ক্রীড়া ডেস্ক
আরব আমিরাত সিরিজ শেষ হওয়ার ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। শারজায় গত রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আমিরাত। এই সিরিজের পরপরই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রিশাদ হোসেন।
রিশাদ আজ পুনরায় যোগ দেওয়ায় লাহোর কালান্দার্স হয়ে গেছে ‘এক টুকরো বাংলাদেশ’। এই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর পাশাপাশি আছেন বাংলাদেশের দুই তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। তাতে হয়তো তিন বাংলাদেশিকে একসঙ্গে দেখা যেতে পারে লাহোরের একাদশে। পিএসএলের এলিমিনেটরে আজ মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস। বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে লাহোর-করাচি ম্যাচ।
পিএসএল দিয়েই প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার বিকল্প হিসেবেই মিরাজকে নেওয়া হয়েছে। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণে রাজা দল ছেড়েছেন। আজ নটিংহামে শুরু হবে ইংল্যান্ড-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট। অন্যদিকে এই পিএসএল দিয়েই সাড়ে ৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। তবে তাঁর প্রত্যাবর্তনটা হয়নি আশা জাগানিয়া। ১৮ মে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে কমে আসে লিগ পর্বের পেশোয়ার জালমি-লাহোর কালান্দার্স ম্যাচ। সেই ম্যাচে সাকিব মেরেছিলেন গোল্ডেন ডাক। ২ ওভার বোলিং করে ১৮ রান দিলেও কোনো উইকেট পাননি।
পিএসএলে লাহোর সবশেষ ম্যাচ খেলেছে ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষেই। সাকিব, রাজা, কুশল পেরেরা—সেই ম্যাচে লাহোরের একাদশে ছিলেন এই তিন বিদেশি ক্রিকেটার। তাছাড়া ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে পুনরায় পিএসএল শুরুর পর ফ্র্যাঞ্চাইজিটি একগাদা বিদেশি তারকাকে পায়নি। সাকিব-মিরাজকে তাই পিএসএলের শেষভাগে তড়িঘড়ি করে নিয়েছে লাহোর। চার বিদেশি ক্রিকেটার খেলানো হলে সাকিব, মিরাজ, রিশাদকে আজ দেখা যেতে পারে এলিমিনেটরে।
রিশাদও এবার প্রথমবার খেলছেন পিএসএল। লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছেন ৫ ম্যাচ। ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। আর আজ এলিমিনেটরে হারলে তো লাহোর বাদ। এমনকি জিতলেও ফাইনালে যাচ্ছে না। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরকে খেলতে হবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। কারণ, গত রাতে প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদকে ৩০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
আরব আমিরাত সিরিজ শেষ হওয়ার ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। শারজায় গত রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আমিরাত। এই সিরিজের পরপরই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রিশাদ হোসেন।
রিশাদ আজ পুনরায় যোগ দেওয়ায় লাহোর কালান্দার্স হয়ে গেছে ‘এক টুকরো বাংলাদেশ’। এই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর পাশাপাশি আছেন বাংলাদেশের দুই তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। তাতে হয়তো তিন বাংলাদেশিকে একসঙ্গে দেখা যেতে পারে লাহোরের একাদশে। পিএসএলের এলিমিনেটরে আজ মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস। বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে লাহোর-করাচি ম্যাচ।
পিএসএল দিয়েই প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার বিকল্প হিসেবেই মিরাজকে নেওয়া হয়েছে। কারণ, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণে রাজা দল ছেড়েছেন। আজ নটিংহামে শুরু হবে ইংল্যান্ড-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট। অন্যদিকে এই পিএসএল দিয়েই সাড়ে ৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। তবে তাঁর প্রত্যাবর্তনটা হয়নি আশা জাগানিয়া। ১৮ মে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে কমে আসে লিগ পর্বের পেশোয়ার জালমি-লাহোর কালান্দার্স ম্যাচ। সেই ম্যাচে সাকিব মেরেছিলেন গোল্ডেন ডাক। ২ ওভার বোলিং করে ১৮ রান দিলেও কোনো উইকেট পাননি।
পিএসএলে লাহোর সবশেষ ম্যাচ খেলেছে ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষেই। সাকিব, রাজা, কুশল পেরেরা—সেই ম্যাচে লাহোরের একাদশে ছিলেন এই তিন বিদেশি ক্রিকেটার। তাছাড়া ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে পুনরায় পিএসএল শুরুর পর ফ্র্যাঞ্চাইজিটি একগাদা বিদেশি তারকাকে পায়নি। সাকিব-মিরাজকে তাই পিএসএলের শেষভাগে তড়িঘড়ি করে নিয়েছে লাহোর। চার বিদেশি ক্রিকেটার খেলানো হলে সাকিব, মিরাজ, রিশাদকে আজ দেখা যেতে পারে এলিমিনেটরে।
রিশাদও এবার প্রথমবার খেলছেন পিএসএল। লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছেন ৫ ম্যাচ। ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। আর আজ এলিমিনেটরে হারলে তো লাহোর বাদ। এমনকি জিতলেও ফাইনালে যাচ্ছে না। ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোরকে খেলতে হবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। কারণ, গত রাতে প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদকে ৩০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে