সের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিসিবির পরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন ইনডোর তৈরির কাজে সহায়তা করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। নতুন এই ইনডোর স্টেডিয়ামে রয়েছে চারটি উইকেট। এর মধ্যে দুটি টাফ ও দুটি ম্যাট উইকেট। এ ছাড়া আছে ক্রিকেটারদের লকার রুম, কনফারেন্স রুম ও চেঞ্জিং রুম।
জাপানের সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ও তত্ত্বাবধানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই অত্যাধুনিক ইনডোর তৈরি হয়েছে। এটি তৈরিতে কত টাকা খরচ হয়েছে, প্রশ্নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেছেন, ‘এই প্রকল্পের জন্য সব মিলিয়ে ১৩ কোটি টাকা খরচ হয়েছে। আমাদের উদ্দেশ ছিল, স্টেডিয়ামটা (ইনডোর স্টেডিয়াম) যেন সুন্দর হয়। খেলোয়াড়েরা যাতে সব ধরণের সুযোগ-সুবিধা পান—এটা মাথায় রেখে এই ইনডোর করা হয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইনডোরের সঙ্গে একটি একাডেমি তৈরির দাবি আছে বলে জানালেন কাজী ওয়াছি উদ্দিন, ‘ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা দাবি আছে, এখানে একটা একাডেমি ভবন করার জন্য। এটা নিয়ে এদের (জাইকার) কী পরিকল্পনা আছে জানালে, সিডিএকে দিয়ে আমরা এই কাজটা করানোর ব্যাপার বিবেচনা করতে পারি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫