বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। বোলাররা লড়াইয়ের আশা দেখালেও পুরো সিরিজে ব্যর্থতার বৃত্তে ছিলেন ম্যাথু ওয়েড-অ্যালেক্স ক্যারিরা। সিরিজে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১২১। শেষ ম্যাচে তো আরও খারাপ অবস্থা দেখা গেছে অস্ট্রেলিয়ানদের ব্যাটিংয়ে। অলআউট হয়েছে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে।
এর আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের কাছেও একই ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ানদের এমন হতশ্রী পারফরম্যান্সে চিন্তিত রিকি পন্টিং। দুটো সিরিজেই ধীর গতির উইকেটে খেলেছেন ওয়েড-মার্শরা। কঠিন হলেও এমন কন্ডিশনে খেলার জন্য অনুশীলনের সঙ্গে স্কিল বাড়ানোর তাগিদ দিয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল এই অধিনায়ক বলেছেন, ‘এসব কন্ডিশনের ব্যবহারিক জ্ঞান ও স্কিলের অভাবে আবারও ধরাশায়ী হলাম আমরা। অস্ট্রেলিয়ার জন্য এটা (উইকেট) সব সময় কঠিন হয়ে এসেছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে।’
যা হওয়ার তা তো হয়ে গেছে। সামনের সিরিজগুলোয় এসব কন্ডিশনে মানিয়ে নিতে না পারার সমস্যা চিহ্নিত করা দরকার বলছেন পন্টিং, ‘আত্মবিশ্বাসের অভাব নাকি ব্যাপারটা শুধুই স্কিলের সেটা বুঝতে হবে। একই সঙ্গে এটা বুঝতে হবে এসব কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে হয়।’
এই দুই সিরিজের দলে ছিলেন না অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররা। পন্টিং অবশ্য প্রশ্ন তুলছেন দলের গভীরতা নিয়ে, ফলাফল এটাই প্রমাণ করে যে, অস্ট্রেলিয়ান ক্রিকেটের গভীরতা যেখানে থাকা দরকার ছিল, সেখানে নেই। আরও কিছু কাজ করতে হবে।’
সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে আর খুব বেশি সময় না থাকলেও বিশ্বকাপে সবাইকে পাওয়ার আশা করছেন পন্টিং, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আর খুব বেশি দূরে নেই। আশা করি, সবাইকে চোটমুক্ত ও সুস্থ পাওয়া যাবে।’
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। বোলাররা লড়াইয়ের আশা দেখালেও পুরো সিরিজে ব্যর্থতার বৃত্তে ছিলেন ম্যাথু ওয়েড-অ্যালেক্স ক্যারিরা। সিরিজে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১২১। শেষ ম্যাচে তো আরও খারাপ অবস্থা দেখা গেছে অস্ট্রেলিয়ানদের ব্যাটিংয়ে। অলআউট হয়েছে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে।
এর আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের কাছেও একই ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ানদের এমন হতশ্রী পারফরম্যান্সে চিন্তিত রিকি পন্টিং। দুটো সিরিজেই ধীর গতির উইকেটে খেলেছেন ওয়েড-মার্শরা। কঠিন হলেও এমন কন্ডিশনে খেলার জন্য অনুশীলনের সঙ্গে স্কিল বাড়ানোর তাগিদ দিয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল এই অধিনায়ক বলেছেন, ‘এসব কন্ডিশনের ব্যবহারিক জ্ঞান ও স্কিলের অভাবে আবারও ধরাশায়ী হলাম আমরা। অস্ট্রেলিয়ার জন্য এটা (উইকেট) সব সময় কঠিন হয়ে এসেছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে।’
যা হওয়ার তা তো হয়ে গেছে। সামনের সিরিজগুলোয় এসব কন্ডিশনে মানিয়ে নিতে না পারার সমস্যা চিহ্নিত করা দরকার বলছেন পন্টিং, ‘আত্মবিশ্বাসের অভাব নাকি ব্যাপারটা শুধুই স্কিলের সেটা বুঝতে হবে। একই সঙ্গে এটা বুঝতে হবে এসব কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে হয়।’
এই দুই সিরিজের দলে ছিলেন না অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররা। পন্টিং অবশ্য প্রশ্ন তুলছেন দলের গভীরতা নিয়ে, ফলাফল এটাই প্রমাণ করে যে, অস্ট্রেলিয়ান ক্রিকেটের গভীরতা যেখানে থাকা দরকার ছিল, সেখানে নেই। আরও কিছু কাজ করতে হবে।’
সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে আর খুব বেশি সময় না থাকলেও বিশ্বকাপে সবাইকে পাওয়ার আশা করছেন পন্টিং, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আর খুব বেশি দূরে নেই। আশা করি, সবাইকে চোটমুক্ত ও সুস্থ পাওয়া যাবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫