নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেষটা রঙিন হলো না বাংলাদেশের। নিউজিল্যান্ডের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৩৪ রানেই শেষ থেমেছে মাহমুদউল্লাহর দল। ২৭ রানে হারের পরেও অবশ্য বাংলাদেশ অধিনায়ক অখুশি নন। হারলেও সিরিজটা যে বাংলাদেশের।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে সিরিজ নিশ্চিতের পর মাহমুদউল্লাহ জানিয়েছিলেন শেষটিও তারা জিততে চান। একাদশে চার পরিবর্তন নিয়ে আজ নির্ভার হয়ে নামলেও তাই জিততেই চেয়েছিলেন মাহমুদউল্লাহ। ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বলেছেন একই কথা, ‘আজ জিতলে ভালো লাগত। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ড সত্যিই ভালো ব্যাটিং করেছে, আমরা ভালো তাড়া করতে পারিনি। কিন্তু সিরিজ জিতে খুশি।’
১০ টি–টোয়েন্টি পরেই মিরপুরে কোনো দল ১৫০ রানের গণ্ডি পেরোল। এরপরও মাহমুদউল্লাহ মনে করেন তাঁর বোলাররা ভালো বোলিং করেছেন। অবশ্য ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের এর চেয়ে বেশি কিছু করার সুযোগও ছিল না। মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি মনে করি বোলাররা বেশ ভালো করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারেনি। স্পিনাররা সত্যিই ভালো বোলিং করেছে। শরীফুল প্রথম দুটি উইকেট পেয়ে আমাদের গতি এনে দিয়েছিল।’
রান তাড়া করতে নেমে আবারও বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি টপ অর্ডাররা। ৩৯ রানেই ফিরেছেন লিটন, সৌম্য আর নাঈম। ৪৬ রানের মধ্যে মুশফিকুর রহিমও ফিরে গেলে ম্যাচ বলতে সেখানেই হেরে বসে বাংলাদেশ। মাহমুদউল্লাহও বলেছেন সে কথা, ‘লক্ষ্য তাড়া করতে নেমে আমরা ভালো শুরু করতে পারিনি। তবে আফিফ এবং আমি একটি পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলাম। তবে তাদের বোলাররা সত্যিই ভালো করেছে।’
শেষ ম্যাচে হারলেও মাহমুদউল্লাহ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন সিরিজ জয় থেকে। মাহমুদউল্লাহ মনে করেন বেশ ভালো ক্রিকেট খেলেই শেষ তিনটি সিরিজ জিতেছে তাঁর দল, ‘শেষ তিনটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং সবার বিপক্ষেই জিতেছে। এটি বড় উৎসাহ। আশা করি যখন আমরা বিশ্বকাপে যাব, আবারও দলবদ্ধ হয়ে সেখানে ম্যাচ জিততে শুরু করব।’
শেষটা রঙিন হলো না বাংলাদেশের। নিউজিল্যান্ডের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৩৪ রানেই শেষ থেমেছে মাহমুদউল্লাহর দল। ২৭ রানে হারের পরেও অবশ্য বাংলাদেশ অধিনায়ক অখুশি নন। হারলেও সিরিজটা যে বাংলাদেশের।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে সিরিজ নিশ্চিতের পর মাহমুদউল্লাহ জানিয়েছিলেন শেষটিও তারা জিততে চান। একাদশে চার পরিবর্তন নিয়ে আজ নির্ভার হয়ে নামলেও তাই জিততেই চেয়েছিলেন মাহমুদউল্লাহ। ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বলেছেন একই কথা, ‘আজ জিতলে ভালো লাগত। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ড সত্যিই ভালো ব্যাটিং করেছে, আমরা ভালো তাড়া করতে পারিনি। কিন্তু সিরিজ জিতে খুশি।’
১০ টি–টোয়েন্টি পরেই মিরপুরে কোনো দল ১৫০ রানের গণ্ডি পেরোল। এরপরও মাহমুদউল্লাহ মনে করেন তাঁর বোলাররা ভালো বোলিং করেছেন। অবশ্য ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের এর চেয়ে বেশি কিছু করার সুযোগও ছিল না। মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি মনে করি বোলাররা বেশ ভালো করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারেনি। স্পিনাররা সত্যিই ভালো বোলিং করেছে। শরীফুল প্রথম দুটি উইকেট পেয়ে আমাদের গতি এনে দিয়েছিল।’
রান তাড়া করতে নেমে আবারও বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি টপ অর্ডাররা। ৩৯ রানেই ফিরেছেন লিটন, সৌম্য আর নাঈম। ৪৬ রানের মধ্যে মুশফিকুর রহিমও ফিরে গেলে ম্যাচ বলতে সেখানেই হেরে বসে বাংলাদেশ। মাহমুদউল্লাহও বলেছেন সে কথা, ‘লক্ষ্য তাড়া করতে নেমে আমরা ভালো শুরু করতে পারিনি। তবে আফিফ এবং আমি একটি পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলাম। তবে তাদের বোলাররা সত্যিই ভালো করেছে।’
শেষ ম্যাচে হারলেও মাহমুদউল্লাহ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন সিরিজ জয় থেকে। মাহমুদউল্লাহ মনে করেন বেশ ভালো ক্রিকেট খেলেই শেষ তিনটি সিরিজ জিতেছে তাঁর দল, ‘শেষ তিনটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং সবার বিপক্ষেই জিতেছে। এটি বড় উৎসাহ। আশা করি যখন আমরা বিশ্বকাপে যাব, আবারও দলবদ্ধ হয়ে সেখানে ম্যাচ জিততে শুরু করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫