অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই টিম মিটিংয়ে অ্যালান ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপ শেষেই বাংলাদেশ দলের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ। বিদায় বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডোনাল্ড। এরপর গত পরশু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ডোনাল্ড।
২০২২-এর ১ মার্চ থেকে এ বছরের ১১ নভেম্বর পর্যন্ত ২০ মাস কাজ করেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার আসার পরই শক্তিশালী হয়ে উঠতে থাকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদের মতো তরুণ পেসাররা উঠে এসেছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরাও নিজেদের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। পেসারদের নিয়ে কাজ করলেও ডোনাল্ড যেন পুরো বাংলাদেশ দলকে আপন করে নিয়েছিলেন।যেখানে ডোনাল্ডের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের কাজ করার প্রয়োজনই পড়েনি। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিং করেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর আজ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, ‘একজন কিংবদন্তি ও ভদ্রলোক। অসাধারণ এক ব্যক্তি। আপনার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’
২০১৮ থেকে ২০২১ পর্যন্ত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তাসকিন। এরপর যখন তিনি ফিরেছেন, তখন থেকেই দুর্দান্ত খেলছেন। যেখানে ডোনাল্ড দায়িত্ব নেওয়ার পর তাঁর (তাসকিন) দারুণ উন্নতি হয়েছে। ২০২২-এর ১ মার্চ থেকে ২০২৩-এর ১১ নভেম্বর-এই সময়ে বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০ উইকেট পেয়েছেন। গত পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেও তাসকিনের কাছে এসেছে ডোনাল্ডের অধীনে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সের প্রসঙ্গ।
পুনের মিক্সড জোনে সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের ফাস্ট বোলিং করতে দারুণভাবে সাহায্য করেছেন। ভালো হোক বা খারাপ হোক, সব সময় পাশে থাকতেন। অনুপ্রাণিত করতেন। তাঁর সঙ্গে কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করেছি। তিনি তো চলে গেলেন। পেশাগত জীবন বলতে এটাই। সব কোচই দুই বছর, চার বছর পর যাবেন, আসবেন। তাঁর সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরও ভালো বোলিং কোচের আশায় রইলাম।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই টিম মিটিংয়ে অ্যালান ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপ শেষেই বাংলাদেশ দলের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ। বিদায় বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডোনাল্ড। এরপর গত পরশু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ডোনাল্ড।
২০২২-এর ১ মার্চ থেকে এ বছরের ১১ নভেম্বর পর্যন্ত ২০ মাস কাজ করেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার আসার পরই শক্তিশালী হয়ে উঠতে থাকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট। শরীফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদের মতো তরুণ পেসাররা উঠে এসেছেন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরাও নিজেদের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। পেসারদের নিয়ে কাজ করলেও ডোনাল্ড যেন পুরো বাংলাদেশ দলকে আপন করে নিয়েছিলেন।যেখানে ডোনাল্ডের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের কাজ করার প্রয়োজনই পড়েনি। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিং করেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর আজ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, ‘একজন কিংবদন্তি ও ভদ্রলোক। অসাধারণ এক ব্যক্তি। আপনার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’
২০১৮ থেকে ২০২১ পর্যন্ত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন তাসকিন। এরপর যখন তিনি ফিরেছেন, তখন থেকেই দুর্দান্ত খেলছেন। যেখানে ডোনাল্ড দায়িত্ব নেওয়ার পর তাঁর (তাসকিন) দারুণ উন্নতি হয়েছে। ২০২২-এর ১ মার্চ থেকে ২০২৩-এর ১১ নভেম্বর-এই সময়ে বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ ৪০ উইকেট পেয়েছেন। গত পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেও তাসকিনের কাছে এসেছে ডোনাল্ডের অধীনে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সের প্রসঙ্গ।
পুনের মিক্সড জোনে সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের ফাস্ট বোলিং করতে দারুণভাবে সাহায্য করেছেন। ভালো হোক বা খারাপ হোক, সব সময় পাশে থাকতেন। অনুপ্রাণিত করতেন। তাঁর সঙ্গে কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুব উপভোগ করেছি। তিনি তো চলে গেলেন। পেশাগত জীবন বলতে এটাই। সব কোচই দুই বছর, চার বছর পর যাবেন, আসবেন। তাঁর সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরও ভালো বোলিং কোচের আশায় রইলাম।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে