নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপের ১৭ জনের দলে থাকার সুযোগ হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা এবং কোচ-অধিনায়কের মত বিবেচনায় মাহমুদউল্লাহকে নেওয়া হয়নি।
মাহমুদউল্লাহকে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে নেওয়ার জন্য মানববন্ধন করছেন ভক্তরা। গত পরশু প্রেসক্লাবের পর আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রাঙ্গণে মানববন্ধন করেছেন তাঁরা। ক্রিকেট বিশ্লেষকদেরও অনেকে মাহমুদউল্লাহকে দলে রাখার ব্যাপারে ইতিবাচক মত দিচ্ছেন। তাঁরা মনে করছেন, বিশ্বকাপ পরিকল্পনায় মাহমুদউল্লাহকে না রাখলে, আরও আগেই সেটি স্পষ্ট করা উচিত ছিল। বিশ্বকাপ যখন কাছে, এখন বাদ দেওয়াটা ন্যায্য মনে করছেন না বিশ্লেষকেরা।
এত আলোচনা ও মানববন্ধন হলেও বিসিবি তাদের জায়গায় অনড়। তারা কোনো চাপ অনুভব করছে না মাহমুদউল্লাহ ইস্যুতে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সংবাদমাধ্যমকে বললেন, ‘না। আসলে ওই রকমভাবে কোনো চাপ অনুভব করছি না। মাহমুদউল্লাহর কথা যদি বলি, আমাদের বাংলাদেশের ক্রিকেটে যে অবদান কখনো অস্বীকার করার মতো না এবং কখনো করাও হবে না।’
সবকিছুর শুরু যেমন আছে, শেষও আছে। তানভীর আহমেদ সেটি মনে করিয়ে দিয়ে বললেন, ‘একটা ব্যাপার যেটি বললাম, যেহেতু একসময় মাহমুদউল্লাহ দলে এসেছিলেন, একটা সময় নিয়ম অনুযায়ী দল থেকে বাদ পড়বেন। দুঃখজনক হলেও এটা সত্য। এটাই নিয়ম। পৃথিবীর নিয়ম এভাবেই চলে। সেই নিয়মে তার বাদ পড়া। তো দুঃখ লাগবে, খারাপ লাগবে তার মতো অভিজ্ঞ খেলোয়াড় আমাদের এখানে নেই।’
মাহমুদউল্লাহর জায়গায় এখন নতুন আসবে। তিনিও একসময় কারও স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট একটা আবেগের জায়গাও। তাই মাহমুদউল্লাহকে নিয়ে সমর্থকদের আন্দোলনও ইতিবাচক দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘একটা সময় মাহমুদউল্লাহ ছিলেন না। সেও কারও জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিল। যারা তখন বাদ পড়েছে তাদের কাছেও খারাপ লেগেছে। তাদের দর্শক যারা ছিল, তারাও তখন খারাপ বোধ করেছে। এখন যারা মাহমুদউল্লাহর জন্য আন্দোলন করছে বা বলছে তাকে ফেরানোর জন্য, এটাও ওই একই ব্যাপার। একই জিনিস।’
এমন আবেগ চলতেই থাকবে বলে মনে করেন টিটু। তাই বললেন, ‘দর্শকদের যে চাহিদা, ভক্ত-সমর্থকদের যেই একটা ব্যাপার থাকে তাদের নায়কদের নিয়ে সেই রকমই জিনিস চলছে। এটা আবেগের ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটের ব্যাপারে সব সময় বলি, বাংলাদেশের মানুষের আবেগের খুব গভীরে এটা স্থান করে নিয়েছে। সেই হিসেবে এটা আবেগের জায়গা থেকে চলতে থাকবে। কিছু করার নেই।’
এশিয়া কাপের ১৭ জনের দলে থাকার সুযোগ হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা এবং কোচ-অধিনায়কের মত বিবেচনায় মাহমুদউল্লাহকে নেওয়া হয়নি।
মাহমুদউল্লাহকে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে নেওয়ার জন্য মানববন্ধন করছেন ভক্তরা। গত পরশু প্রেসক্লাবের পর আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রাঙ্গণে মানববন্ধন করেছেন তাঁরা। ক্রিকেট বিশ্লেষকদেরও অনেকে মাহমুদউল্লাহকে দলে রাখার ব্যাপারে ইতিবাচক মত দিচ্ছেন। তাঁরা মনে করছেন, বিশ্বকাপ পরিকল্পনায় মাহমুদউল্লাহকে না রাখলে, আরও আগেই সেটি স্পষ্ট করা উচিত ছিল। বিশ্বকাপ যখন কাছে, এখন বাদ দেওয়াটা ন্যায্য মনে করছেন না বিশ্লেষকেরা।
এত আলোচনা ও মানববন্ধন হলেও বিসিবি তাদের জায়গায় অনড়। তারা কোনো চাপ অনুভব করছে না মাহমুদউল্লাহ ইস্যুতে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সংবাদমাধ্যমকে বললেন, ‘না। আসলে ওই রকমভাবে কোনো চাপ অনুভব করছি না। মাহমুদউল্লাহর কথা যদি বলি, আমাদের বাংলাদেশের ক্রিকেটে যে অবদান কখনো অস্বীকার করার মতো না এবং কখনো করাও হবে না।’
সবকিছুর শুরু যেমন আছে, শেষও আছে। তানভীর আহমেদ সেটি মনে করিয়ে দিয়ে বললেন, ‘একটা ব্যাপার যেটি বললাম, যেহেতু একসময় মাহমুদউল্লাহ দলে এসেছিলেন, একটা সময় নিয়ম অনুযায়ী দল থেকে বাদ পড়বেন। দুঃখজনক হলেও এটা সত্য। এটাই নিয়ম। পৃথিবীর নিয়ম এভাবেই চলে। সেই নিয়মে তার বাদ পড়া। তো দুঃখ লাগবে, খারাপ লাগবে তার মতো অভিজ্ঞ খেলোয়াড় আমাদের এখানে নেই।’
মাহমুদউল্লাহর জায়গায় এখন নতুন আসবে। তিনিও একসময় কারও স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট একটা আবেগের জায়গাও। তাই মাহমুদউল্লাহকে নিয়ে সমর্থকদের আন্দোলনও ইতিবাচক দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘একটা সময় মাহমুদউল্লাহ ছিলেন না। সেও কারও জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিল। যারা তখন বাদ পড়েছে তাদের কাছেও খারাপ লেগেছে। তাদের দর্শক যারা ছিল, তারাও তখন খারাপ বোধ করেছে। এখন যারা মাহমুদউল্লাহর জন্য আন্দোলন করছে বা বলছে তাকে ফেরানোর জন্য, এটাও ওই একই ব্যাপার। একই জিনিস।’
এমন আবেগ চলতেই থাকবে বলে মনে করেন টিটু। তাই বললেন, ‘দর্শকদের যে চাহিদা, ভক্ত-সমর্থকদের যেই একটা ব্যাপার থাকে তাদের নায়কদের নিয়ে সেই রকমই জিনিস চলছে। এটা আবেগের ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটের ব্যাপারে সব সময় বলি, বাংলাদেশের মানুষের আবেগের খুব গভীরে এটা স্থান করে নিয়েছে। সেই হিসেবে এটা আবেগের জায়গা থেকে চলতে থাকবে। কিছু করার নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫