নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গত রাতে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ দল। বিশ্রাম শেষে আজ সকালে অনুশীলনে নেমে পড়েছে মুমিনুল হকের দল। ১০টায় অনুশীলন সূচি থাকলেও তার বেশ আগেই মাঠে চলে আসেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
যুক্তরাষ্ট্রে থাকায় এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। এদিকে, বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দলে থাকায় চট্টগ্রাম আসেননি পরে অন্তর্ভুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।
বৃষ্টি বাগড়ায় অবশ্য প্রথম দিন এক ঘণ্টার বেশি নিজেদের ঝালিয়ে নিতে পারেনি বাংলাদেশ। যদিও ঘাটতি মিটিয়ে নিতে দুপুরের পর আবার অনুশীলনে নামার কথা।
ঘণ্টাখানেকের প্রস্তুতি শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাঈম হাসান। ১৫ মাস বিরতির পর আবার টেস্ট দলে ফিরেছেন নাঈম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘অদৃশ্য’ হয়ে যাওয়া সময়টা বেশ কঠিনই ছিল এ স্পিনারের।
আবার দলে ফিরতে পেরে দারুণ খুশি চট্টগ্রামের ছেলে নাঈম। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আবার সুযোগ পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে। বড় ভাইদের (সিনিয়র ক্রিকেটারদের) সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে সব সময় ভালো লাগে। অনেক কিছু শেখা যায়।’
সাত টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এখনো শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ হয়নি নাঈমের। লঙ্কান ব্যাটারদের দুর্বলতা খুঁজতে ভিডিও ফুটেজ অন্যতম ভরসা তাঁর। সেই সঙ্গে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ তো আছেনই। স্বদেশি খেলোয়াড়দের শক্তিমত্তা-দুর্বলতা তাঁর চেয়ে ভালো আর কে জানেন!
বোলিং-প্রস্তুতি নিয়ে নাঈম বললেন, ‘টেস্ট ম্যাচে লম্বা সময় একটা জায়গায় বোলিং করতে হয়। তিনি (হেরাথ) দেখিয়ে দিচ্ছেন, কোথায় বল করতে হবে-না করতে হবে। ধৈর্য ধরে বোলিং করার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি সোহেল স্যারের (স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম) সঙ্গে কাজ করেছি। এটা নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে। ওদের (লঙ্কান ব্যাটারদের) ভিডিও দেখেছি। ওই হিসেবে পরিকল্পনা করছি। দলে সুযোগ পেলে অবদান রাখতে চাই।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গত রাতে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ দল। বিশ্রাম শেষে আজ সকালে অনুশীলনে নেমে পড়েছে মুমিনুল হকের দল। ১০টায় অনুশীলন সূচি থাকলেও তার বেশ আগেই মাঠে চলে আসেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
যুক্তরাষ্ট্রে থাকায় এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। এদিকে, বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দলে থাকায় চট্টগ্রাম আসেননি পরে অন্তর্ভুক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।
বৃষ্টি বাগড়ায় অবশ্য প্রথম দিন এক ঘণ্টার বেশি নিজেদের ঝালিয়ে নিতে পারেনি বাংলাদেশ। যদিও ঘাটতি মিটিয়ে নিতে দুপুরের পর আবার অনুশীলনে নামার কথা।
ঘণ্টাখানেকের প্রস্তুতি শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাঈম হাসান। ১৫ মাস বিরতির পর আবার টেস্ট দলে ফিরেছেন নাঈম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘অদৃশ্য’ হয়ে যাওয়া সময়টা বেশ কঠিনই ছিল এ স্পিনারের।
আবার দলে ফিরতে পেরে দারুণ খুশি চট্টগ্রামের ছেলে নাঈম। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘আবার সুযোগ পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে। বড় ভাইদের (সিনিয়র ক্রিকেটারদের) সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে সব সময় ভালো লাগে। অনেক কিছু শেখা যায়।’
সাত টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এখনো শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ হয়নি নাঈমের। লঙ্কান ব্যাটারদের দুর্বলতা খুঁজতে ভিডিও ফুটেজ অন্যতম ভরসা তাঁর। সেই সঙ্গে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ তো আছেনই। স্বদেশি খেলোয়াড়দের শক্তিমত্তা-দুর্বলতা তাঁর চেয়ে ভালো আর কে জানেন!
বোলিং-প্রস্তুতি নিয়ে নাঈম বললেন, ‘টেস্ট ম্যাচে লম্বা সময় একটা জায়গায় বোলিং করতে হয়। তিনি (হেরাথ) দেখিয়ে দিচ্ছেন, কোথায় বল করতে হবে-না করতে হবে। ধৈর্য ধরে বোলিং করার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি সোহেল স্যারের (স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলাম) সঙ্গে কাজ করেছি। এটা নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে। ওদের (লঙ্কান ব্যাটারদের) ভিডিও দেখেছি। ওই হিসেবে পরিকল্পনা করছি। দলে সুযোগ পেলে অবদান রাখতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫