চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেই সাকিন আল হাসান। তবে চট্টগ্রামে সাকিবের অনুপস্থিতিতে একটুও টের পেতে দেননি তাইজুল ইসলাম। স্পিন ঘূর্ণিতে পাকিস্তানকে ধসিয়ে দিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশকে লিডও এনে দিয়েছেন তিনি। ১১৬ রানে ৭ উইকেট নিয়ে আজ তৃতীয় দিনের পুরো আলোটাই কেড়ে নিয়েছেন তাইজুল।
দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে তাই কথা বলতে আসেন তাইজুল। সাকিবের অভাব টের পেতে না দিলেও তাইজুলের আলোচনা জুড়েই সাকিবের আনাগোনা ছিল। সাকিবের দায়িত্বটাই যে এই টেস্টে তাঁকে পালন করতে হচ্ছে। উইকেট নেওয়ার সঙ্গে রান আটকানোর দায়িত্বও নিজের কাঁধেই নেওয়া তাইজুল জানালেন, ‘সাকিব ভাই থাকলে দায়িত্ব একরকম থাকে, উনি না থাকলে অন্যরকম। যেহেতু সাকিব ভাই নেই তাঁর দায়িত্বটা আমাকেই পালন করতে হচ্ছে। রান আটকানোর সঙ্গে উইকেট নেওয়ার চাপও থাকে। দুটোই আমাকে করতে হচ্ছে।’
বাংলাদেশের আগের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির অধীনে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছিলেন তাইজুল। এই টেস্টে ফিরে গেছেন আবার আগের অ্যাকশনে। নিজের পুরোনো অ্যাকশনেই সফল হয়েছেন বলে জানালেন তাইজুল, ‘এটা সত্যি, আমি পুরোনো অ্যাকশনেই সফল। ভালো কিছুর চেষ্টা করেছিলাম। সোহেল ভাইয়ের (ভারপ্রাপ্ত স্পিন পরামর্শক) সঙ্গে কাজ করে উপকার পেয়েছি। আমি যখন ফিরি সোহেল ভাই অনেক সহায়তা করেছেন। উনি আমার অ্যাকশন সম্পর্কে খুব ভালো জানেন। এ জন্য সমস্যা হয়নি।’
তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের পরও দিনটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি বাংলাদেশ। ৩৯ রানে যে নেই চার উইকেট। ব্যাপারটা হতাশার কি না এমন প্রশ্নে তাইজুল জানালেন, ‘ক্রিকেটে অনেক সময় এমন হতে পারে। কেউ তো ইচ্ছে করে আউট হতে চায় না। প্রথম ইনিংসেও এমনটা হয়েছিল। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। আশা করছি, আবার ঘুরে দাঁড়াতে পারব।’
চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেই সাকিন আল হাসান। তবে চট্টগ্রামে সাকিবের অনুপস্থিতিতে একটুও টের পেতে দেননি তাইজুল ইসলাম। স্পিন ঘূর্ণিতে পাকিস্তানকে ধসিয়ে দিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশকে লিডও এনে দিয়েছেন তিনি। ১১৬ রানে ৭ উইকেট নিয়ে আজ তৃতীয় দিনের পুরো আলোটাই কেড়ে নিয়েছেন তাইজুল।
দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে তাই কথা বলতে আসেন তাইজুল। সাকিবের অভাব টের পেতে না দিলেও তাইজুলের আলোচনা জুড়েই সাকিবের আনাগোনা ছিল। সাকিবের দায়িত্বটাই যে এই টেস্টে তাঁকে পালন করতে হচ্ছে। উইকেট নেওয়ার সঙ্গে রান আটকানোর দায়িত্বও নিজের কাঁধেই নেওয়া তাইজুল জানালেন, ‘সাকিব ভাই থাকলে দায়িত্ব একরকম থাকে, উনি না থাকলে অন্যরকম। যেহেতু সাকিব ভাই নেই তাঁর দায়িত্বটা আমাকেই পালন করতে হচ্ছে। রান আটকানোর সঙ্গে উইকেট নেওয়ার চাপও থাকে। দুটোই আমাকে করতে হচ্ছে।’
বাংলাদেশের আগের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির অধীনে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছিলেন তাইজুল। এই টেস্টে ফিরে গেছেন আবার আগের অ্যাকশনে। নিজের পুরোনো অ্যাকশনেই সফল হয়েছেন বলে জানালেন তাইজুল, ‘এটা সত্যি, আমি পুরোনো অ্যাকশনেই সফল। ভালো কিছুর চেষ্টা করেছিলাম। সোহেল ভাইয়ের (ভারপ্রাপ্ত স্পিন পরামর্শক) সঙ্গে কাজ করে উপকার পেয়েছি। আমি যখন ফিরি সোহেল ভাই অনেক সহায়তা করেছেন। উনি আমার অ্যাকশন সম্পর্কে খুব ভালো জানেন। এ জন্য সমস্যা হয়নি।’
তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের পরও দিনটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি বাংলাদেশ। ৩৯ রানে যে নেই চার উইকেট। ব্যাপারটা হতাশার কি না এমন প্রশ্নে তাইজুল জানালেন, ‘ক্রিকেটে অনেক সময় এমন হতে পারে। কেউ তো ইচ্ছে করে আউট হতে চায় না। প্রথম ইনিংসেও এমনটা হয়েছিল। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। আশা করছি, আবার ঘুরে দাঁড়াতে পারব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫