অলরাউন্ডার সাকিব আল হাসানের দেখা মিলছে না অনেক দিন ধরেই। ব্যাটিং-বোলিং কোনো একটিতে ভালো করলেও অপর বিভাগে তাঁর পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—সব জায়গায় দেখা যাচ্ছে একই চিত্র।
এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন সাকিব। সেখানে আজ একই মাঠে ব্যাটিংটা তুলনামূলক ভালো হয়েছে ঠিকই, তবে বোলিংটা করেছেন যাচ্ছেতাই। সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে সাকিব করেছেন ২৬ বলে ৩৫ রান। মেরেছেন ৬ চার। বোলিংয়ে ২ ওভারে খরচ করেন ২৭ রান। কোনো উইকেট পাননি তিনি। সানফ্রানসিস্কোর ব্যাটাররা তাঁকে যে বেধড়ক পিটুনি দিয়েছেন, সেটা তাঁর ইকোনমিতেই স্পষ্ট। ডট দিয়েছেন ৪টি। হজম করেছেন ৩ ছক্কা ও ১ চার।
ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে ছক্কার হ্যাটট্রিক করেছেন ফিন অ্যালেন। অ্যালেনের ছক্কাগুলো সীমানা ছেড়ে অনেক দূরে গিয়ে আছড়ে পড়েছে।
সাকিবের এমন পারফরম্যান্সের দিনে হেরেছে তাঁর দল লস অ্যাঞ্জেলেস। ১৬৬ রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান করেছে সানফ্রানসিস্কো। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ফিন অ্যালেন হয়েছেন ম্যাচ-সেরা। এমন দাপুটে জয়ে +২.৫৭৬ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সানফ্রানসিস্কো।এমন বিশাল পরাজয়ের প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেসেরও। সাকিবদের নেট রানরেট -০.৭৬৮ এবং তাঁরা অবস্থান করছেন ৪ নম্বরে।
টস জিতে সানফ্রানসিস্কো অধিনায়ক কোরি অ্যান্ডারসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ করেছে লস অ্যাঞ্জেলেস। ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সর্বোচ্চ স্কোরার আন্দ্রে রাসেল। মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। হারিস রউফ ও ব্রাউডি ক্রাউচ নিয়েছেন ২টি করে উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন। রউফ দিয়েছেন ৩৮ রান এবং ক্রাউচ খরচ করেন ২৪ রান।
অলরাউন্ডার সাকিব আল হাসানের দেখা মিলছে না অনেক দিন ধরেই। ব্যাটিং-বোলিং কোনো একটিতে ভালো করলেও অপর বিভাগে তাঁর পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)—সব জায়গায় দেখা যাচ্ছে একই চিত্র।
এমএলসিতে এবার সাকিব খেলছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন সাকিব। সেখানে আজ একই মাঠে ব্যাটিংটা তুলনামূলক ভালো হয়েছে ঠিকই, তবে বোলিংটা করেছেন যাচ্ছেতাই। সানফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে সাকিব করেছেন ২৬ বলে ৩৫ রান। মেরেছেন ৬ চার। বোলিংয়ে ২ ওভারে খরচ করেন ২৭ রান। কোনো উইকেট পাননি তিনি। সানফ্রানসিস্কোর ব্যাটাররা তাঁকে যে বেধড়ক পিটুনি দিয়েছেন, সেটা তাঁর ইকোনমিতেই স্পষ্ট। ডট দিয়েছেন ৪টি। হজম করেছেন ৩ ছক্কা ও ১ চার।
ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে ছক্কার হ্যাটট্রিক করেছেন ফিন অ্যালেন। অ্যালেনের ছক্কাগুলো সীমানা ছেড়ে অনেক দূরে গিয়ে আছড়ে পড়েছে।
সাকিবের এমন পারফরম্যান্সের দিনে হেরেছে তাঁর দল লস অ্যাঞ্জেলেস। ১৬৬ রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান করেছে সানফ্রানসিস্কো। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ফিন অ্যালেন হয়েছেন ম্যাচ-সেরা। এমন দাপুটে জয়ে +২.৫৭৬ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সানফ্রানসিস্কো।এমন বিশাল পরাজয়ের প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেসেরও। সাকিবদের নেট রানরেট -০.৭৬৮ এবং তাঁরা অবস্থান করছেন ৪ নম্বরে।
টস জিতে সানফ্রানসিস্কো অধিনায়ক কোরি অ্যান্ডারসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ করেছে লস অ্যাঞ্জেলেস। ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সর্বোচ্চ স্কোরার আন্দ্রে রাসেল। মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। হারিস রউফ ও ব্রাউডি ক্রাউচ নিয়েছেন ২টি করে উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন। রউফ দিয়েছেন ৩৮ রান এবং ক্রাউচ খরচ করেন ২৪ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫