নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে টেস্ট দলের ক্রিকেটাররা। এরমধ্যে আগামী নভেম্বরের শেষ দিকে পূর্নাঙ্গ সফরে বাংলাদেশে আসছে ভারত। এই সফরের আগে নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন মুমিনুল হকরা।
বাংলাদেশ 'এ' দলের হয়ে ভারত সফর মুমিনুলদের এই সুযোগ করে দিচ্ছে। ভারতের রঞ্জি দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবেন তাঁরা। ভারত সিরিজের আগে মুমিনুল-সাদমান ইসলামদের ছন্দে ফিরতে এই সফরের দিকে তাকিয়ে হাবিবুল বাশার সুমন। ভারত সফরে 'এ' দলের সঙ্গী হবেন বিসিবির এই নির্বাচক।
এই সফরে বিশেষ করে মুমিনুলের কাছে চাওয়া কী থাকবে, সেই প্রশ্নে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সুমন বলেন, 'এটা শুধু মুমিনুল না। আপনি যদি আমাদের দলটা দেখেন, এই দলটা আমাদের টেস্ট দলেরই প্রতিফলন। মুমিনুল অনেক দিন ধরে টেস্ট খেলছে, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে, আস্থা ফিরে পাওয়া। এটা অবশ্যই ওর জন্য দারুণ সুযোগ।'
তামিলনাড়ু দল শক্তিশালী জানিয়ে সুমন আরও বলেন, 'তামিলনাড়ু রাজ্য দলটা বেশ শক্তিশালী একটা দল। ভারত সিরিজের আগে এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। আমরা চাইব, মুমিনুল যেন ছন্দে ফিরে আসে। একই সঙ্গে সাদমান-সাইফ ওরা কিন্তু বেশি টেস্ট খেলেনি, তাদের জন্য সফরটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ভালো প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজের খেলাটা বোঝা যায়। আমি মনে করি, সফরটা আমাদের জন্য খুব কাজে দেবে। যেহেতু সর্বশেষ সিরিজের (টেস্ট সিরিজ) পর একটা বিরতি পড়েছে।'
আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। এ জন্য ক্রিকেটাররা নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার সুযোগ কম পাচ্ছেন। এই ধরনের সিরিজের মাধ্যমে সেটা সম্ভব বলে মনে করেন সুমন, 'যেহেতু আন্তর্জাতিক সিরিজের সময় কাজ করার সময় খুব একটা থাকে না। এই ধরনের খেলাগুলো নিজের দুর্বলতা, নিজের সম্পর্কে জানতে খুব সাহায্য করে। আন্তর্জাতিক অঙ্গনে যেমন কেউ নিজের খেলা পরিবর্তন করতে চায় না, স্বাভাবিক খেলাটাই খেলে। কিন্তু এ ধরনের সিরিজে যার যে জায়গায় সমস্যা আছে সেটা নিয়ে কাজ করতে পারে।'
গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর লম্বা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে টেস্ট দলের ক্রিকেটাররা। এরমধ্যে আগামী নভেম্বরের শেষ দিকে পূর্নাঙ্গ সফরে বাংলাদেশে আসছে ভারত। এই সফরের আগে নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন মুমিনুল হকরা।
বাংলাদেশ 'এ' দলের হয়ে ভারত সফর মুমিনুলদের এই সুযোগ করে দিচ্ছে। ভারতের রঞ্জি দল তামিলনাড়ুর বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবেন তাঁরা। ভারত সিরিজের আগে মুমিনুল-সাদমান ইসলামদের ছন্দে ফিরতে এই সফরের দিকে তাকিয়ে হাবিবুল বাশার সুমন। ভারত সফরে 'এ' দলের সঙ্গী হবেন বিসিবির এই নির্বাচক।
এই সফরে বিশেষ করে মুমিনুলের কাছে চাওয়া কী থাকবে, সেই প্রশ্নে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সুমন বলেন, 'এটা শুধু মুমিনুল না। আপনি যদি আমাদের দলটা দেখেন, এই দলটা আমাদের টেস্ট দলেরই প্রতিফলন। মুমিনুল অনেক দিন ধরে টেস্ট খেলছে, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে, আস্থা ফিরে পাওয়া। এটা অবশ্যই ওর জন্য দারুণ সুযোগ।'
তামিলনাড়ু দল শক্তিশালী জানিয়ে সুমন আরও বলেন, 'তামিলনাড়ু রাজ্য দলটা বেশ শক্তিশালী একটা দল। ভারত সিরিজের আগে এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। আমরা চাইব, মুমিনুল যেন ছন্দে ফিরে আসে। একই সঙ্গে সাদমান-সাইফ ওরা কিন্তু বেশি টেস্ট খেলেনি, তাদের জন্য সফরটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ভালো প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজের খেলাটা বোঝা যায়। আমি মনে করি, সফরটা আমাদের জন্য খুব কাজে দেবে। যেহেতু সর্বশেষ সিরিজের (টেস্ট সিরিজ) পর একটা বিরতি পড়েছে।'
আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। এ জন্য ক্রিকেটাররা নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার সুযোগ কম পাচ্ছেন। এই ধরনের সিরিজের মাধ্যমে সেটা সম্ভব বলে মনে করেন সুমন, 'যেহেতু আন্তর্জাতিক সিরিজের সময় কাজ করার সময় খুব একটা থাকে না। এই ধরনের খেলাগুলো নিজের দুর্বলতা, নিজের সম্পর্কে জানতে খুব সাহায্য করে। আন্তর্জাতিক অঙ্গনে যেমন কেউ নিজের খেলা পরিবর্তন করতে চায় না, স্বাভাবিক খেলাটাই খেলে। কিন্তু এ ধরনের সিরিজে যার যে জায়গায় সমস্যা আছে সেটা নিয়ে কাজ করতে পারে।'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫