ক্রীড়া ডেস্ক
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন সাকিব আল হাসান। করেছিলেন দারুণ এক ফিফটি। কিন্তু পরের তিন ম্যাচে সাকিবের ব্যাট হাসেনি। তাঁর দল দুবাই ক্যাপিটালসের বিদায়ঘণ্টা বেজে গেছে লিগ পর্বেই।
গায়ানার প্রভিডেন্সে গত রাতে সাকিবের দুবাই ক্যাপিটালস খেলেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচেও তিনি আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাঁর ব্যর্থতার মাঝেও দুবাইয়ের ম্যাচ জেতার আশা বেঁচে ছিল শেষ ওভার পর্যন্ত। তবে শেষ রক্ষা হয়নি। দুবাইকে ৮ রানে হারিয়ে জিএসএলের দ্বিতীয় আসরের ফাইনালে উঠে গেল রংপুর। শিরোপা ধরে রাখার অভিযানে তারা খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় প্রভিডেন্স স্টেডিয়ামে হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স ফাইনাল।
১৫৯ রানের লক্ষ্যে নেমে ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দুবাই ক্যাপিটালস, যাঁদের মধ্যে দুবাই অধিনায়ক গুলবাদিন নাইব আউট হয়েছেন শূন্য রানে। চাপে পড়া দুবাইয়ের তখন হাল ধরেন সঞ্জয় কৃষ্ণমূর্তি ও সেদিকুল্লাহ আতাল। চতুর্থ উইকেটে ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়েন তাঁরা। ১১তম ওভারের পঞ্চম বলে কৃষ্ণমূর্তিকে (২৭) ফিরিয়ে জুটি ভাঙেন রংপুরের রাকিবুল হাসান। কৃষ্ণমূর্তির উইকেট হারানোর পর ছোটখাটো ধস নামে দুবাইয়ের ইনিংসে। ৯ রানে ৩ উইকেট হারিয়ে দলটির স্কোর হয়ে যায় ১২.৪ ওভারে ৬ উইকেটে ৮৫ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দুবাই ক্যাপিটালস একপর্যায়ে ১২ বলে ২৮ রানের সমীকরণের সামনে এসে দাঁড়ায়। হাতে তখন ২ উইকেট। এমন অবস্থায় ১৯তম ওভারে রংপুরের আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে পিটিয়ে ১৯ রান তুলে ফেলে দুবাই, যার মধ্যে দুই ছক্কা ও এক চারে একাই ১৮ রান নিয়েছেন আরেক আফগান ইবরাহিম জাদরান। ইবরাহিমের উইকেট নিয়েই মূলত দুবাইয়ের জয়ের আশা শেষ করে দেন ওমরজাই। ১৯.২ ওভারে দুবাই ১৫০ রানে গুটিয়ে গেলে লিগ পর্বেই শেষ হয়ে যায় তাদের পথচলা।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন ইফতিখার আহমেদ। ৩২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৩ রান। এই ম্যাচে রংপুরের সেরা বোলার সাইফ হাসান নিয়েছেন ৩ উইকেট। ৩ ওভারে খরচ করেন ২০ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান করে রংপুর। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন ইফতিখার। রংপুর মূলত ১৫০ পেরিয়েছে শেষের দিকে সোহানের ক্যামিও ইনিংসে। ৭ নম্বরে নেমে ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। আর এই টুর্নামেন্টে প্রথমবার খেলতে এসে সাকিব ৪ ম্যাচে করেন ৭২ রান, যার মধ্যে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষেই ছিল তাঁর ৫৮ রানের ইনিংস।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ সময় আজ ভোরে। প্রভিডেন্স স্টেডিয়ামে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ২১ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। টস জিতে আগে ব্যাটিং নিয়ে হোবার্ট ১৬.১ ওভারে ১২৫ রানে গুটিয়ে গেছে। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে গায়ানার লেগেছে ৯৯ বল। ১০ বলে ৬ ছক্কায় ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন গায়ানার মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাঁর সতীর্থ গুড়াকেশ মোতি। ১৩ বলে ১৯ রান করেছেন। বোলিংয়ে ৯ রানে ৩ উইকেট নিয়েছেন।
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন সাকিব আল হাসান। করেছিলেন দারুণ এক ফিফটি। কিন্তু পরের তিন ম্যাচে সাকিবের ব্যাট হাসেনি। তাঁর দল দুবাই ক্যাপিটালসের বিদায়ঘণ্টা বেজে গেছে লিগ পর্বেই।
গায়ানার প্রভিডেন্সে গত রাতে সাকিবের দুবাই ক্যাপিটালস খেলেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচেও তিনি আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাঁর ব্যর্থতার মাঝেও দুবাইয়ের ম্যাচ জেতার আশা বেঁচে ছিল শেষ ওভার পর্যন্ত। তবে শেষ রক্ষা হয়নি। দুবাইকে ৮ রানে হারিয়ে জিএসএলের দ্বিতীয় আসরের ফাইনালে উঠে গেল রংপুর। শিরোপা ধরে রাখার অভিযানে তারা খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় প্রভিডেন্স স্টেডিয়ামে হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স ফাইনাল।
১৫৯ রানের লক্ষ্যে নেমে ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দুবাই ক্যাপিটালস, যাঁদের মধ্যে দুবাই অধিনায়ক গুলবাদিন নাইব আউট হয়েছেন শূন্য রানে। চাপে পড়া দুবাইয়ের তখন হাল ধরেন সঞ্জয় কৃষ্ণমূর্তি ও সেদিকুল্লাহ আতাল। চতুর্থ উইকেটে ৩৫ বলে ৪৮ রানের জুটি গড়েন তাঁরা। ১১তম ওভারের পঞ্চম বলে কৃষ্ণমূর্তিকে (২৭) ফিরিয়ে জুটি ভাঙেন রংপুরের রাকিবুল হাসান। কৃষ্ণমূর্তির উইকেট হারানোর পর ছোটখাটো ধস নামে দুবাইয়ের ইনিংসে। ৯ রানে ৩ উইকেট হারিয়ে দলটির স্কোর হয়ে যায় ১২.৪ ওভারে ৬ উইকেটে ৮৫ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দুবাই ক্যাপিটালস একপর্যায়ে ১২ বলে ২৮ রানের সমীকরণের সামনে এসে দাঁড়ায়। হাতে তখন ২ উইকেট। এমন অবস্থায় ১৯তম ওভারে রংপুরের আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে পিটিয়ে ১৯ রান তুলে ফেলে দুবাই, যার মধ্যে দুই ছক্কা ও এক চারে একাই ১৮ রান নিয়েছেন আরেক আফগান ইবরাহিম জাদরান। ইবরাহিমের উইকেট নিয়েই মূলত দুবাইয়ের জয়ের আশা শেষ করে দেন ওমরজাই। ১৯.২ ওভারে দুবাই ১৫০ রানে গুটিয়ে গেলে লিগ পর্বেই শেষ হয়ে যায় তাদের পথচলা।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন ইফতিখার আহমেদ। ৩২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৩ রান। এই ম্যাচে রংপুরের সেরা বোলার সাইফ হাসান নিয়েছেন ৩ উইকেট। ৩ ওভারে খরচ করেন ২০ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান করে রংপুর। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন ইফতিখার। রংপুর মূলত ১৫০ পেরিয়েছে শেষের দিকে সোহানের ক্যামিও ইনিংসে। ৭ নম্বরে নেমে ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। আর এই টুর্নামেন্টে প্রথমবার খেলতে এসে সাকিব ৪ ম্যাচে করেন ৭২ রান, যার মধ্যে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষেই ছিল তাঁর ৫৮ রানের ইনিংস।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ সময় আজ ভোরে। প্রভিডেন্স স্টেডিয়ামে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ২১ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। টস জিতে আগে ব্যাটিং নিয়ে হোবার্ট ১৬.১ ওভারে ১২৫ রানে গুটিয়ে গেছে। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে গায়ানার লেগেছে ৯৯ বল। ১০ বলে ৬ ছক্কায় ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন গায়ানার মিডল অর্ডার ব্যাটার শিমরন হেটমায়ার। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাঁর সতীর্থ গুড়াকেশ মোতি। ১৩ বলে ১৯ রান করেছেন। বোলিংয়ে ৯ রানে ৩ উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে