মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—বাংলাদেশের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তাঁরা খেলেছেন ২০২২-এর ১ সেপ্টেম্বর। টি-টোয়েন্টির চাহিদা অনুযায়ী ইনিংস খেলতে পারেন না বলে দুজনেই পড়েন সমালোচনার মুখে। মুশফিক তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরেই গেলেন। অন্যদিকে মাহমুদউল্লাহ ব্রাত্য।
বাংলাদেশের অন্যতম দুই তারকা ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ ২০২৪ বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মুশফিক ও মাহমুদউল্লাহর বয়স ৩৬ ও ৩৭ বছর। ৫ ম্যাচে ২০২ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিক। করেছেন ২ ফিফটি। গড় ৫০.৫০ ও স্ট্রাইকরেট ১৩৩.৭৭। তামিমকে ছাড়িয়ে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৩০৮৪ রান করেছেন মুশফিক। অন্যদিকে মুশফিকের চেয়ে মাহমুদউল্লাহ প্রায় ১০০-এর মতো কম রান করেছেন। ৫ ম্যাচে করেন ১০৪ রান। গড় ও স্ট্রাইকরেট ৩৪.৬৭ ও স্ট্রাইকরেট ১৬৫.০৭। ‘বয়স যে শুধুই একটি সংখ্যা’—বহু পুরোনো এই প্রবাদটিই যেন মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার কোচের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন যেন তাই বোঝাতে চাই। সিলেটে আজ সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘মুশফিক-রিয়াদের পারফরম্যান্স আমাদের ছোটদের জন্য সাহস জোগাতে পারে। বড় ভাইরা যদি এভাবে খেলতে পারে, এটা সবার জন্য শিক্ষা হতে পারে।’
২০২৩ বিশ্বকাপ থেকেই মাহমুদউল্লাহ আছেন দারুণ ছন্দে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৮ ম্যাচে ৫৪.৬৭ গড় ও ৯১.৬২ স্ট্রাইকরেটে করেন ৩২৮ রান। যা গত বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। ১টি করে সেঞ্চুরি ও ফিফটি ছিল তাঁর। এবারের বিপিএলে তাঁর ১৬৫.০৭ স্ট্রাইকরেটে বোঝা যায়, টি-টোয়েন্টিতেও তাঁর ঝোড়ো ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। যার মধ্যে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত পরশু ২৪ বলে করেন ৫১ রান। অন্যদিকে ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাহমুদউল্লাহকে সেই বিশ্বকাপের দলেও চিন্তা করছেন সুজন, ‘রিয়াদের যে অভিজ্ঞতা বা যে ছন্দে আছে, তার পজিশনে তাকে চ্যালেঞ্জ করার মতো প্লেয়ার আর নাই। অবশ্যই রিয়াদ অটোচয়েজ হতে পারে বিশ্বকাপের দলে। সেভাবেই চিন্তা করতে হবে।’
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—বাংলাদেশের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তাঁরা খেলেছেন ২০২২-এর ১ সেপ্টেম্বর। টি-টোয়েন্টির চাহিদা অনুযায়ী ইনিংস খেলতে পারেন না বলে দুজনেই পড়েন সমালোচনার মুখে। মুশফিক তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরেই গেলেন। অন্যদিকে মাহমুদউল্লাহ ব্রাত্য।
বাংলাদেশের অন্যতম দুই তারকা ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ ২০২৪ বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মুশফিক ও মাহমুদউল্লাহর বয়স ৩৬ ও ৩৭ বছর। ৫ ম্যাচে ২০২ রান করে এবারের বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিক। করেছেন ২ ফিফটি। গড় ৫০.৫০ ও স্ট্রাইকরেট ১৩৩.৭৭। তামিমকে ছাড়িয়ে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৩০৮৪ রান করেছেন মুশফিক। অন্যদিকে মুশফিকের চেয়ে মাহমুদউল্লাহ প্রায় ১০০-এর মতো কম রান করেছেন। ৫ ম্যাচে করেন ১০৪ রান। গড় ও স্ট্রাইকরেট ৩৪.৬৭ ও স্ট্রাইকরেট ১৬৫.০৭। ‘বয়স যে শুধুই একটি সংখ্যা’—বহু পুরোনো এই প্রবাদটিই যেন মনে করিয়ে দিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকার কোচের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন যেন তাই বোঝাতে চাই। সিলেটে আজ সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘মুশফিক-রিয়াদের পারফরম্যান্স আমাদের ছোটদের জন্য সাহস জোগাতে পারে। বড় ভাইরা যদি এভাবে খেলতে পারে, এটা সবার জন্য শিক্ষা হতে পারে।’
২০২৩ বিশ্বকাপ থেকেই মাহমুদউল্লাহ আছেন দারুণ ছন্দে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৮ ম্যাচে ৫৪.৬৭ গড় ও ৯১.৬২ স্ট্রাইকরেটে করেন ৩২৮ রান। যা গত বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। ১টি করে সেঞ্চুরি ও ফিফটি ছিল তাঁর। এবারের বিপিএলে তাঁর ১৬৫.০৭ স্ট্রাইকরেটে বোঝা যায়, টি-টোয়েন্টিতেও তাঁর ঝোড়ো ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। যার মধ্যে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গত পরশু ২৪ বলে করেন ৫১ রান। অন্যদিকে ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাহমুদউল্লাহকে সেই বিশ্বকাপের দলেও চিন্তা করছেন সুজন, ‘রিয়াদের যে অভিজ্ঞতা বা যে ছন্দে আছে, তার পজিশনে তাকে চ্যালেঞ্জ করার মতো প্লেয়ার আর নাই। অবশ্যই রিয়াদ অটোচয়েজ হতে পারে বিশ্বকাপের দলে। সেভাবেই চিন্তা করতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে