ক্রীড়া ডেস্ক
আরব আমিরাতের কাছেও শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশকে। তাও ম্যাচটা বাংলাদেশ হারল হাতের নাগালে থাকা অবস্থায় থেকে। ক্যাচ মিস, বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে গত রাতে শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে আমিরাতের কাছে।
শারজায় গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ আগে ব্যাটিং করে ২০৫ রান তুললে ম্যাচে অনেকটাই এগিয়ে যায়। তবে তাওহীদ হৃদয়ের ক্যাচ মিস, রান আউটের সুযোগ নষ্টসহ শরীফুল ইসলামের ওভারথ্রো—হতশ্রী ফিল্ডিংয়ের পসরা যখন এভাবে সাজিয়ে তোলে বাংলাদেশ, আমিরাত এই সুযোগ কাজে না লাগিয়ে কি পারে? ১ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ল আমিরাত।
হাতের নাগালে থাকা ম্যাচ হারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিজেদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তবে তিনি বাংলাদেশের হতশ্রী ফিল্ডিং নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। লিটনের সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও। ম্যাচ শেষে সাংবাদিকদের সিমন্স বলেন, ‘দেখুন, ম্যাচটা দুই দলের। তারা অনেক ভালো ব্যাটিং করেছে। আমাদেরও ব্যাটিং ভালো হয়েছে। ক্যাচ মিস। আমরা কয়েকটি ক্যাচ মিস করেছি। তাতেই তারা ম্যাচে থাকে। ব্যাটিংটা তারা খুবই ভালো করেছে।’
আরব আমিরাত সিরিজের পর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তান সিরিজের আগে আমিরাতের কাছে হার বাংলাদেশের জন্য এক রকম ধাক্কাই বটে। সিমন্স অবশ্য তেমন দুশ্চিন্তা করছেন না। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এখানে কয়েকটা ম্যাচ খেলতে চাই। আর পাকিস্তানে যেটা করতে চাই, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি।’ তবে পাকিস্তানে কবে রওনা দেবে বাংলাদেশ, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি সিমন্স।
আরব আমিরাতের কাছেও শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশকে। তাও ম্যাচটা বাংলাদেশ হারল হাতের নাগালে থাকা অবস্থায় থেকে। ক্যাচ মিস, বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে গত রাতে শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে আমিরাতের কাছে।
শারজায় গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ আগে ব্যাটিং করে ২০৫ রান তুললে ম্যাচে অনেকটাই এগিয়ে যায়। তবে তাওহীদ হৃদয়ের ক্যাচ মিস, রান আউটের সুযোগ নষ্টসহ শরীফুল ইসলামের ওভারথ্রো—হতশ্রী ফিল্ডিংয়ের পসরা যখন এভাবে সাজিয়ে তোলে বাংলাদেশ, আমিরাত এই সুযোগ কাজে না লাগিয়ে কি পারে? ১ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ল আমিরাত।
হাতের নাগালে থাকা ম্যাচ হারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিজেদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তবে তিনি বাংলাদেশের হতশ্রী ফিল্ডিং নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। লিটনের সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও। ম্যাচ শেষে সাংবাদিকদের সিমন্স বলেন, ‘দেখুন, ম্যাচটা দুই দলের। তারা অনেক ভালো ব্যাটিং করেছে। আমাদেরও ব্যাটিং ভালো হয়েছে। ক্যাচ মিস। আমরা কয়েকটি ক্যাচ মিস করেছি। তাতেই তারা ম্যাচে থাকে। ব্যাটিংটা তারা খুবই ভালো করেছে।’
আরব আমিরাত সিরিজের পর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তান সিরিজের আগে আমিরাতের কাছে হার বাংলাদেশের জন্য এক রকম ধাক্কাই বটে। সিমন্স অবশ্য তেমন দুশ্চিন্তা করছেন না। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এখানে কয়েকটা ম্যাচ খেলতে চাই। আর পাকিস্তানে যেটা করতে চাই, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। এরকম প্রস্তুতিই আমরা নিচ্ছি।’ তবে পাকিস্তানে কবে রওনা দেবে বাংলাদেশ, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি সিমন্স।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫