নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় আট মাস পর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন-ভাতা এখনো প্রকাশ করেনি। তবে বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ক্রিকেটারদের বেতনকাঠামোর কিছুটা ধারণা দিয়েছেন সাংবাদিকদের।
গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘ক্রিকেটারদের বেতন ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ প্লাস, এ, বি, সি, ডি—এমন ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন নির্ধারিত হবে। ম্যাচের ওপর নির্ভর করবে। যে বেশি খেলবে তাকে “এ প্লাস” ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে। এ প্লাস ক্যাটাগরিতে যারা থাকবে, তাদের বেতন হবে ৮ লাখেরও বেশি।’
ক্রিকেটারদের যে বেতন বেড়েছে, সেটি গত জুনেই জানিয়েছিলেন বিসিবির শীর্ষ কর্তারা। ২০১৭ সালে ‘এ’ প্লাস শ্রেণিতে ক্রিকেটাররা মাসে বেতন পেতেন ৪ লাখ টাকা। ২০১৯ সালেও একই হারে বেতন পেতেন এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা। তবে তখন সংস্করণ অনুযায়ী বেতন দিত না বিসিবি। ২০২০ সালে এসে মুশফিকদের মাসে বেতন বাড়ে ২ লাখ টাকা। তবে শর্তও বেঁধে দেয় বিসিবি, লাল ও সাদা–দুই বলের ক্রিকেটই খেলতে হবে। এবার তো বেতন বাড়ল আরও ২ লাখ। তবে এবারও শর্ত আছে। তিন সংস্করণেই খেলবেন এমন ক্রিকেটাররা ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকবেন।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকতে পারেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটাররা। গত বছর এ ‘প্লাস’ শ্রেণিতে ছিলেন মুশফিক-তামিম। দুই বলের চুক্তিতে থাকায় তাঁদের বেতন ছিল ৬ লাখ টাকা। এবার অবশ্য তামিম টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে নেই। মুশফিক তিন সংস্করণের চুক্তিতে আছেন। এ প্লাস শ্রেণিতে থাকা মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারের বেতন নিশ্চিতভাবেই এবার ৮ লাখ ছাড়াবে। একই হারে অন্যান্য ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতনও বাড়বে। তবে কে কয়টা সংস্করণ খেলছেন সেই হিসাবও হবে একই সঙ্গে। সাকিবদের বেতন বাড়লেও ম্যাচ ফি বাড়ছে কি না, সেটি অবশ্য জানা যায়নি।
বেতন বাড়ানোর পেছনে ক্রিকেটারদের আর্থিকভাবে আরও সক্ষম করে তোলার বিষয়টি তো আছেই, সঙ্গে আছে পারফরম্যান্স বাড়ানোর চেষ্টাও। যেমন এখন এক সংস্করণে থাকা কোনো ক্রিকেটার যদি ভালো খেলে দুটি সংস্করণে খেলার যোগ্যতা অর্জন করে নেন, সে ক্ষেত্রে তাঁর বেতনও বেড়ে যাবে।
কেন্দ্রীয় চুক্তিতে কিছুটা বিস্ময় হয়ে এসেছে শরিফুল ইসলামের নাম। মাত্র চার মাস আগে অভিষেক হওয়া এই বাঁহাতি পেসার আছেন তিন সংস্করণের চুক্তিতেই। তবে তিন সংস্করণে থাকলেও আকরাম বলেছেন, শরিফুলের বেতন হতে পারে ২ লাখ টাকা।
প্রায় আট মাস পর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন-ভাতা এখনো প্রকাশ করেনি। তবে বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ক্রিকেটারদের বেতনকাঠামোর কিছুটা ধারণা দিয়েছেন সাংবাদিকদের।
গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে আকরাম খান বলেছেন, ‘ক্রিকেটারদের বেতন ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ প্লাস, এ, বি, সি, ডি—এমন ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন নির্ধারিত হবে। ম্যাচের ওপর নির্ভর করবে। যে বেশি খেলবে তাকে “এ প্লাস” ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে। এ প্লাস ক্যাটাগরিতে যারা থাকবে, তাদের বেতন হবে ৮ লাখেরও বেশি।’
ক্রিকেটারদের যে বেতন বেড়েছে, সেটি গত জুনেই জানিয়েছিলেন বিসিবির শীর্ষ কর্তারা। ২০১৭ সালে ‘এ’ প্লাস শ্রেণিতে ক্রিকেটাররা মাসে বেতন পেতেন ৪ লাখ টাকা। ২০১৯ সালেও একই হারে বেতন পেতেন এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা। তবে তখন সংস্করণ অনুযায়ী বেতন দিত না বিসিবি। ২০২০ সালে এসে মুশফিকদের মাসে বেতন বাড়ে ২ লাখ টাকা। তবে শর্তও বেঁধে দেয় বিসিবি, লাল ও সাদা–দুই বলের ক্রিকেটই খেলতে হবে। এবার তো বেতন বাড়ল আরও ২ লাখ। তবে এবারও শর্ত আছে। তিন সংস্করণেই খেলবেন এমন ক্রিকেটাররা ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকবেন।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকতে পারেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটাররা। গত বছর এ ‘প্লাস’ শ্রেণিতে ছিলেন মুশফিক-তামিম। দুই বলের চুক্তিতে থাকায় তাঁদের বেতন ছিল ৬ লাখ টাকা। এবার অবশ্য তামিম টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে নেই। মুশফিক তিন সংস্করণের চুক্তিতে আছেন। এ প্লাস শ্রেণিতে থাকা মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারের বেতন নিশ্চিতভাবেই এবার ৮ লাখ ছাড়াবে। একই হারে অন্যান্য ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতনও বাড়বে। তবে কে কয়টা সংস্করণ খেলছেন সেই হিসাবও হবে একই সঙ্গে। সাকিবদের বেতন বাড়লেও ম্যাচ ফি বাড়ছে কি না, সেটি অবশ্য জানা যায়নি।
বেতন বাড়ানোর পেছনে ক্রিকেটারদের আর্থিকভাবে আরও সক্ষম করে তোলার বিষয়টি তো আছেই, সঙ্গে আছে পারফরম্যান্স বাড়ানোর চেষ্টাও। যেমন এখন এক সংস্করণে থাকা কোনো ক্রিকেটার যদি ভালো খেলে দুটি সংস্করণে খেলার যোগ্যতা অর্জন করে নেন, সে ক্ষেত্রে তাঁর বেতনও বেড়ে যাবে।
কেন্দ্রীয় চুক্তিতে কিছুটা বিস্ময় হয়ে এসেছে শরিফুল ইসলামের নাম। মাত্র চার মাস আগে অভিষেক হওয়া এই বাঁহাতি পেসার আছেন তিন সংস্করণের চুক্তিতেই। তবে তিন সংস্করণে থাকলেও আকরাম বলেছেন, শরিফুলের বেতন হতে পারে ২ লাখ টাকা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫