ঘরের মাঠে বিশ্বকাপ বলেই কি না এত রঙিন বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। সাকিব আল হাসান, শচীন টেন্ডুলকারের মতো তারকা ক্রিকেটারদের রেকর্ড কোহলি ভেঙে চলেছেন। তেমনি তাঁদের (সাকিব, শচীন) কোনো না কোনো রেকর্ডে ভাগ বসাচ্ছেন কোহলি।
২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের খেলা ৯ ম্যাচের ৯টিতেই খেলেছেন কোহলি। ৯৯ গড়ে ৫৯৪ রান করে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২ সেঞ্চুরির পাশাপাশি ৫ ফিফটি করেছেন। যার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫, ৯৫ ও ৮৮ রানের এই তিনটি ইনিংস সেঞ্চুরিতে পরিণত হবার সম্ভাবনা ছিল। সেঞ্চুরি করার সুযোগ ছিল গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৫৬ বলে ৫১ রান করে কোহলি আউট হওয়ার পরও বাকি ছিল ১২৮ বল। সে যা-ই হোক, এবারের বিশ্বকাপে এরই মধ্যে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটার। তাতে সাকিব, শচীনের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। ২০১৯ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। এর আগে ২০০৩ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬১.১৮ গড়ে করেন ৬৭৩ রান।
এবারের বিশ্বকাপে সাকিব, শচীনের অন্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্বকাপ ইতিহাসে সাকিব ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন সাকিব। বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের সর্বশেষ ম্যাচে ৬ নভেম্বর বাংলাদেশের অলরাউন্ডার ৮২ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগের দিন (৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রানের ইনিংস খেলে কোহলি বিশ্বকাপে ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন। এই সেঞ্চুরিতেই ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যান কোহলি ও শচীন। আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল ফিফটি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যাটা কোহলি নিয়ে যান ১৫ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান করে ওয়ানডেতে এক বছরে আটবার ১০০০ রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার এ বছরে এখন পর্যন্ত ১২০৬ রান করেন। শচীন এক বছরে ওয়ানডেতে ১০০০ রান করেছেন সাতবার।
এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৭টি; ২০১৯ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৭টি; ২০০৩ বিশ্বকাপ
বিরাট কোহলি (ভারত): ৭টি; ২০২৩ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
ঘরের মাঠে বিশ্বকাপ বলেই কি না এত রঙিন বিরাট কোহলি। দুর্দান্ত ব্যাটিংয়ে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। সাকিব আল হাসান, শচীন টেন্ডুলকারের মতো তারকা ক্রিকেটারদের রেকর্ড কোহলি ভেঙে চলেছেন। তেমনি তাঁদের (সাকিব, শচীন) কোনো না কোনো রেকর্ডে ভাগ বসাচ্ছেন কোহলি।
২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের খেলা ৯ ম্যাচের ৯টিতেই খেলেছেন কোহলি। ৯৯ গড়ে ৫৯৪ রান করে এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২ সেঞ্চুরির পাশাপাশি ৫ ফিফটি করেছেন। যার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে ৮৫, ৯৫ ও ৮৮ রানের এই তিনটি ইনিংস সেঞ্চুরিতে পরিণত হবার সম্ভাবনা ছিল। সেঞ্চুরি করার সুযোগ ছিল গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৫৬ বলে ৫১ রান করে কোহলি আউট হওয়ার পরও বাকি ছিল ১২৮ বল। সে যা-ই হোক, এবারের বিশ্বকাপে এরই মধ্যে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটার। তাতে সাকিব, শচীনের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। ২০১৯ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। এর আগে ২০০৩ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৬১.১৮ গড়ে করেন ৬৭৩ রান।
এবারের বিশ্বকাপে সাকিব, শচীনের অন্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। বিশ্বকাপ ইতিহাসে সাকিব ২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন সাকিব। বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের সর্বশেষ ম্যাচে ৬ নভেম্বর বাংলাদেশের অলরাউন্ডার ৮২ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগের দিন (৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রানের ইনিংস খেলে কোহলি বিশ্বকাপে ১৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি গড়েন। এই সেঞ্চুরিতেই ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যান কোহলি ও শচীন। আর গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল ফিফটি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যাটা কোহলি নিয়ে যান ১৫ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান করে ওয়ানডেতে এক বছরে আটবার ১০০০ রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার এ বছরে এখন পর্যন্ত ১২০৬ রান করেন। শচীন এক বছরে ওয়ানডেতে ১০০০ রান করেছেন সাতবার।
এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৭টি; ২০১৯ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৭টি; ২০০৩ বিশ্বকাপ
বিরাট কোহলি (ভারত): ৭টি; ২০২৩ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬টি; ২০১৯ বিশ্বকাপ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫