লিটন দাস—অনেক সম্ভাবনা নিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। প্রতিভা ও সামর্থ্যেরও অভাব নেই। কিন্তু ব্যাটিংয়ে অধারাবাহিকার কারণে নিজেকে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি। এখন তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়েও পড়েছেন শঙ্কায়।
লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন লিটন। গতকাল চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ এই ওপেনার। অভিষিক্ত তানজিদ হাসান তামিমকে নিয়ে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ রান করেই বোল্ড হয়েছেন ব্লেসিং মুজারাবানির বলে। বারবার সুযোগ পেয়েও লিটন কেন ব্যর্থ সেটি এক রহস্যই বটে।
আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ চট্টগ্রামে লিটনকে নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলতে হলো ডেভিড হেম্পকে। বাংলাদেশের ব্যাটিং কোচ অবশ্য এখনো বিশ্বাস রেখেছেন ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ওপর। হেম্প জানিয়েছেন, লিটন রানে ফেরার জন্য পরিশ্রম করছেন। এ নিয়ে তিনি বলেন, ‘সে (লিটন) হয়তো রান পাচ্ছে না, কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। খেলোয়াড়েরা এমন সময়ের মধ্য দিয়ে যাবে। কখনো তারা রান করবে, কখনো আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
ব্যাটিংয়ে অধারাবাহিকতা ও মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য লিটন সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন। ব্যাটিংয়ে তাঁর সমস্যাটা টেকনিক্যাল নাকি মানসিক—সেটি খোঁজার চেষ্টা করেছেন হেম্প, ‘আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক-সেদিক করে, গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন। কারণ, নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জন্য এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
লিটন দাস—অনেক সম্ভাবনা নিয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। প্রতিভা ও সামর্থ্যেরও অভাব নেই। কিন্তু ব্যাটিংয়ে অধারাবাহিকার কারণে নিজেকে এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি। এখন তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়েও পড়েছেন শঙ্কায়।
লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন লিটন। গতকাল চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ এই ওপেনার। অভিষিক্ত তানজিদ হাসান তামিমকে নিয়ে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ রান করেই বোল্ড হয়েছেন ব্লেসিং মুজারাবানির বলে। বারবার সুযোগ পেয়েও লিটন কেন ব্যর্থ সেটি এক রহস্যই বটে।
আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আজ চট্টগ্রামে লিটনকে নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলতে হলো ডেভিড হেম্পকে। বাংলাদেশের ব্যাটিং কোচ অবশ্য এখনো বিশ্বাস রেখেছেন ২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ওপর। হেম্প জানিয়েছেন, লিটন রানে ফেরার জন্য পরিশ্রম করছেন। এ নিয়ে তিনি বলেন, ‘সে (লিটন) হয়তো রান পাচ্ছে না, কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। খেলোয়াড়েরা এমন সময়ের মধ্য দিয়ে যাবে। কখনো তারা রান করবে, কখনো আবার করবে না। এখন হয়তো সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’
ব্যাটিংয়ে অধারাবাহিকতা ও মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য লিটন সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন। ব্যাটিংয়ে তাঁর সমস্যাটা টেকনিক্যাল নাকি মানসিক—সেটি খোঁজার চেষ্টা করেছেন হেম্প, ‘আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক-সেদিক করে, গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন। কারণ, নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জন্য এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে