নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
অ্যাডিলেডে গতকাল নেমেই বৃষ্টি আর ঠান্ডার দাপট দেখেছে বাংলাদেশ। বৃষ্টির থামাথামি নেই আজও। অ্যাডিলেডের আবহাওয়া বড় রহস্যই হয়ে ধরা দিয়েছে দুই দলের কাছে। এই ঝকঝকে রোদ্দুর তো এই ঝমঝমিয়ে বৃষ্টি। সব মিলিয়ে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলার আগেই যেন বেশ রক্ষণাত্মক হয়ে গেলেন। ম্যাচের আগে তিনি ভারতকে পরিষ্কার ‘ফেবারিট’ বলেছেন। ভারতকে যদি হারিয়েও দেয় বাংলাদেশ, এটা একটা আপসেট বা অঘটন হবে বলে মনে করেন সাকিব। সাকিব এটা নিজেদের চাপমুক্ত রাখার কৌশল হিসেবেই বললেন না কি অন্য কোনো ভাবনা থেকে বলেছেন, সেটি নিয়েই যত আলোচনা।
অ্যাডিলেডে সাকিবের এমন মন্তব্যে ভারতীয় সংবাদমাধ্যম পর্যন্ত অবাক হয়েছে। একাধিক ভারতীয় সাংবাদিক মনে করেন, যতই কৌশল হোক, ম্যাচের আগে একজন অধিনায়কের কাছে এ ধরনের মন্তব্য কিছুতেই দলের জন্য ইতিবাচক হতে পারে না। সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ ভারতীয়দের বিপক্ষে একাধিক জয় পেয়েছে। ওয়ানডে সিরিজ জিতেছে। আইসিসির টুর্নামেন্টেও ভারতকে হারিয়েছে।
সাকিব যতই অকপটে নিজেদের পিছিয়ে রাখুন, ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশকে, ‘আমরা তাদের অনেক সমীহ করি। তারা ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ দেখিয়েছে কাউকে আপনি হালকাভাবে নিতে পারেন না। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে। এই ফরম্যাটে দুটো হিটেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া সম্ভব। আমরা বাংলাদেশকে কিছুতেই হালকাভাবে নিচ্ছি না।’
যে দল পিছিয়ে থাকুক কিংবা এগিয়ে থাকুক মাঠের লড়াইয়ের আগে ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, খেলাটা যেন মাঠে গড়ায়। অ্যাডিলেডের বৃষ্টিই যে ম্যাচটার আগে বসিয়ে দিচ্ছে বড় প্রশ্নবোধক চিহ্ন।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
অ্যাডিলেডে গতকাল নেমেই বৃষ্টি আর ঠান্ডার দাপট দেখেছে বাংলাদেশ। বৃষ্টির থামাথামি নেই আজও। অ্যাডিলেডের আবহাওয়া বড় রহস্যই হয়ে ধরা দিয়েছে দুই দলের কাছে। এই ঝকঝকে রোদ্দুর তো এই ঝমঝমিয়ে বৃষ্টি। সব মিলিয়ে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
বৃষ্টিতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান খেলার আগেই যেন বেশ রক্ষণাত্মক হয়ে গেলেন। ম্যাচের আগে তিনি ভারতকে পরিষ্কার ‘ফেবারিট’ বলেছেন। ভারতকে যদি হারিয়েও দেয় বাংলাদেশ, এটা একটা আপসেট বা অঘটন হবে বলে মনে করেন সাকিব। সাকিব এটা নিজেদের চাপমুক্ত রাখার কৌশল হিসেবেই বললেন না কি অন্য কোনো ভাবনা থেকে বলেছেন, সেটি নিয়েই যত আলোচনা।
অ্যাডিলেডে সাকিবের এমন মন্তব্যে ভারতীয় সংবাদমাধ্যম পর্যন্ত অবাক হয়েছে। একাধিক ভারতীয় সাংবাদিক মনে করেন, যতই কৌশল হোক, ম্যাচের আগে একজন অধিনায়কের কাছে এ ধরনের মন্তব্য কিছুতেই দলের জন্য ইতিবাচক হতে পারে না। সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ ভারতীয়দের বিপক্ষে একাধিক জয় পেয়েছে। ওয়ানডে সিরিজ জিতেছে। আইসিসির টুর্নামেন্টেও ভারতকে হারিয়েছে।
সাকিব যতই অকপটে নিজেদের পিছিয়ে রাখুন, ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশকে, ‘আমরা তাদের অনেক সমীহ করি। তারা ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ দেখিয়েছে কাউকে আপনি হালকাভাবে নিতে পারেন না। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছে। এই ফরম্যাটে দুটো হিটেই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া সম্ভব। আমরা বাংলাদেশকে কিছুতেই হালকাভাবে নিচ্ছি না।’
যে দল পিছিয়ে থাকুক কিংবা এগিয়ে থাকুক মাঠের লড়াইয়ের আগে ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, খেলাটা যেন মাঠে গড়ায়। অ্যাডিলেডের বৃষ্টিই যে ম্যাচটার আগে বসিয়ে দিচ্ছে বড় প্রশ্নবোধক চিহ্ন।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে