অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে আসছেন ক্রিকেটাররা। ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা উচিত, সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পরামর্শ দিয়েছেন।
এবারের বিপিএল হতে যাচ্ছে ‘অন্য রকম’—টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগেই বিসিবি থেকে শোনা যাচ্ছে এমন কথা। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। উপরন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট—তিন জেলায় কোটি কোটি টাকা খরচ করে মিউজিক ফেস্ট আয়োজন করে। বিপিএলের আগে এমন কনসার্ট আয়োজন নিয়েই আলাপ-আলোচনা চলছে বেশি। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে অন্য রকম বিপিএল প্রসঙ্গে যখন প্রশ্ন এল, তখন তামিম বলেন, ‘এবারের বিপিএলে কনসার্ট ছাড়া অন্য কিছু তো দেখিনি। আর আমার কাছে মনে হয়, অন্য রকম বিপিএল যদি করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব এটা নতুন কোনো বিপিএল।’
ঢাকায় মিউজিক ফেস্টে পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের এক অনুষ্ঠানেই খরচ হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। অথচ বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। দুই ক্ষেত্রে টাকার অঙ্কে এত পার্থক্য কেন, তা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তামিমের কথাতেও আজ বোঝা গেছে তেমন কিছু। বাংলাদেশের তারকা ক্রিকেটার বলেন, ‘কনসার্ট আগেও হয়েছে। এখনো হয়েছে। একটা অনুষ্ঠান হয়েছে। যা দেখেছি। আমি ছিলাম না দেশে। তবে এই ব্যাপারে এখন মন্তব্য করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে বলব যে আমরা জানি না কাল কী আছে, আমাদের জন্য। এটাও ভালো হবে না যে আমি একটা মন্তব্য করলাম, সেটা খারাপভাবে পড়ুক। আমার দৃষ্টিকোণ থেকে বলতে বললে আমি এতটুকুই বলতে পারি, বিপিএলে পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্টে বিনিয়োগ করুন। ক্রিকেটে বিনিয়োগ করুন।’
এবারের ফরচুন বরিশাল দেশীয় তারকা ক্রিকেটারে ভরপুর। তামিমের সঙ্গে থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, রিশাদ হোসেনের মতো জাতীয় দলের তারকারা। দুর্বার রাজশাহীর বিপক্ষে আগামীকাল ওপেনিং কে করবেন—এই প্রশ্ন সাংবাদিকদের করে নিজেই উত্তর দিতে গিয়ে এসেছেন তামিম। বরিশাল অধিনায়ক আজ বলেন, ‘আপনাদের একটাই প্রশ্ন। শান্ত আমার সঙ্গে ওপেনিং করছে। তাই চিন্তা করবেন না।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে আসছেন ক্রিকেটাররা। ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা উচিত, সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পরামর্শ দিয়েছেন।
এবারের বিপিএল হতে যাচ্ছে ‘অন্য রকম’—টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগেই বিসিবি থেকে শোনা যাচ্ছে এমন কথা। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। উপরন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট—তিন জেলায় কোটি কোটি টাকা খরচ করে মিউজিক ফেস্ট আয়োজন করে। বিপিএলের আগে এমন কনসার্ট আয়োজন নিয়েই আলাপ-আলোচনা চলছে বেশি। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে অন্য রকম বিপিএল প্রসঙ্গে যখন প্রশ্ন এল, তখন তামিম বলেন, ‘এবারের বিপিএলে কনসার্ট ছাড়া অন্য কিছু তো দেখিনি। আর আমার কাছে মনে হয়, অন্য রকম বিপিএল যদি করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব এটা নতুন কোনো বিপিএল।’
ঢাকায় মিউজিক ফেস্টে পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের এক অনুষ্ঠানেই খরচ হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। অথচ বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। দুই ক্ষেত্রে টাকার অঙ্কে এত পার্থক্য কেন, তা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তামিমের কথাতেও আজ বোঝা গেছে তেমন কিছু। বাংলাদেশের তারকা ক্রিকেটার বলেন, ‘কনসার্ট আগেও হয়েছে। এখনো হয়েছে। একটা অনুষ্ঠান হয়েছে। যা দেখেছি। আমি ছিলাম না দেশে। তবে এই ব্যাপারে এখন মন্তব্য করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে বলব যে আমরা জানি না কাল কী আছে, আমাদের জন্য। এটাও ভালো হবে না যে আমি একটা মন্তব্য করলাম, সেটা খারাপভাবে পড়ুক। আমার দৃষ্টিকোণ থেকে বলতে বললে আমি এতটুকুই বলতে পারি, বিপিএলে পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্টে বিনিয়োগ করুন। ক্রিকেটে বিনিয়োগ করুন।’
এবারের ফরচুন বরিশাল দেশীয় তারকা ক্রিকেটারে ভরপুর। তামিমের সঙ্গে থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, রিশাদ হোসেনের মতো জাতীয় দলের তারকারা। দুর্বার রাজশাহীর বিপক্ষে আগামীকাল ওপেনিং কে করবেন—এই প্রশ্ন সাংবাদিকদের করে নিজেই উত্তর দিতে গিয়ে এসেছেন তামিম। বরিশাল অধিনায়ক আজ বলেন, ‘আপনাদের একটাই প্রশ্ন। শান্ত আমার সঙ্গে ওপেনিং করছে। তাই চিন্তা করবেন না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫