নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। উঠে এসেছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার চূড়ায়।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ মুঠোয় পোরে বাংলাদেশ। গতকাল শেষ ম্যাচটা অবশ্য জয়ে রাঙায় আফগানরা। দুই দল কম-বেশি সুখস্মৃতি নিয়েই ফিরেছে ঢাকায়। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লড়াইয়ের অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদ-মোহাম্মদ নবীরা।
আগামী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ সিরিজের শেষটি শনিবার। দুটি ম্যাচই শুরু বিকেল ৩টায়। আগ্রহী দর্শক ১০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন।
তবে কোনো ব্যাংক কিংবা অনলাইন নয়; আগামীকাল বুধবার থেকে শুধু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত বুথে পাওয়া যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট। প্রাপ্যতা সাপেক্ষে টিকিট পাওয়া যেতে পারে ম্যাচের দিনেও।
করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কা অনেকটাই সামলে উঠেছে বাংলাদেশ। সরকার সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। এই সিরিজ দিয়েই তাই করোনাকালে প্রথমবারের মতো দেশের ক্রিকেটে ফিরছে শতভাগ দর্শক। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ধারণক্ষমতার শততাগ দর্শক নিয়ে ম্যাচ হয়েছিল মিরপুরে।
কদিন আগে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বলেছেন, ‘ঢাকায় টি-টোয়েন্টি সিরিজে ফুল হাউজ থাকবে আশা করছি। সব আসনেই দর্শক রাখার পরিকল্পনা রয়েছে।’
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে কাউন্টার। পূর্ব গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও খেলোয়াড়দের ড্রেসিংরুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার।
টি-টোয়ন্টি সিরিজে টিকিটের দাম
আসন দাম
পূর্ব গ্যালারি ১০০ ৳
উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ ৳
ক্লাব হাউজ ৩০০ ৳
ভিআইপি স্ট্যান্ড ৫০০ ৳
গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ৳
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। উঠে এসেছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার চূড়ায়।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ মুঠোয় পোরে বাংলাদেশ। গতকাল শেষ ম্যাচটা অবশ্য জয়ে রাঙায় আফগানরা। দুই দল কম-বেশি সুখস্মৃতি নিয়েই ফিরেছে ঢাকায়। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লড়াইয়ের অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদ-মোহাম্মদ নবীরা।
আগামী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ সিরিজের শেষটি শনিবার। দুটি ম্যাচই শুরু বিকেল ৩টায়। আগ্রহী দর্শক ১০০ টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন।
তবে কোনো ব্যাংক কিংবা অনলাইন নয়; আগামীকাল বুধবার থেকে শুধু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত বুথে পাওয়া যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট। প্রাপ্যতা সাপেক্ষে টিকিট পাওয়া যেতে পারে ম্যাচের দিনেও।
করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কা অনেকটাই সামলে উঠেছে বাংলাদেশ। সরকার সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। এই সিরিজ দিয়েই তাই করোনাকালে প্রথমবারের মতো দেশের ক্রিকেটে ফিরছে শতভাগ দর্শক। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ধারণক্ষমতার শততাগ দর্শক নিয়ে ম্যাচ হয়েছিল মিরপুরে।
কদিন আগে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বলেছেন, ‘ঢাকায় টি-টোয়েন্টি সিরিজে ফুল হাউজ থাকবে আশা করছি। সব আসনেই দর্শক রাখার পরিকল্পনা রয়েছে।’
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে কাউন্টার। পূর্ব গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও খেলোয়াড়দের ড্রেসিংরুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
বর্তমানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার।
টি-টোয়ন্টি সিরিজে টিকিটের দাম
আসন দাম
পূর্ব গ্যালারি ১০০ ৳
উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ১৫০ ৳
ক্লাব হাউজ ৩০০ ৳
ভিআইপি স্ট্যান্ড ৫০০ ৳
গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ৳
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫