নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসে ঢাকার ফ্লাইট ধরার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু প্রত্যাশিত ফ্লাইটটি তাঁর ধরা হচ্ছে কি না, এখনো অনিশ্চিত। আর পুরো ব্যাপারে হতাশ সাকিবের ভাবনায় এখন কাজ করছে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও।
কাল রাত থেকে সাকিবের সঙ্গে যতবার যোগাযোগ হয়েছে, দেশে আসার ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য মেলেনি তাঁর কাছ থেকে। তিনি জানান, দুবাই থেকে তাঁকে ঢাকায় আসতে মানা করা হয়েছে। আজ সকালেও তিনি আজকের পত্রিকাকে জানিয়েছেন, পুরো বিষয়টি এখনো অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। এখন কতক্ষণ তিনি ধৈর্যের পরীক্ষা দেবেন, তা একটা বিষয়। সাকিব-ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার ভাবনাও কাজ করছে সাকিবের মনে। যদি দেশে না-ই আসা হয়, তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সৌদি আরবে ওমরাহ করতেও যেতে পারেন।
এই মুহূর্তে সাকিবের মতো দুবাইয়ে আছেন বিসিবির শীর্ষ দুই ব্যক্তিও। বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সেখানেই অবস্থান করছেন গত দুই দিন। তাঁরা এখনো সাকিবের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাকিব বিদায় নিতে পারবেন কি না, সেটি অনিশ্চিত থাকলেও এই সিরিজ সামনে রেখে পুরো শেরেবাংলা স্টেডিয়াম ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সকাল থেকে বিসিবির নিজস্ব নিরাপত্তা বিভাগ, সেনা কমান্ডো, নৌ কমান্ডো, পুলিশ ও আর্মড পুলিশের সদস্যরা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের নিরাপত্তা কার্যক্রম শুরু করেছেন।
দারুস সালাম থানার পেট্রোল ইনচার্জ মাহফুল হক বকসী সংবাদমাধ্যমে জানান, সিরিজের জন্য পরিকল্পনা অংশ হিসেবে ‘ফুল প্রুফ’ নিরাপত্তা নিয়ে কাজ করছেন তাঁরা। বিভিন্ন বাহিনী থেকে তাদের বিশেষায়িত বাহিনী ও গোয়েন্দা বাহিনী কাজ শুরু করেছে।
যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসে ঢাকার ফ্লাইট ধরার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু প্রত্যাশিত ফ্লাইটটি তাঁর ধরা হচ্ছে কি না, এখনো অনিশ্চিত। আর পুরো ব্যাপারে হতাশ সাকিবের ভাবনায় এখন কাজ করছে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও।
কাল রাত থেকে সাকিবের সঙ্গে যতবার যোগাযোগ হয়েছে, দেশে আসার ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য মেলেনি তাঁর কাছ থেকে। তিনি জানান, দুবাই থেকে তাঁকে ঢাকায় আসতে মানা করা হয়েছে। আজ সকালেও তিনি আজকের পত্রিকাকে জানিয়েছেন, পুরো বিষয়টি এখনো অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। এখন কতক্ষণ তিনি ধৈর্যের পরীক্ষা দেবেন, তা একটা বিষয়। সাকিব-ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার ভাবনাও কাজ করছে সাকিবের মনে। যদি দেশে না-ই আসা হয়, তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সৌদি আরবে ওমরাহ করতেও যেতে পারেন।
এই মুহূর্তে সাকিবের মতো দুবাইয়ে আছেন বিসিবির শীর্ষ দুই ব্যক্তিও। বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সেখানেই অবস্থান করছেন গত দুই দিন। তাঁরা এখনো সাকিবের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাকিব বিদায় নিতে পারবেন কি না, সেটি অনিশ্চিত থাকলেও এই সিরিজ সামনে রেখে পুরো শেরেবাংলা স্টেডিয়াম ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সকাল থেকে বিসিবির নিজস্ব নিরাপত্তা বিভাগ, সেনা কমান্ডো, নৌ কমান্ডো, পুলিশ ও আর্মড পুলিশের সদস্যরা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের নিরাপত্তা কার্যক্রম শুরু করেছেন।
দারুস সালাম থানার পেট্রোল ইনচার্জ মাহফুল হক বকসী সংবাদমাধ্যমে জানান, সিরিজের জন্য পরিকল্পনা অংশ হিসেবে ‘ফুল প্রুফ’ নিরাপত্তা নিয়ে কাজ করছেন তাঁরা। বিভিন্ন বাহিনী থেকে তাদের বিশেষায়িত বাহিনী ও গোয়েন্দা বাহিনী কাজ শুরু করেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫