নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। সাকিবের ফেরায় বাংলাদেশ দল হবে আরও ভারসাম্যপূর্ণ এবং উজ্জীবিত। তবে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জেতা উচিত।
সাদা বলে বেশ প্রতিষ্ঠিত দল বাংলাদেশ। লাল বলে তাঁর বিপরীত দৃশ্য। সে প্রসঙ্গ টেনে আজ ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমকে সাকিব বলেছেন, ‘আশা তো সব সময় করি যেন জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে আমরা সব সময় সংগ্রাম করেছি, আমাদের জন্য কঠিন। তবে আমি মনে করি, আমাদের শ্রীলঙ্কার সঙ্গে অনেক ভালো করা উচিত এবং টেস্ট জেতা উচিত।’
সাকিব সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই। টাইমড আউটের সেই আলোচিত ম্যাচে, যে ম্যাচে হয়েছিলেন ম্যাচ-সেরাও। টেস্টে ফেরার আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ এবং ডিপিএলে গতকাল শেখ জামালের হয়েও ম্যাচ-সেরা হয়েছেন। সব মিলিয়ে দারুণ সময় কাটছে তাঁর।
ফলে টেস্টে ব্যক্তিগত লক্ষ্য কী থাকবে সাকিবের? তিনি অবশ্য জানিয়েছেন, নিজের কোনো লক্ষ্য নেই, খেলতে চান দলের জন্য। সাকিব বললেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। আমার মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, আমার ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে কোনো চিন্তা ছিল। সব সময় চেষ্টা করেছি দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয় পারফরম বা প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই আমি টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে গর্বিত-আনন্দিত একই সময়ে।’
সাকিবের মতে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতে পারেন বাংলাদেশ দলের অসাধারণ একজন ‘লিডার’। তাঁকে সবার সমর্থন দেওয়া উচিত। সাবেক অধিনায়ক বললেন, ‘আগেভাগেই দায়িত্ব দেওয়া হয়েছে (অধিনায়ক করা হয়েছে শান্তকে)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু ফল ওর পরে এসেছে, যেটা ওকে সহায়তা করবে আরও এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে আমার ধারণা সে অসাধারণ একজন লিডার হবে।’
প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। আজ চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর। সাকিবের ফেরায় বাংলাদেশ দল হবে আরও ভারসাম্যপূর্ণ এবং উজ্জীবিত। তবে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জেতা উচিত।
সাদা বলে বেশ প্রতিষ্ঠিত দল বাংলাদেশ। লাল বলে তাঁর বিপরীত দৃশ্য। সে প্রসঙ্গ টেনে আজ ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমকে সাকিব বলেছেন, ‘আশা তো সব সময় করি যেন জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে আমরা সব সময় সংগ্রাম করেছি, আমাদের জন্য কঠিন। তবে আমি মনে করি, আমাদের শ্রীলঙ্কার সঙ্গে অনেক ভালো করা উচিত এবং টেস্ট জেতা উচিত।’
সাকিব সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই। টাইমড আউটের সেই আলোচিত ম্যাচে, যে ম্যাচে হয়েছিলেন ম্যাচ-সেরাও। টেস্টে ফেরার আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ এবং ডিপিএলে গতকাল শেখ জামালের হয়েও ম্যাচ-সেরা হয়েছেন। সব মিলিয়ে দারুণ সময় কাটছে তাঁর।
ফলে টেস্টে ব্যক্তিগত লক্ষ্য কী থাকবে সাকিবের? তিনি অবশ্য জানিয়েছেন, নিজের কোনো লক্ষ্য নেই, খেলতে চান দলের জন্য। সাকিব বললেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। আমার মনে হয় না ক্রিকেট যত দিন খেলেছি, আমার ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে কোনো চিন্তা ছিল। সব সময় চেষ্টা করেছি দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয় পারফরম বা প্রতিনিধিত্ব করতে পারা সব সময়ই গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই আমি টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে গর্বিত-আনন্দিত একই সময়ে।’
সাকিবের মতে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতে পারেন বাংলাদেশ দলের অসাধারণ একজন ‘লিডার’। তাঁকে সবার সমর্থন দেওয়া উচিত। সাবেক অধিনায়ক বললেন, ‘আগেভাগেই দায়িত্ব দেওয়া হয়েছে (অধিনায়ক করা হয়েছে শান্তকে)। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু ফল ওর পরে এসেছে, যেটা ওকে সহায়তা করবে আরও এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে আমার ধারণা সে অসাধারণ একজন লিডার হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫